Sunday, May 24, 2020

শিক্ষা

এই যে দেশে দশ জন মিলে দুঃস্থকে এক সের চাল দিচ্ছে এ ব্যাপারে আপনি কি মনে করেন?
এটা আমার মনে আশা জাগায়!
কিসের আশা?
আমরা তো আসলে মুখস্থ বিদ্যায় পারদর্শী। ডিগ্রী সর্বস্ব আমাদের লেখাপড়া। ওরা অন্তত সেটা বাস্তবে রূপ দিতে চেষ্টা করছে। পুঁথিগত বিদ্যাকে জীবনে ধারণ করার চেষ্টা করছে।
মানে?
পড়েননি, "দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ"? এ কাজটা এই শিক্ষার একটা বাস্তব প্রদর্শনী নয় কি?

দুবনা, ২৪ মে ২০২০

No comments:

Post a Comment