Monday, May 4, 2020

করোনা সিম্পটম

অনেক আগে, আশির দশকে যখন সোভিয়েত ইউনিয়নে সবকিছুর ডেফিসিট ছিল, কেউ না কেউ কোন কিছু কিনতে বা বিক্রি করতে চাইত। কাছে এসে কানে কানে বলত "আছে কি?" "লাগবে কি?" সময়ের সাথে সাথে সেটা বলতে গেলে নাই হয়ে গেছে। এখন অধিকাংশ মানুষের একটাই অভাব। টাকার। তবে কেউ টাকা দিতে চায় না, দিলেও সেটা টিভি বা ইলেকট্রনিক মাধ্যমে ঘোষণা করে মানে ক্রেডিট দেয়।

আজ কয়েক দিন পরে দোকানে গেলাম। অনেক দিন পরে সেখানে মাস্ক দেখালাম। আমি কয়দিন আগেই মাস্ক কিনেছি মাল্টিপোল ইউজের জন্য ৪০০ রুবল দিয়ে। তবুও এমনিতেই জিজ্ঞেস করলাম ওয়ান টাইম মাস্ক কত করে। "৫ টা মাস্ক ১৫০ রুবল।" "আচ্ছা" বলে বেরিয়ে এলাম। আমার পেছনে যে ছেলে ছিল সে কাছে এসে বলল, "আপনার মাস্ক লাগবে?" "কেন? আছে নাকি?" "হ্যাঁ। ইউনিভার্সিটি থেকে দিয়েছে। ২০ রুবল করে বিক্রি করতে পারি।" আমি ওকে ধন্যবাদ দিয়ে চলে এলাম। করোনা কিছুক্ষণের জন্য আশির দশকে ফিরিয়ে নিয়ে গেল।

এখন যে কালোবাজারি নেই, সেটা বলব না। এখনও বলশয় থিয়েটার, বিভিন্ন একজিবিশন বা নামকরা কোন থিয়েটারে যেতে হলে কালবাজারীরা এগিয়ে আসে।

দুবনা, ০৪ মে ২০২০
 
 
 

No comments:

Post a Comment