Wednesday, May 27, 2020

Oxegene - Jean-Michel Jarre

ইন্সট্রুমেন্টাল মিউজিকের প্রতি আমার আগ্রহ বরাবরের। ইন্সট্রুমেন্টাল মিউজিক বলতে অপেরা বাদে ওয়েস্টার্ন ক্যাসিক্যাল বা ভোকাল বাদে ইন্ডিয়ান ক্যাসিকাল মিউজিকও বোঝায়। এছাড়া জেমস লাস্ট, রিচার্ড ক্লাইডারম্যান, গেওরগি জাম্ফির সহ অনেকেই, যারা শুধু মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট ব্যবহার করে ক্ল্যাসিক্যাল থেকে শুরু করে আধুনিক গানের সুর পরিবেশন করেন তাঁদের কাজও এ ক্যাটাগরির। তবে আজ আমি বলতে চাইছি ইলেকট্রন মিউজিকের কথা, অন্তত সোভিয়েত ইউনিয়নে এভাবেই বলা হত। ক্ল্যাসিক্যাল ইন্সট্রুমেন্ট নয়, আধুনিক কীবোর্ড, ইলেক্ট্রিক গীটার এসব ব্যবহার করে যে মিউজিকের জন্ম দেওয়া হয় সেসব বোঝাতে এই টেরমিনলজি। এ ধরণের মিউজিকের সাথে আমার প্রথম পরিচয় রুশ বা সোভিয়েত বন্ধুদের হাত ধরে। বেশ কিছু গ্রুপ ছিল, তবে যোদিয়াক (Zodiac) এদের অন্যতম। তখনও "জার"মানিয়া এদেশে আসেনি। তারপর একসময় পরিচিত হলাম Jean-Michel Jarre এর কাজের সাথে। Oxygene, Equinoxe, Electronica, Revolutions আরও কত কি! এক সময় দিন শুরু হত এই মিউজিক শুনতে শুনতে, দিনের শেষও হত এভাবেই। ক্যাসেট, লংপ্লে, কম্প্যাক্ট ডিস্ক - কত রকমের যে কালেকশন ছিল। ১৯৯৭ সালে মস্কোর ৮৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এক ওপেন কনসার্টের আয়োজন করে মস্কোর মেয়র। মস্কো স্টেট ইউনিভার্সিটির ওখানে লাখ লাখ মানুষের সমাগম। আমিও আমাদের ছোট পরিবার (তখন আন্তন আর মনিকা ছোট ছিল, ক্রিস্টিনা আর সেভা পেন্ডিং) নিয়ে সেখানে গিয়ে মানুষের ভিড়ে প্রায় পদদলিত হবার অবস্থা। কোন রকমে সেখান থেকে বেরিয়ে আসি ওর অপূর্ব মিউজিকের সাথে আরও অপূর্ব ফায়ার ওয়ার্ক দেখতে দেখতে। এখন সেভা প্রায়ই আমাকে ওর প্রিয় শিল্পীদের নাম করে বলে চিনি কিনা? প্রায়ই চিনি না। যেমন ও জানেনা আমাদের সময়ের অনেক বিশ্বখ্যাত শিল্পীদের নাম । এটাই হয়তো হয়। জীবন কি? এটা সময়, অভিজ্ঞতা - ভালো, মন্দ - সব রকমের। এই যে আজ আমরা এখানে - সেটাও সেই ভালো, মন্দ সব ধরণের অভিজ্ঞতা থেকে শিখে শিখে, যুদ্ধ করে। যারা সময় মত জীবনের চ্যালেঞ্জগুলো সাহসের সাথে মোকাবিলা করতে পারে দিনের শেষে তারাই শেষ হাসি হাসতে পারে।

দুবনা, ২৭ মে ২০২০



No comments:

Post a Comment