Wednesday, August 31, 2022
Day Dream
Tuesday, August 30, 2022
Questions
অপটিমিস্টিক পেসিমিস্ট
Monday, August 29, 2022
কল্পনা
সমস্যা
Sunday, August 28, 2022
সরকারি
Saturday, August 27, 2022
ধর্ম
মহাবিশ্ব দোষী
পাঁচ বিলিয়ন আলোকবর্ষ দূরের কোন ব্ল্যাক হোল যদি একটা নক্ষত্র গ্রাস করে সেটাকেও আজ আপনি পুতিনের আগ্রাসন বলে চালিয়ে দিতে পারবেন। তাই চাইলে আপনি মনের সুখে বিভিন্ন বদামী করতে পারেন। এমন ঘাড় থাকতে আপনার আর ভাবনা কি? ও হ্যাঁ, ইতিমধ্যে মনে হয় বিজ্ঞানীরা একটা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। কি প্রশ্ন? বিগ ব্যাং-এর আগে কি ছিল। ঠিক ধরেছেন। এর আগে পুতিন ছিলেন। তিনিই বিং ব্যাং-এর জন্য দায়ী। যাকে বলে মহাবিশ্ব দোষী।
দুবনা, ২৭ আগস্ট ২০২২
নব্য সভ্যতা
Friday, August 26, 2022
ছেলেমি মেয়েমি
Thursday, August 25, 2022
তত্তি
দুবনা, ২৫ আগস্ট ২০২২
সভ্যতা
ইউরোপের বিভিন্ন দেশের মানুষ এখন ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ী জনতা ও সেনাদের স্মরণে নির্মিত স্থাপত্য ভাঙ্গার উৎসবে ব্যস্ত। যদিও আফগানিস্তানে তালেবানদের বুদ্ধ মূর্তি ভাঙার সাথে এর তেমন কোন পার্থক্য নেই তারপরেও ইউরোপের সভ্য মানুষ এটা করছে বলে তারা নিজেদের কাজের পেছনে বিভিন্ন যুক্তি খুঁজে পাবে। আজকের বর্বরতা জন্মগত, জাতিগত, বর্ণগত। চুরি করেও সবাই চোর হতে পারে না, হত্যা করেও সবাই খুনী হয় না। আধুনিক সভ্যতা তাদের ঠিক বেকসুর খালাস দিয়ে দেয়।
দুবনা, ২৫ আগস্ট ২০২২
Wednesday, August 24, 2022
ফ্রি স্টেট
Tuesday, August 23, 2022
ঝড় বৃষ্টি
চা শ্রমিক
- ওহে রক্তচোষা বনিক
মোদের কথা একটু শোনা আমরা যে চা শ্রমিক
তোমার চায়ের কাপে
আমার রক্ত ঘাম
থর থর করে কাঁপে
অনিশ্চিত ভবিষ্যত তার নাম
চুমুকে দিয়ে খাচ্ছ তুমি আমার রক্ত ঘাম
কিন্তু সাহেব ভুলেই গেছ দিতে ন্যায্য দাম - তাই তো আমরা নেমেছি আজ নেমেছি রাস্তায়
চা শ্রমিক আজ কড়ায় গন্ডায় হিস্যা নিতে চায়
ভোট
Monday, August 22, 2022
পিরামিড
Sunday, August 21, 2022
সন্ত্রাস
Saturday, August 20, 2022
তামাসা
যদি ধারালো ছুরি দিয়ে তোমার মাথা কাটা হয় তবে তুমি তাড়াতাড়ি মরবে। ছুড়িটা ভোঁতা হলে মৃত্যু আসবে বেশ খানিকটা পরে তবে জীবন হবে অসহনীয় কষ্টের। ১২০ এর পরিবর্তে ১৪৫ টাকা বেতন আসলে ধারালো ছুরির পরিবর্তে ভোঁতা ছুরি মালিক নামক জল্লাদদের হাতে তুলে দেওয়া।
দুবনা, ২১ আগস্ট ২০২২
Friday, August 19, 2022
সমাধান
অনুভূতি
অধিকার
Thursday, August 18, 2022
সম্পর্ক
আমাদের মন্ত্রীরা
Wednesday, August 17, 2022
বাংলা
একসময় বলা হত বাংলা আজ যা ভাবে বাকি ভারতবর্ষ আগামীকাল তা করে। এখন অবশ্য সেটা ভারতবর্ষের গন্ডী ছাড়িয়ে বিশ্বের দরবারে হাজির হয়েছে। জিয়াউর রহমানের আই মেক পলিটিক্স ডিফিক্যাল্ট ও মানি ইজ নো প্রবলেম আমেরিকা সাদরে লুফে নিয়েছে। পশ্চিমা বিশ্ব আজ রুশদের সম্পত্তি বাজেয়াপ্ত করার পাঁয়তারা করছে। সেটা কি আপনাদের শত্রু সম্পত্তি বা অধুনা অর্পিত সম্পত্তি আইনের কথা মনে করিয়ে দেয় না? আমরা মনে হয় সুদে আসলে অ্যাংলো স্যাক্সদের ঋণ ফেরত দিচ্ছি।
দুবনা, ১৭ আগস্ট ২০২২
Tuesday, August 16, 2022
কমিউনিস্ট
Monday, August 15, 2022
স্বাধীনতা
Sunday, August 14, 2022
লোড শেডিং
পিরামিড
Friday, August 12, 2022
বেহেশত
আমার ফেসবুক বন্ধুরা, যারা বাংলাদেশে আছেন, দয়া করে গায়ে একটু চিমটি কেটে দেখুন এখনও বেঁচে আছেন নাকি বেহেশতে চলে গেছেন। যতদূর জানি বেহেশতে যাওয়া যায় মরণের পরে। মন্ত্রী যেহেতু বলেই ফেলেছেন তাই একটু সাবধান হওয়া ভালো। আর সেই সাথে বেহেশতের কিছু ছবি পাঠিয়েন যাতে ভেবে দেখতে পারি - ওখানে যাওয়ার দরকার আছে কিনা আদৌ।
দুবনা, ১২ আগস্ট ২০২২
ভূলুণ্ঠিত বেহেশত
Thursday, August 11, 2022
লঙ্গরখানা
Wednesday, August 10, 2022
উন্নয়নের অপরাজনীতি
দুবনা, ১১ আগস্ট ২০২২
খেলনা
Tuesday, August 9, 2022
তান্ত্রিক
Monday, August 8, 2022
ভূত
"ইউরোপ ভূত দেখেছে, কমিউনিজমের ভূত"
সেই ১৮৪৮ সালে কমিউনিস্ট ম্যানুফেস্টোতে মার্ক্স বলেছিলেন একথা। এরপর কেটে গেছে প্রায় পৌনে দু'শ বছর কিন্তু সেই ভূতাতঙ্ক এখনও কাটেনি। আগে ছিল সোভিয়েত ইউনিয়ন, এখন ভূতের নাম রাশিয়া। যখনই রাশিয়া সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, রাশিয়ার উপর অতিরিক্ত নির্ভরতার অজুহাতে বার বার তারা ছিন্ন করেছে বন্ধুত্বের বন্ধন। ফলাফল? আমেরিকা নামক পাইথনের গণতান্ত্রিক আলিঙ্গনে ইউরোপ আজ কোমায়। হেলসেঙ্কিতে "সারা বিশ্বে শান্তি আসুক" (Мир во всем мире) এই মনুমেন্ট সরিয়ে ফেলার মধ্য দিয়ে ইউরোপ তথা পশিচমা বিশ্ব আবার প্রমাণ করল যে তারা অসুস্থ্য, প্রচণ্ড রকম অসুস্থ্য।দুবনা, ০৮ আগস্ট ২০২২
Sunday, August 7, 2022
জীবন
সরকার মনে হয় সেটাই করছে আর ব্যবসায়ের নিয়ম মেনে মানুষের জীবনের দাম কমিয়ে দিচ্ছে ধাপে ধাপে তাতেও যদি কেউ কেনে আর বাঁচানোর চেষ্টা করে অসহায় মানুষকে।
দুবনা, ০৭ আগস্ট ২০২২
স্বাধীনতার কাছে পরাধীন
রাশিয়ায় কয়েক দশক হল বিভিন্ন অফার দেয় অজানা নম্বর থেকে। এটা পুঁজিবাদের অবিচ্ছেদ্য অঙ্গ মনে হয়। যেমন বিনামূল্যে মেডিক্যাল চেক আপ, আইনি সহযোগিতা ইত্যাদি। আমি নিজে এসব এড়িয়ে চলি তবে খবরে দেখায় অনেকেই এদের কাছে গিয়ে ঠকে। আর যেহেতু ওরা ঠকানোর আগে বিভিন্ন চুক্তিতে সই করিয়ে নেয় তাই আদালতে গেলেও অনেক সময় জিততে পারে না। অবস্থা দৃষ্টে মনে হয় এরকম মুস্কিল আসানকারী আন্তর্জাতিক ধাপ্পাবাজ হচ্ছে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা। সে বিভিন্ন দেশের সমস্যা সমাধান করার জন্য সেখানে আইএমএফের মাধ্যমে ঋণ দেয়, সামরিক ঘাঁটি স্থাপন করে, লিজে অনেক অস্ত্র সরবরাহ করে। পরিণামে সে দেশ এদের কাছে এতটাই দায়বদ্ধ হয়ে পড়ে যে যে স্বাধীনতা আর নিরাপত্তার জন্য এত কিছু সেই স্বাধীনতা আর নিরাপত্তাই আমেরিকা নামক ব্যাংকের কাছে জিম্মি রাখতে হয়। এ এক ইন্টারেস্টিং ব্যাপার।
দুবনা, ০৭ আগস্ট ২০২
সুখে থাকতে ভূতে কিলায়
এতদিন রাশিয়া ইউরোপের কাছে তেল গ্যাস বিক্রি করত বলে আমেরিকা বলত ইউরোপ রাশিয়ার কাছে জিম্মি হচ্ছে, অথচ রাশিয়ার তেল গ্যাসের উপর ভিত্তি করেই গড়ে উঠেছিল ইউরোপের উন্নয়ন। আমি ঠিক বুঝতে পারি না সেসব দেশের বাঘা বাঘা অর্থনীতিবিদরা কি এটা বুঝতেন না। বুঝলে কীভাবে সম্পর্ক এমন অবস্থায় নিয়ে আসা হল যে ইউরোপ আজ স্বাধীনতার পরিবর্তে আরও বেশি পরাধীন হল? এখন মানুষ কয় বার স্নান করবে আর কয় বার রান্না করবে সেটাও আর তাদের নিজেদের উপর নির্ভর করে না। একসময় এক সদ্য স্বাধীন সোভিয়েত রিপাবলিক সম্পর্কে বলা হত - এদেশ বিশ্বের সবচেয়ে স্বাধীন দেশ, কারণ বিশ্বের কোন কিছুই এর উপর নির্ভর করে না, এমনকি নিজের ভাগ্যও না। ইউরোপের এখন হয়েছে সেই দশা। একেই বলে সুখে থাকতে ভূতে কিলায়।
দুবনা, ০৭ আগস্ট ২০২২