Tuesday, June 30, 2020

ডিম কাহিনী

ফেসবুকে কার যেন স্ট্যাটাসে দেখলাম গত তিনমাসে কিছু সংখ্যক ডাক্তারদের খাবার বিল দেখানো হয়েছে দুই কোটি টাকা।
একটা ডিমের দাম নাকি ধরা হয়েছে ১০০০ টাকা! হতেই পারে! কোন জিনিসের দাম তত যত দিয়ে কেউ তা কেনে বা কেউ সেটা বিক্রি করে। ভেবে দেখুন তো মোনালিসা বা অন্য কোন আর্ট - তাদের কী সত্যিই কোন দাম আছে? সে কি আপনার ক্ষুধা বা তৃষ্ণায় ততটুকু উপকারে আসবে, যতটা আসবে একটা ডিম অথবা এক গ্লাস জল? তারপরেও সেসব এত দামী কেন? কারণ মূল্য ব্যাপারটাই একটা ধারণা, এক ধরণের আগ্রিমেন্ট। তবুও ডিমের দাম ১০০০ টাকা শুনে বিচলিত না হয়ে পারছি না। কেন? প্রথমত কথাটা সত্য হলে বুঝতে হবে সমাজের উপর তলার মানুষের বিরাট অংশেরই চক্ষুলজ্জা বলে কিছুই আর অবশিষ্ট নেই। আর যে ব্যবস্থা মানুষকে ১০ টাকার ডিমের দাম ১০০০ টাকা দেখাতে সাহস যোগায় - সে ব্যবস্থা শুধু করাপ্টেড নয়, পচা, গলা, দুর্গন্ধযুক্ত। তবে এখানেই শেষ নয়। যে ব্যবস্থা এটা করতে দেয়, ভয় হয় এই লাভজনক ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য সে ব্যবস্থা করোনার ভিসা আরও কয়েক বছর বাড়িয়ে দেয় কিনা? ত্রিশ লক্ষ শহীদের রক্ত যে আমরা ভুলে যেতে বসেছি, সেই আমরা করোনা যুদ্ধে প্রাণ হারানো ডাক্তারদের কথা ভুলে যাব, সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা ভুলে গিয়ে করোনা কালকে প্রলম্বিত করব - সেটা কী একেবারেই অসম্ভব?
বিঃদ্রঃ - প্রিয় ডিম দাম বাড়ায় তুমি নিশ্চয়ই খুব খুশি। তোমার আনন্দ শেয়ার করতে পারছি না। কিছু মনে করো না ভাই!

দুবনা, ৩০ জুন ২০২০




No comments:

Post a Comment