বাড়িতে মার উদ্যোগে গান শেখা হত। আকালী মাষ্টারমশাই, অবিনাশ চক্রবর্তী, কালিপদ ভৌমিক বিভিন্ন সময়ে আমাদের গান বাজনা শেখাতেন। কখনও কখনও এরা একসাথেও আসতেন। শুরু হত গানের ম্যারাথন। কীর্তন, ভজন, কাওয়ালী, লোকগীতি, খেয়াল - কত রং বেরঙের গান। আমাদের গান বাজনা মূলত রবীন্দ্র সঙ্গীত আর নজরুল গীতির মধ্যে সীমাবদ্ধ থাকলেও সেই ছোটবেলা থেকেই বিভিন্ন গান শোনার অভ্যেস গড়ে ওঠে। পরে কিরণ রায়, পূর্ণদাস বাউল, অনুপ জালোটা, মেহেদী হাসান, জগজিৎ ও চিত্রা সিং, পঙ্কজ উধাস, গুলাম আলী - অনেকের গানই প্রিয় হয়। সবাই গাইতেন বিভিন্ন ধরণের গান, বিভিন্ন সময়ে, বিভিন্ন রকম ছিল এসব গানের আবেদন। তবে গভীর রাতে গুলাম আলীর কণ্ঠে "চুপকে চুপকে রাত ... " এর আবেদন ছিল একেবারেই অন্যরকম। এখনও শুনি মন চাইলে। আপনারাও শুনে দেখতে পারেন
No comments:
Post a Comment