অনেক দিন আগের কথা। ভল্গার তীরে ছোট্ট এক শহরে নিজ দেশে থেকে অনেক দূরে বাস করত এক ছেলে। ভল্গার তীরে ঘুরতে ঘুরতে দখিন হাওয়ায় উড়ে তার মন প্রায়ই চলে যেত আরেক নদীর পাড়ে, যেখানে কেটেছে তার শৈশব আর কৈশোরের দিনগুলো। নদীর বুকে বয়ে যাওয়া জলের দিকে তাকিয়ে সে ভাবত এই জল একদিন নিশ্চয়ই তার শৈশবের নদীতে গিয়ে পড়বে। গ্রীষ্ম কালে ভগ্লার তীর ছেয়ে যেতে হলুদ ফুলে ঠিক যেমনটি হলুদ শর্ষে ঢেকে রাখে তার গ্রামের মাঠ। তারপর একদিন যখন এই হলুদ ফুলগুলো বুড়ো হত, যখন তাদের মাথা ঢাকা পড়ত সাদা চুল আর শুভ্র শ্মশ্রুতে, সে তাদের তুলে নিত হাতে, আর অস্তগামী সূর্যের সামনে ফুঁ দিত তাদের মাথায়। ওদের চুলগুলো নড়ে উঠত, একসময় উড়ে চলে যেত দূর আকাশে, সেই ছেলের খবর পৌঁছে দিতে সাত সমুদ্র আর তের নদী পেরিয়ে তার সবুজ শ্যামল গাঁয়ে।
No comments:
Post a Comment