এক সময় আমি আমার কোন লেখায় হ্যাস ট্যাগ করতাম না।
কিন্তু অনেক স্ট্যাটাসই লিখি রাস্তাঘাটে, স্মার্টফোন থেকে। অনেক ছবিও
স্মার্টফোনেই তুলি। এসব আসলে নোট রাখার মত। অনেক সময় পরে ক্যামেরা কাঁধে
নিয়ে সেখানে যাই ছবি তুলতে। লেখাও তাই। পরে বড় কোন লেখায় হঠাৎ মাথায় আসা
কোন শব্দ না বাক্য ব্যবহার করি। সমস্যা হয় ওদের সময় মত খুঁজে পেতে। তাই এক
সময় ভাবলাম হ্যস ট্যাগ করার কথা। কিন্তু সেটা এমন হতে হবে যা অন্যেরা
ব্যবহার করবে না, কম বেশি আইডিয়া প্রকাশ করবে ইত্যাদি। ওসব করতে গিয়েই
নাবলাবানী আমদানি। "আমার না বলা বাণী"
গানটা মাথায় রেখে। কিন্তু ঠিকঠাক লিখতে গিয়ে দেখি এটা অনেকের ভিড়ে হারিয়ে
যাচ্ছে। ভিড় এড়ানোর জন্য বাণী কে বানী করা। অনেকেই এ নিয়ে ভ্রুক্ষেপ করে।
কয়েকদিন আগে বারেক কায়সার লিখল। আজ ববি।
কিন্তু কীভাবে বোঝাই এটা অনেকটা গোপন সঙ্কেতের মত। আমি প্রথমে ভেবেছিলাম
"হজচকদসচজকাব" কিছু একটা দেব, পরে দেখলাম আমার চৌদ্দ পুরুষেও সেটা রিপিট
করতে পারবে না। নাবলাবানী কে তাই কোন শব্দ হিসেবে না নিয়ে একটা টেকনিক্যাল
সঙ্কেত হিসেবে নেবেন, তাহলে চোখের ডাক্তারদের পেছনে কম ঘুরতে হবে। আমি কিছু বলিনি।
দুবনা, ২৩ মে ২০২০
No comments:
Post a Comment