মাঝে মধ্য ফেসবুকে বন্ধুরা ওয়াজ, সদগুরু বা অন্যান্য ধর্ম
প্রচারকদের ভিডিও শেয়ার করে। এগুলো তারা করে অধিকাংশ সময়ই নেগেটিভ মনোভাব
থেকে, অনেকে আবার তার সাথে সেরকম কমেন্টও করে। আসলে ভালো কিছু বলার স্কোপ
সেখানে তেমন থাকে না, বিশেষ করে যেকোনো ধর্মগুরুদের ভিডিওতে।
মাঝে
মধ্যে আবার কিছু কিছু বিজ্ঞান বিষয়ক ভিডিও দেখি টাইম লাইনে আসতে। সেগুলো
দেখার চেষ্টা করি। কিছু কিছু বেশ ভালো লাগে, তবে সব নয়।
আসলে
জীবনে প্রচুর শিক্ষকের কথা শুনেছি, অনেক বিশ্বখ্যাত বিজ্ঞানীদের লেকচার
শুনেছি। অধিকাংশ কাঠখোট্টা বিজ্ঞান নিয়ে হলেও কিছু কিছু পপুলার স্পীচও
ছিল। কিন্তু বক্তা হিসেবে শুধু হাতেগোনা দু চার জন মানুষ মন কাড়তে
পেরেছেন। তাঁরা যে তাঁদের সাবজেক্ট ঠিক বোঝাতে পারেননি সেটা কিন্তু নয়,
তবে আকর্ষণ করা যাকে বলে সেটা ছিল না। অনেক বিজ্ঞানীর নাম শুনেই আকর্ষিত
হয়েছি, হাঁ করে তাঁদের কথা গোগ্রাসে গিলেছি, তবে সেটা তাঁদের বলার ভঙ্গিতে
নয়, তাঁদের ইতিমধ্যে অর্জিত নাম যশের কারণে।
সাধারণত বিজ্ঞানের
উপর যারা লেকচার শুনতে আসে তারা কমবেশি পড়ুয়া মানুষ, যাকে বলে প্রিপিয়ারড।
কিন্তু যারা ওয়াজ বা ধর্মের বানী শুনতে আসে, তারা আসে একেবারেই কোন রকম
প্রস্তুতি ছাড়া। কিন্তু রাজনৈতিক বা ধর্মীয় নেতা বা ব্যবসায়ীরা, এমন কি
বিভিন্ন কোম্পানির চীফরা যেভাবে মানুষকে তাঁদের বক্তৃতা দিয়ে আকৃষ্ট করতে
পারেন, খুব কম বিজ্ঞানীই সেটা পারেন। এটাও কি সমাজে বিজ্ঞানের পিছিয়ে পড়ার
একটা কারণ নয়? ধর্ম ব্যবসায়ীদের ভিডিও দেখে শুধু সমালোচনা করলেই চলবে না,
তাদের কাছ থেকে মানুষকে আকর্ষণ করার কায়দা জেনে বিজ্ঞানকে ছড়িয়ে দিতে হবে
মানুষের মধ্যে।
দুবনা, ১৭ মে ২০২০
No comments:
Post a Comment