Wednesday, May 27, 2020

আমরা দুজন

আমরা দুজন ভল্গা তীরে বেড়াই
লোকজনকে যথা সম্ভব এড়াই
সঙ্গে থাকে ক্যামেরা আর কুকুর
সকাল-বিকাল কিংবা দিন দুপুর
কুকুর দুটো বসে মায়ের কোলে
সুখ দুঃখের কত কথা যে বলে
এসব শুনে আমরা শুধুই হাসি
ওদের আমরা বড্ড ভালবাসি
আমরা দুজন বনবাদাড়ে ঘুরি
বয়েস কমে হয় যে তখন কুড়ি
চারণ করি অতীত দিনের স্মৃতি
স্মৃতি তো নয় যেন কাব্য গীতি
সাথে নিয়ে ছেলেমেয়ে দলবল
কোথায় আমরা তুলতাম বন ফল
বনে গিয়ে হৈচৈ করে করতাম মোরা ঠিক
কোন খানেতে জমবে ভালো এবারের পিকনিক
আমরা দুজন এদিক সেদিক হাঁটি
সঙ্গে হাঁটে অভিজ্ঞতার ছায়া
স্মৃতি ভ্রমে হয় কথা কাটাকাটি
এভাবেই মায়া ফিরে পায় তার কায়া
আমরা দুজন দুবনার পথে পথে
ভালবাসার ফসল অনেক দূরে
ওরাও হাঁটে মোদের সাথে সাথে
সারা দিয়ে মোদের গানের সুরে।

দুবনা, ২৭ মে ২০২০














No comments:

Post a Comment