Wednesday, May 27, 2020

চাওয়া পাওয়ার পথের ধারে

পাওয়াটা সব সময় নিজের হাতে থাকে না, তবে চাইলে চাওয়াটার লাগাম নিশ্চয়ই টেনে ধরা যায়। সমস্যা হল আমাদের চাওয়াটা প্রায়ই হাত ফস্কে বেরিয়ে যায়। আমরা শুধু নিজের কাছেই চাই না, চাই সবার কাছ থেকে। কারও কাছ থেকে ভাল ব্যবহার, কারও কাছ থেকে সহমর্মিতা, আবার কারও কাছ থেকে শ্রমের ন্যায্য মূল্য। ফলে দিনের শেষ প্রায়ই দেখা যায় না পাওয়ার একটা ভারী বোঝা মাথায় নিয়ে হাঁটছি আর হাঁটতে হাঁটতে চলে গেছি অনেক দূরে যেখান থেকে হ্যারিকেনের মৃদু আলোর দিনগুলো অনেক অনেক আলোক বর্ষ দূরে, ধরা ছোঁয়ার নাগালের বাইরে। তবুও আমরা আশা করি, আশা নিয়েই একদিন আলতো করে ভেজানো দরজা খুলে চলে যাই অন্য লোকে।

দুবনা, ২৭ মে ২০২০


No comments:

Post a Comment