মস্কোয় ছাত্র জীবনে কী শুধু না শুনতাম! বিসমিল্লাহ খানের সানাই, হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশি, শিবকুমার শর্মার সান্তুর, রবি শঙ্কর, লিখল ব্যানার্জি, বুদ্ধাদিত্যের সেতার, আলী আকবর খান বা আমজাদ আলী খানের সারোদ বা সুব্রামনিয়ামের বেহালা। সব কিছুর প্রতি ছিল গভীর আগ্রহ, তীব্র আকর্ষণ। শুনতাম শুভলক্ষ্মী বা ভীমসেন যোশীর উচ্চাঙ্গ সঙ্গীত। একটা সময় এসব গীতবাদ্যের ঝঙ্কারে বাজত জীবনের তার। এখন এসব খুব একটা শোনা হয়না। সময়ের অভাব একটা কারণ। তবে সময় পেলে শুনি। বিশেষ করে রাশীদ খান বা কৌশিকী চক্রবর্তীর ভোকাল। শুনি হরিহরন আর শঙ্কর মহাদেভান। মস্কোয় এদের অনেকের পারফর্মেন্স সামনে থেকে দেখার সুযোগ হয়েছে। শেষ দেখি ওস্তাদ আমজাদ আলী খানের অনুষ্ঠান। অনেক ছবি তুলেছিলাম সেদিন। দেবস্মিতার মাধ্যমে পৌঁছে দিয়েছিলাম। উনি নিজের ফেসবুক পেজে সেগুলো পোস্টও করেছিলেন। একসময় তবলা শিখতাম, তবে বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি, যদিও সুযোগ ছিল প্রচুর। সে কারণে সব সময় তবলা আমাকে বিশেষ ভাবে নাড়া দেয়। রবি শঙ্করের সাথে আল্লা রাহার তবলা শুনে কোনটা বেশি উপভোগ করতাম কে জানে? তবে আশির দশকে "শক্তি" দিয়ে পরিচয় হল যাকির হোসেনের সাথে। প্রথম থেকেই মন জয় করে নিলেন। ইদানীং কালে ইউ টিউবে প্রায়ই শুনি তাঁর মনোমুগ্ধকর তবলা ধ্বনি। আর সেই সাথে শুনি যাকির হোসেনের বিভিন্ন ইন্টারভিউ। সে এক অপূর্ব অভিজ্ঞতা। উপমহাদেশ যখন ধর্ম যুদ্ধে দ্বিধাবিভক্ত তখন ওনার সাক্ষাতকারে শুনি, সঙ্গীতে, বিশেষ করে ভারতীয় ক্ল্যাসিক্যাল সঙ্গীতে, সব ধর্ম কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। পরম ধার্মিক বিসমিল্লাহ খান কীভাবে সরস্বতীর গুনগান করে বেনারসের মন্দিরের দেবতাদের উদ্দেশ্যে স্বর্গীয় সুর সৃষ্টি করছেন। যাকির হোসেনের A life in music দেশের বিশেষ করে ভারতের সঙ্গীত শিল্পীদের এক অসাধারণ অসাম্প্রদায়িক চরিত্রের যে বর্ণনা দেয়, তাতে মনে হয় একমাত্র সঙ্গীতের হাত ধরেই উপমহাদেশ সাম্প্রদায়িকতার ব্যাধি থেকে মুক্ত হতে পারে। ইদানীং অনেক শিল্পীই সাক্ষাৎকার দেন। কবীর সুমন বিভিন্ন বিষয়ে কথা বলেন। বলেন বিপ্লবের কথা, সমাজ বদলের কথা, বলেন সমাজের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে নিজের লড়াইয়ের কথা। যাকির হসেন এসব কিছুই বলেন না। বলেন ভারতীয় সঙ্গীতের কথা, কীভাবে তা বিভিন্ন দেশের সঙ্গীত দ্বারা প্রভাবিত ও সমৃদ্ধ হয়েছে সে কথা, কিভাবে ভারতীয় সঙ্গীত বিভিন্ন দেশের সঙ্গীতকে প্রভাবিত করেছে সেকথা। বিরোধ নেই, রাজনৈতিক শ্লোগান নেই, শুধুই ঐক্যের কথা। কিন্তু এর মধ্যেই পাই ধর্মের গোঁড়ামি থেকে মানুষের মুক্তির এক অসাধারণ বার্তা!
No comments:
Post a Comment