Sunday, June 7, 2020

কথা

কথা ছিল আমরা প্রগতিকে গ্রহণ করব
কিন্তু প্রগতি আমাদের জন্য ভালো কিনা সেটা ভাবতে ভাবতেই প্রতিক্রিয়ার অন্ধকারে সব হারিয়ে গেল।
কথা ছিল আমরা ভালটা গ্রহণ করব
কিন্তু ভালোটা আমাদের জন্য ভালো কিনা সেই বিবেচনা করতে করতেই সেটাও হাতছাড়া হয়ে গেল।
কথা ছিল আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সমান ভাবে দেখব
পাছে আমরা নিজেরাও আর দশজনের মতই সাধারণ হয়ে যাই তাই সেটাও কথাই থেকে গেল।
কথা ছিল আমাদের পতাকার লাল রংটা হবে ভালবাসার লাল গোলাপের রং
কিন্তু আজ সেখানে গোলাপ নেই, ভালবাসা নেই সেটা আজ শুধুই রক্তে রঞ্জিত পতাকা
কথা ছিল, সব শুধু কথাই ছিল
কোন কথাই বাস্তব তো দূরের কথা এমনকি স্বপ্নেও পরিণত হতে পারল না।

দুবনা, ০৮ জুন ২০২০



No comments:

Post a Comment