পশ্চিমা ক্ল্যাসিকাল মিউজিকের সাথে পরিচয় মস্কো এসে। দেশ থাকতে মোজার্ট, বেঠোভেনের নাম শুনেছি খুব সম্ভব সাধারণ জ্ঞানের বইতে। মস্কো এসে বিভিন্ন ভাবে তাঁদের মিউজিকের সাথে পরিচিত হই। সাধারণত রুশ ভাষার ক্লাস থেকে বিভিন্ন থিয়েটারে বা ক্ল্যাসিকাল মিউজিকের কনসার্টে নিয়ে হাওয়া হত। এছাড়া ছিল বলশয় থিয়েটার বা ক্রেমলিনের কনসার্ট হলে ব্যালে। অনেক সময় বিশেষ করে নববর্ষের আগে ও পরে উইন্টার কুইন (Снежная Королева), নাটক্রাকার (Щелкунчик), সোয়ান লেক (Лебединое Озеро) সহ বিভিন্ন পারফর্মেন্স দেখতে যেতাম বন্ধুরা মিলে। এসবের আয়োজন করত তপু। পরে অনেকবার ছেলেমেয়েদের নিয়ে গেছি। নববর্ষের ছুটিতে এসব অনুষ্ঠানে যাওয়া এখানে একরকম রিচুয়াল। কখনও গভীর রাতে শুনেছি মোজার্টের ৪০ নম্বর সিম্ফনি বা বেঠোভেনের মুনলিট সোনাটা (Лунная соната), ভিভালদির সিজন্স, পাগানিনি, শ্নিতকে, সচতাকোভিচ, বাখ, ব্রামস, সেদ্রিন, গেরস্বিন (Гершвин), চাইকোভস্কিসহ বিভিন্ন কম্পোসারদের অমর রচনা। দেখেছি এদের উপর সিনেমা, থিয়েটার। পরে ছেলেমেয়েরা যখন মিউজিক্যাল স্কুলে যেতে শুরু করে ওদের বাজনায় আবার শুনেছি প্রিয় সঙ্গীত। জানি না, হয়ত প্রকৃতির প্রতি ভালবাসা আমাকে বার বার নিয়ে গেছে ভিভালদি বা চাইকোভস্কির ঋতুদের কাছে।
No comments:
Post a Comment