বাড়িতে গান বাজনার রেওয়াজ ছিল - তবে সেটা মূলত বাংলা গানেই সীমাবদ্ধ। এদেশে এসেই প্রথম সেভাবে
বিদেশি গানের সাথে পরিচিত হই। প্রস্তুতি পর্বে আমাদের ক্লাস শুরু হওয়ার
কিছুদিন পরে একটা অনুষ্ঠান হয় যেখানে কাম্পুচিয়ার বোনার আর আমি ইউরি
আন্তনভের Если любовь не сбудется (যদি প্রেম সত্য না হয়) গানটি গাই। এখান
থেকেই রুশ গানের প্রতি আমার ভালবাসা গড়ে ওঠে। সেই সাথে দেশ বিদেশের
মিউজিকের প্রতিও। আজ রাজনের ডাকে সাড়া দিতে গিয়ে সেই পুরনো দিনের কথা মনে
পড়ে গেল, মনে পড়ল বোনারকে। কে জানে ওর মানে আছে কিনা ১৯৮৩ র অক্টোবরের
দিনগুলোর কথা!
No comments:
Post a Comment