Thursday, June 30, 2022

মাছ

রাশিয়ায় বলে মাছের পচন শুরু হয় মাথা থেকে। এই লজিক প্রয়োগ করে বলা যায় যে দেশের পচন তথা পতন শুরু হয় সরকার থেকে। সারা পৃথিবী আজ পঁচা রাঘব বোয়ালদের বিশাল বাজার।

দুবনা, ৩০ জুন ২০২২

Wednesday, June 29, 2022

সময়


শুনলাম ইউক্রেনের সমর্থনে ইউরোপ আমেরিকায় বসবাসকারী কেউ কেউ নাকি তাদের সোভিয়েত ডিপ্লোমা পুড়িয়ে ফেলেছে। সোভিয়েত ইউনিয়ন এদের ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শিক্ষা দিয়েছিল। বান্দেরার অনুসারীদের পক্ষে দাঁড়িয়ে তারা সেই জ্ঞান অনেক আগেই পরিহার করেছে। জ্ঞান যদি না থাকে সার্টিফিকেট রেখে কি লাভ? তাই তাদের ডিপ্লোমা পুড়ানোর সিদ্ধান্ত প্রশংসা যোগ্য।

দুবনা, ২৯ জুন ২০২২ 

Tuesday, June 28, 2022

পরিমাণ ও গুণ

ওরা বলে একটা রুটি চুরি করলে তুমি চোর আর মিলিয়ন ডলার চুরি করলে তুমি ফাইন্যান্সিয়াল জিনিয়াস। একই যুক্তিতে বলা যায় তুমি শক্ত হাতে নিজের দেশ শাসন করলে তুমি একনায়ক কিন্তু তুমি যদি সারা পৃথিবীতে ত্রাসের রাজত্ব কায়েম কর গণতন্ত্র, মানবাধিকার এসবের নামে তবে তুমি মহান শাসক। ওয়াশিংটনের মসনদ বলে কথা অথবা পরিমাণ ও গুণের পারস্পরিক সম্পর্ক।

দুবনা, ২৯ জুন ২০২২

Monday, June 27, 2022

প্রশ্ন

হঠাৎ করেই গতকাল মনে এক অদ্ভুত প্রশ্নের উদ্রেক হল। বিশাল বিশাল ডিগ্রিধারী, পেশাগত ভাবে প্রতিষ্ঠিত ও সমাজে সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলে পরিচিত আমার এক্স বন্ধুরা ( আচ্ছা, এক্স কি এক্সপায়ার্ড থেকে? হতেই পারে, মানুষেরা বেঁচে থাকলেও সম্পর্ক তো মাঠে মারা যেতেই পারে) রুশ সবকিছু বাতিল করতে গিয়ে কি তাদের সংগ্রহের তলস্তয়, দস্তয়েফস্কি, চেখভের রচনা সমগ্র, চাইকোডস্কি, শস্তাকোভিচ, রাখমানিনভ - এদের লং প্লে, প্লেসেৎস্কায়ার নাচের ভিডিও - এসব পুড়িয়ে ফেলেছে? আর যদি পুড়িয়েই ফেলে তারপরেও কি এরাই হবে সংস্কৃতির ধারক, বাহক ও নির্ধারক?

দুবনা, ২৮ জুন ২০২২


দুর্নীতি

সব দেশে কিনা জানিনা তবে আমাদের দেশে দুর্নীতি হোল এন্ট্রোপির মত। এন্ট্রোপি হল বিশৃ়ঙ্খলার মাত্রা। কোথাও কোন ধরণের শৃঙ্খলা আনতে গেলে সার্বিক ভাবে নতুন বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দুর্নীতির ক্ষেত্রেও তাই। দুর্নীতি দমনে গঠিত বিভিন্ন সংস্থাগুলো নতুন নতুন দুর্নীতির জন্ম দেয়।

দুবনা, ২৭ জুন ২০২২

শিক্ষা

বাংলাদেশ ক্রিকেট টিম দ্বিতীয় ইনিংসে প্রথম ইনিংসের ইতিহাস থেকে কখনও শিক্ষা নিয়েছে কি? নাকি আমরা ইতিহাস থেকে কখনোই শিক্ষা নেই না। সব সময়ই নতুন করে শুরু করি?

দুবনা, ২৭ জুন ২০২২

Sunday, June 26, 2022

নিয়ম অনিয়ম

 
আমাদের দেশে পদার্থবিদ্যার নিয়মও একদিন ফেল করবে। এখানে অনেক সময়ই ঘটনার আগেই দুর্ঘটনা ঘটে। শুনলাম পদ্মা সেতুতে দুর্ঘটনায় দুই যুবক মারা গেছে। এখনও কেউ পদ্মা সেতুর প্রথম শহীদ হিসেবে তাদের আখ্যায়িত করেনি। করলেও অবাক হব না। কারণ লড়াই লড়াই লড়াই চাই লড়াই করেই বাঁচতে চাই যে দেশের রাজনীতির মূল কথা সেখানে সবই সম্ভব।

দুবনা, ২৬ জুন ২০২২

Saturday, June 25, 2022

কপি পেস্ট

চারিদিকে শুধু কপি পেস্ট ভালোবাসা। কপি পেস্ট সুপ্রভাত, শুভ সন্ধ্যা। কি করব আমরা এসব দিয়ে? কপি পেস্ট লেখাপড়া অনেক আগেই শুরু হয়ে গেছে। এভাবে চলতে থাকলে একদিন মানুষ, সমাজ, দেশ এমনকি পৃথিবীটাই কপি পেস্ট হয়ে যাবে।

দুবনা, ২৬ জুন ২০২২

আত্মসমালোচনা

আমরা আসলে আত্মসমালোচনা খুব ভয় পাই কারণ মানুষ নিজের দোষ আর অপরাধগুলো খুব ভালো ভাবেই জানে। তাই আমরা আত্মসমালোচনা করি যত না সমস্যার সমাধান পেতে তার চেয়ে বেশি আত্মতৃপ্তির জন্য যাতে বিবেকের দংশন কম অনুভূত হয়।

দুবনা, ২৫ জুন ২০২২

Friday, June 24, 2022

অসুখের সুখ

অসুখের মাঝেও সুখ লুকিয়ে থাকে। এই প্রমাণ আজ মিলল। সেই ২০০৭ সালে স্টীম কুকার কিনেছিলাম আর এয়ার গ্রীল। কখনও ব্যবহার করা হয়নি। করার কোন সম্ভাবনা ছিল না। ডাক্তার খাবারে বেশ কিছু স্যাঙ্কশন আরোপ করেছে (আচ্ছা ওরা কি ইউরোপ বা আমেরিকার পক্ষে?)। প্রায় সব খাবারই সেদ্ধ করে খেতে হবে। তাই স্টীম কুকার বের করলাম। কয়েক দিন ইউ টিউবে দেখলাম রান্নার ফন্দি ফিকির। আজ বসিয়ে দিলাম। মুরগিকে চাল দিয়ে ঢুকিয়ে বললাম তোর হাতে ৪০ মিনিট সময়। পারলে এর মধ্যে চাল খেয়ে বেরিয়ে আয়, নয়তো আমি তোকে খাব। জিতলাম আমিই। ও দেখি আমার চেয়ে খুব একটা খারাপ রান্না করে না। অন্তত ও খাবার পোড়ায় না। দেখা যাক কিভাবে ওকে দিয়ে টেস্টি খাবার রান্না করানো যায়।


দুবনা, ২৪ জুন ২০২২ 



জোরসে চল

শুনলাম দেশে একজন শিক্ষকের গলায় জুতার মালা দিয়ে ঘুরানো হয়েছে। মনে পড়ে গেল ছোটবেলায় পড়া সেই লাইনগুলো


অনেক দিন আগের আগের কথা। আরবের লোকেরা তখন বর্বর ছিল।

পরে যখন মস্কো যাই পড়াশুনা করতে, সেখানে বিভিন্ন আরব দেশের ছাত্রদের ব্যবহার দেখে মনে হত সময় সেখানে থমকে দাঁড়িয়েছে।

আমরা আজ মনেপ্রাণে আরব হতে চাই। সবাই না হলেও অনেকেই। শিক্ষকের গলায় জুতার মালার ঘটনায় মনে হয় আমরা প্রাক-আরব্য অবস্থায় পৌঁছে গেছি।

দুবনা, ২৪ জুন ২০২২ 

সুখ

 আমাদের সমস্যা হল আমরা নিজেদের ব্যর্থতায় নিজেদের দোষ দেখি না, নিজের অন্ধকার ঘরে অন্যের কালো হাত খুঁজি এমনকি সেখানে অন্যের হাত নেই জেনেও। কারণ আমরা সমস্যার সমাধান চাই না, শুধু অন্যের কাঁধে নিজের ব্যর্থতার বোঝা চাপিয়ে একটু সুখ পেতে চাই।


দুবনা, ২৪ জুন ২০২২

Thursday, June 23, 2022

উন্নয়ন

পোশাক-পরিচ্ছদ, গয়নাগাটি এসব কোম্পানির দক্ষতা প্রকাশ করে। সব মানুষের সব কিছু মানায় না। ফ্যাশন ডিজাইনার মানুষের শারীরিক গঠন অনুযায়ী এমন ভাব জামাকাপড় ও অলঙ্কার বাছাই করে যাতে তা ব্যক্তির দৈহিক সৌন্দর্যের উৎকর্ষতা দর্শকের কাছে তুলে ধরে। মানুষ, পোশাক ইত্যাদি সমস্ত উপকরণ সঠিক ভাবে ম্যাচিং করতে পারার মধ্যেই সবার সাফল্য নির্ভর করে। একই কথা বলা চলে দেশের ক্ষেত্রে। দেশের উন্নয়নের জন্য শুধু যান্ত্রিক ভাবে উন্নত দেশগুলোর অনুকরণ করলে চলবে না। স্থানীয় পরিবেশ প্রকৃতি আবহাওয়া সংস্কৃতি এসবের সাথে খাপ খাইয়ে উন্নয়নের পরিকল্পনা করতে হবে। যেসব এলাকায় খুব বেশি রকমের ছিনতাই হয় সেখানে দামী গয়নাগাটি পরে বেড়াতে গেলে আনন্দের চেয়ে টেনশন যেমন বেশি হয় ঠিক তেমনি ভূমিকম্প প্রবণ এলাকায় গগনচুম্বী দালান করলে মনের শান্তি নষ্ট হয়। একই কথা বলা চলে বন্যা প্রবণ এলাকায় রাস্তাঘাট তৈরির ব্যাপারে। স্থানীয় বৈশিষ্ট্য মাথায় না রেখে পরিকল্পনা করলে এধরণের উন্নয়ন মূলক কাজকর্ম হিতে বিপরীত হতে কতক্ষণ।


দুবনা, ২৩ জুন ২০২২

Wednesday, June 22, 2022

সর্বহারা

১৯৪১ সালে আমেরিকা ট্রুম্যানের মুখ দিয়ে বলেছিল জার্মানি আর রাশিয়া পরস্পরের সাথে যুদ্ধ করুক। আমরা আপাতত দূর থেকে দেখব। যে পক্ষ হারবে আমরা তাকে সাহায্য করব। পার্ল হারবার না ঘটলে বলা কষ্ট আমেরিকা কার মিত্র হত। আজ বাইডেন বললেন আমরা দেখব ইউরোপ না রাশিয়া কার সহ্য ক্ষমতা বেশি। এখান থেকেই স্পষ্ট আমেরিকা শুধু তার সামরিক প্রতিদ্বন্দ্বী রাশিয়া নয় অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী ইউরোপের সাথেও লড়ছে। যদিও আমেরিকা সর্বহারা নয় তার পরেও এই যুদ্ধে তার হারানোর কিছু নেই শুধু আভ্যন্তরীণ সমস্যার শিকল ছাড়া।

দুবনা, ২২ জুন ২০২২

জয় পরাজয়


একজনের জয় মানেই তো কারও না কারও পরাজয়। তাই আপনার রাস্তায় যখন বিজয় মিছিল কোন না কোন রাস্তায় তখন কান্নার রোল।

দুবনা, ২২ জুন ২০২২

Monday, June 20, 2022

সমস্যাধান

সমস্যা আসে নিজের শর্তে, বিভিন্ন সময়ে বিভিন্ন বেশে আর সরকার বা মানুষ সমাধান খোঁজে নিজ নিজ প্যাটার্নে। ফলে প্রায়ই সমাধান হয় প্রেমহীন পরিবারের মত, অনেক ক্ষেত্রে সেই সব নাট আর বল্টুর মত যারা একে অন্যের সাথে ফিট হয় না। সমস্যা থেকেই যায় আর ঘটা করে কেনা বহুমূল্যের সমাধান বেঘোরে মারা যায়।

দুবনা, ২১ জুন ২০২২
 

স্বাধীনতা

আর কোন বিষয়ে স্বাধীনতা থাক আর না থাক বানানের ব্যাপারে বাঙালি স্বাধীন। যেমন খুশি তেমন লেখে।

দুবনার পথে, ২০ জুন ২০২২

বাবা দিবস

বাবা দিবসের সাফল্যে ঈর্ষান্বিত একদল লোক পা রুস্কি বাবা দিবস পালনের আহ্বান জানিয়েছে।

মস্কো, ২০ জুন ২০২২

Sunday, June 19, 2022

ক্ষমতা ও দায়িত্ব

আমাদের নেতারা দায়িত্ব নেন না, তারা ক্ষমতা নেন। তারা ক্ষমতার জন্ম লড়াই করে, দায়িত্বের জন্য নয়। রাজনৈতিক দলগুলো কখনোই দায়িত্বের কথা বলে না, তাদের সব কথাবার্তা ক্ষমতাকেই ঘিরে। তাই তাদের কাছ থেকে দায়িত্ববান কাজকর্ম আশা করা বোকামি।

মস্কো, ২০ জুন ২০২২ 

প্যাকেট

সোভিয়েত ইউনিয়নে কোয়ালিটি গুড যে একেবারেই ছিল না তা কিন্তু নয়। তবে এগ্রেসিভ মার্কেটিং ছিল না। ছিল না সুন্দর প্যাকিং। ফলে সত্যিকার ভালো জিনিসও অনেক সময় কদর পেত না। অন্যদিকে পশ্চিমা বিশ্বের প্যাকেট ছিল মনোহারি। তবে সুন্দর প্যাকেটের ভেতর যে সবসময় ভালো জিনিস থাকত তা কিন্তু নয়। এখন সব দেখে মনে হয় মার্কেটিং ব্যাপারটা সংবাদ মাধ্যমেও ঢুকে গেছে আর সোভিয়েত ইউনিয়নের মত রাশিয়াও এখানে পশ্চিমা বিশ্ব থেকে অনেক পিছিয়ে আছে।

দুবনা,১৯ জুন ২০২২

Saturday, June 18, 2022

মদ ও টাকা

এক প্রতিবেদনে দেখলাম বাংলাদেশের টাকা ছাপাতে যে কাগজ ব্যবহার করা হয় সেটা আসে সুইজারল্যান্ড থেকে। তুলার তৈরি এই কাগজে এলকোহল ব্যবহার করা হয়। দেশে টাকা গুনতে অধিকাংশ মানুষ থুথু ব্যবহার করেন। মদ হারাম। মদের হারামীপনা টাকায় সংক্রামিত হয় কিনা সেটা ভেবে দেখার বিষয়। 

দুবনা, ১৮ জুন ২০২২

Friday, June 17, 2022

অপটিমিজম

শোনা যায় এখনকার বৃদ্ধ-বৃদ্ধারা আগের চেয়েও কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যাবেন। আমি কিন্তু এই খবরে তার পর নাই খুশি। কঠিন কঠিন আর দামী দামী রোগে আক্রান্ত হওয়া ভালো। জীবনে তো গর্ব করার মত কিছুই ছিল না, মরার পর অন্তত বুক ফুলিয়ে বলতে পারব আমার প্রাণ এত শক্তিশালী ছিল যে যম রাজকে অনেক কঠিন কঠিন রোগ পাঠাতে হয়েছিল আমাকে কাবু করতে। শুধু তাই নয় আমাকে সম্মান দেখিয়ে তিনি খুব দামী রোগ পাঠিয়েছিলেন।

দুবনা, ১৭ জুন ২০২২

Thursday, June 16, 2022

কই মাছ

 

আজ ঘুম থেকে উঠেই কেন যেন মনে পড়ল মূলা দিয়ে কই মাছের ঝোলের কথা। মা করতেন। কিন্তু কই মাছ তো চাইলেই পাওয়া যায় না। তাহলে? তাহলে আর কি? অংক! ধরা যাক এক্স - এটা আরাধ্য বস্তু। মা রান্না করতেন মূলা দিয়ে কই মাছ আর আমি রান্না করছি মূলা দিয়ে এক্স। তাহলে এক্স = (কই মাছ x আমি)/মা অথবা এক্সের মান জানা থাকলে
কই মাছ = (এক্স x মা)/আমি। যেহেতু আমি মূলা দিয়ে মুরগী রান্না করলাম তাহলে বলা যায়
কই মাছ = (মুরগী x মা)/আমি
গুলিয়া অবশ্য জিজ্ঞেস করেছিল আমি কী রান্না করছি। উত্তর দেয়নি। বলেছি এক্সপেরিমেন্টাল ডিশ। আমার তেমন পছন্দ হয়নি। খেয়ে অফিস চলে এসেছি। জানি না বাসায় ফিরলে আমার নতুন রান্না আজ কত নম্বর পাবে। তবে নেগেটিভ রেজাল্ট সেটাও রেজাল্ট।

দুবনা, ১৬ জুন ২০২২ 




কালো টাকা

 

ঢাকায় নাকি যাদেরই কিছু আছে তারাই কালো টাকার মালিক। কথাটা কি একটু লাগামহীন হয়ে গেল না? আমার পরিচিত অনেক শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে যারা রীতিমত ট্যাক্স পে করে সাদা টাকায় নিজেদের মাথা গোঁজার ঠাই করেছে ঢাকায়। তাদের টাকাও কালো হয়ে গেল? সরকার এখন ভেবে দেখতে পারে টাকার রঙ বদলিয়ে কালো করা যায় কিনা। তাহলে দেশের সবাই, এমনকি নুন আনতে পান্তা ফুরায় এমন মানুষও কালো টাকার মালিক হবে। আর এটা সত্যিকারের কালো টাকার মালিকদের অপবাদ মুক্ত করবে। কেউ কি বলত পারেন মন্ত্রীরা এই মন্ত্র কোন গুরুর কাছ থেকে শেখে?

দুবনা, ১৬ জুন ২০২২ 

Wednesday, June 15, 2022

দুর্নীতিরাজ

রাজনীতি ও দুর্নীতির সহবাসে জন্ম নেয় রাজকীয় দুর্নীতি। আর দুর্নীতিবাজ হয় দুর্নীতিরাজ। 

দুবনা, ১৫ জুন ২০২২

আবেগ ও যুক্তি

আবেগ আর অনুভুতির কাছে যুক্তি যখন হার মানে তখন সত্যের সন্ধান অসম্ভব। সত্যের জন্য নিরপেক্ষতা অতি জরুরি। আবেগ অন্ধ। আবেগ নিরপেক্ষ নয়। আবেগ অবশ্যই দরকার। আবেগ আমাদের কোন কাজে আগ্রহী করে তবে সেই কাজের ভালো মন্দ বিচার করার জন্য যুক্তি অত্যাবশ্যক। 

দুবনা, ১৫ জুন ২০২২

Tuesday, June 14, 2022

প্যারাডক্স

মানবাধিকার অনেকটাই দিল্লি কা লাড্ডুর মত। একদল মানুষের অধিকার আদায় বা রক্ষা করতে গিয়ে সব সময়ই আরেক দল মানুষের অধিকার নির্মম ভাবে ভূলুন্ঠিত করা হয়। এটাও আজকাল ধর্মের মতই - অধিকাংশ ক্ষেত্রেই ধর্ম (ন্যায়) প্রতিষ্ঠা বা রক্ষা করা হয় অধর্ম (অন্যায়) পথে। 

দুবনা, ১৪ জুন ২০২২

Monday, June 13, 2022

বাস্তবতা

গতকাল বিবিসির এক খবরে দেখলাম ইংল্যান্ডের ৫০+ এক মহিলা বলেছেন শেষ বার কবে গরম খাবার খেয়েছেন সেটা ভুলে গেছেন। আমার মনে পড়ে গেল নব্বুইয়ের দশকের রাশিয়ার কথা যখন হাজার হাজার মানুষ চোখের পলকে সর্বস্বান্ত হয়ে গেল। আফগানিস্তান, অপরিকল্পিত পেরেস্ত্রোইকা শুধু দেশটাকেই ধ্বংস করেনি লাখ লাখ মানুষকে করেছে সর্বহারা, তাদের ভবিষ্যত করেছে অনিশ্চিত। দুর্বল নেতৃত্ব যে সমাজের জন্য কতটুকু ক্ষতিকর সেটার প্রমাণ পৃথিবী পেয়েছে ৮০ - ৯০ দশকের রাশিয়ায়। বর্তমান পশ্চিমা বিশ্বের দুর্বল নেতৃত্ব কি সেকথাই মনে করিয়ে দিচ্ছে না? আমরা কি ইতিহাসের পুনরাবৃত্তি দেখছি?

দুবনা, ১৩ জুন ২০২২

প্রশ্ন

গুয়ান্তানামোয় তো আমেরিকার শাসন। ওখানে কি মানবাধিকার বলে কোন হাওয়াই মিঠাই স্থানীয় সুপার মার্কেটে বিক্রি হয় নাকি সেখানে মানবাধিকারের উপর চিরস্থায়ী নিষেধাজ্ঞা মানে স্যাঙ্কশন?

দুবনা, ১৩ জুন ২০২২

Sunday, June 12, 2022

অদক্ষতা

অন্যের দুর্বলতাকে পুঁজি করে দৈবাত সাফল্য আসে। সাফল্যের জন্য নিজের শক্তি দরকার। দুর্বল, অদক্ষ ও দায়িত্বহীন রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে তারা যদি নিজেদের বিশ্বনেতা বলে দাবি করে, তারা শুধু বিপদ ডেকে আনতে পারে। এর বেশি কিছু নয়। 

দুবনা, ১২ জুন ২০২২

Saturday, June 11, 2022

প্যাট

অনেক আগে বিভিন্ন দেশে ভ্যাট চালু হয়। এখন শুনেছি আমেরিকায় প্যাট (পুতিন ট্যাক্স) চালু করেছে সে দেশের সরকার (মৌখিকভাবে)। পুতিন দেখছি কাঁঠালের আঠার মত - ইউরোপ আমেরিকা তাঁকে যত বেশি করে ছাড়াতে চায় তিনি তত বেশি করে জড়িয়ে ধরেন। এভাবে চলতে থাকলে পুতিনের আগেই সব ধরণের নিষেধাজ্ঞা, ট্যাক্স শেষ হয়ে যাবে।

দুবনা, ১২ জুন ২০২২

হাড্ডি

 


"গরীব হওয়া কত কষ্ট আমি হাড়ে হাড়ে বুঝি" - অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন। কে কি বুঝল তা বলতে পারি না, তবে এ থেকে আমার একটা ধারণা বদলে গেল। আগে ভাবতাম আমাদের মন্ত্রীদের হাড্ডি নেই, শুধু মাংস আর তেল (চর্বি)। এখন বুঝলাম ওনাদের হাড়ও আছে। তারাও হাড্ডি মাংসের মানুষ, যদিও তাদের অনেকেই পাজির হাড্ডি।

দুবনা, ১১ জুন ২০২২

Thursday, June 9, 2022

ভোগ

এই ভোগবাদি বিশ্বে সবাই ভোগী। কেউ কেউ ভোগ করে অঢেল সম্পদ। তবে জনতার এক বিরাট অংশই ভুক্তভোগী। কেউ কেউ আবার অভুক্ত। 

দুবনা, ১০ জুন ২০২২

গ্রীষ্ম

গতকাল থেকে গরম পড়েছে, প্রচণ্ড গরম। তাপমাত্রা ছিল ২৮। তাই আজ ভাবলাম ভোলগার তীরে গিয়ে দেখি সঙ্গীরা নাইছে কিনা। হ্যাঁ, কিছু লোক রোদ পোহাচ্ছে। দু একজন জলে।

জল গরম?
গরম।
চা হবে?
১৮ ডিগ্রি মত। মনে হয় তোমার নাইতে অসুবিধা হবে না।
শনি রবি নাকি তাপমাত্রা নিম্নগামী হবে। যদি না হয় তাহলে সিজন শুরু করব ভাবছি।

দুবনা, ০৯ জুন ২০২২

সাম্যবাদ

বাংলাদেশ অনেক আগেই মদিনা সনদ চালু করার ঘোষণা দিয়েছে। তবে আমাদের চলা বরাবরই গজ গতি ছন্দের। ইউরোপ আমেরিকা সব সময়ই সাম্যবাদ থেকে পালিয়ে বেড়াতে ব্যস্ত। আর তার একটা উপায় রাশিয়াকে নির্বাসনে পাঠানো। যত জোরে এরা সেটা করে তত বেশি করে ওরা সোভিয়েত ইউনিয়ন হয়ে যায় বিশেষ করে পরমতসহিষ্ণুতার ক্ষেত্রে। এখন সেখানে জ্বালানির অভাব। লোকজন লাকড়ি মানে কাঠের ব্যবহার শুরু করেছে। এভাবে চললে সেখানে সাম্যবাদ প্রতিষ্ঠিত হতে বেশি দিন অপেক্ষা করতে হবে না। আদিম সাম্যবাদ। 

দুবনা, ০৯ জুন ২০২২

Wednesday, June 8, 2022

কড়ি দিয়ে কেনা


আগে বলত
"ফেল কড়ি মাখ তেল"
মানে কড়ি ফেলে বা টাকা দিয়ে তখন নিজের গায়ে তেল মাখা যেত। এখন মনে হয় অন্যদের পায়ে তেল মাখার জন্যও কড়ি ফেলতে হয়। বোঝাই যাচ্ছে যে অর্থ দিন দিন অর্থ হারিয়ে অর্থহীন হয়ে পড়ছে।

দুবনা, ০৮ জুন ২০২২

Tuesday, June 7, 2022

প্রশাসক

বঙ্গবন্ধু বলেছিলেন, "আমি যদি হুকুম দিবার নাই পারি..." সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বাঙালি এখন আর অপেক্ষা করে না, কারণে অকারণে সবাই শুধু হুকুম দেয়। আর তাইতো দেশ ছেয়ে যায় শাসকে আর প্রশাসকে।

দুবনা, ০৮ জুন ২০২২

মেঘ

রদ্দুরকে চিনি না তবে কেন যেন মনে হয় রদ্দুরকে আটকিয়ে সরকার নিজে ঘন কালো মেঘ বনে গেছে।

দুবনা, ০৭ জুন ২০২২

Monday, June 6, 2022

নস্টালজিয়া

ছোটবেলায় মা প্রায়ই বলতেন হনুমানের হাতে খন্তা তুলে দেবার কথা। এর মানে হচ্ছে অপাত্রে গুরু দায়িত্ব দেওয়া। পশ্চিমা বিশ্বের অঢেল সম্পদ আর অসীম ক্ষমতার অধিকারী রাষ্ট্রনায়কদের দেখে আজকাল প্রায়ই মাকে মনে পড়ে।

দুবনা, ০৭ জুন ২০২২

ভ্রমণ ভ্রম

বৃষ্টির পরে সূর্যের আলো এত বেশি ঝলমল করছে যে মনে হয় ও যেন এই মাত্র স্নান করে নতুন জামা কাপড় পরে সান্ধ্য ভ্রমণে বেরিয়েছে। ভালোই হল, এখন সূর্যের হাতে হাত রেখে গল্প করতে করতে দুবনার পথে হাঁটা যাবে।

দুবনার পথে, ০৬ জুন ২০২২

Sunday, June 5, 2022

মাথা

একমাত্র ব্যথাই যখন মাথার অস্তিত্ব প্রমাণ করে তখন সেই মাথা থাকা না থাকায় কারো কি কিছু এসে যায়? এই মাথা নিয়ে আমরা তাহলে কী করব?

মস্কো, ০৬ জুন ২০২২

পটল

গতকাল বন্ধু চঞ্চলের লেখায় এই গরম ভাতে ঘি আর রুই মাছের কথা শুনে কেমন যেন উদাস হয়ে গেলাম। এসবের কথা ভুলেই গেছিলাম। একসময় পটল ভাজি খুব পছন্দ করতাম। আজকাল আর পটল তোলাও হয় না, তাই পটল খাওয়াও হয় না।

মস্কো, ০৫ জুন ২০২২

হিরোশিমা

ছেলেমেয়েরা যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ত ওদের কোন কোন বন্ধুকে দেখতাম জুতার ফিতে লাগায়নি। এ নিয়ে ওদের কিছু বললে এমন ভাব দেখাত যেন এটা কোন ব্যাপারই না। পরে বুঝতাম এটা অনেকে ইচ্ছে করে করে অন্যদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। 

হিরো আলম রবীন্দ্র সঙ্গীত না গাইলে না গান না গায়ক - কারোই কোন ক্ষতি হত না। তবে এটাও ঠিক এটা না করলে হিরো আলম হিরোশিমা সম বিস্ফোরণ ঘটাতেও পারত না। এটা ওর গাওয়া নয় মানুষের দৃষ্টি আকর্ষণ করার অপচেষ্টা যার সফলতা নির্ভর করে আমরা এটাকে ইগনোর করব কি করব না তার উপর। 

কাউকে পাত্তা দিতে না চাইলে ইগনোর করাই সঠিক উত্তর। 

মস্কো, ০৫ জুন ২০২২

Saturday, June 4, 2022

শাপে বর

বাংলাদেশ সরকার কি এমন কিছু করতে পারে না যাতে তাকে সুইফট থেকে সুইচ অফ করা হয়। তাতে আর যাই হোক না কেন দেশ থেকে অর্থ পাচার বন্ধ হবে। রাশিয়া কুড়ি বছর চেষ্টা করে যা করতে পারেনি আমেরিকা আর ইউরোপ সেটা করে দিয়েছে। তারা শুধু রাশিয়াকে বিপদেই ফেলেনি বিপদের বন্ধুও হয়েছে। আমেরিকা যার বন্ধু তার যেমন শত্রুর অভাব হয়না তেমনি আমেরিকা যার শত্রু তার বন্ধু ভাগ্যও একেবারে খারাপ নয়। 

মস্কো, ০৫ জুন ২০২২

ঘাড়

তারেক রহমান নাকি ব্যবসায়ীদের ফোন করে দ্রব্যমূল্য বৃদ্ধি ও সংকট সৃষ্টি করতে বলেছে। কথাটা সত্য না মিথ্যা এ নিয়ে কিছু বলার নেই। তবে যেটা সত্য তা হল এর মধ্য দিয়ে সরকার একদিকে নিজের ব্যর্থতা গোপন করছে অন্যদিকে অসৎ ব্যবসায়ীদের দায়মুক্ত করছে সব দোষ তারেক রহমানের ঘাড়ে চাপিয়ে দিয়ে। এটা আবারো প্রমাণ করে যে বর্তমান সরকার লুটেরা ধনীদের সরকার।

মস্কো, ০৫ জুন ২০২২

জ্ঞান

অজ্ঞানতা থেকে কেউ অজ্ঞান হয় না, মানুষ অজ্ঞান হয় সজ্ঞানে থেকেই।

মস্কো, ০৪ জুন ২০২২

ভক্তি

ভক্তিবাদীরা একসময় ঈশ্বর প্রেমের কথা বলত। পরে সেটাকে জীব প্রেমে নামিয়ে আনে যুক্তিবাদীরা। এরপর আসে মানব প্রেম মানবতাবাদীদের হাত ধরে। এখন সবাই আমেরিকা প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমেরিকাকে ভালোবাস, নিঃশর্ত ভাবে তার শরণাপন্ন হও দেখবে তোমার মত দেশপ্রেমিক, তোমার মত মানব প্রেমিক, তোমার মত শান্তিপ্রিয়, তোমার মত গণতন্ত্রের পূজারী আর কেউ নেই এমনকি তোমাকে হাত সহস্র মানুষের খুনে রঞ্জিত হলেও। 

মস্কো, ০৪ জুন ২০২২

দেশপ্রেম

শুনলাম ঝেলেনস্কি ইউকের নাগরিকত্ব পেয়েছেন স্ত্রীসহ। বাবা মা ইসরাইলের। সত্য মিথ্যা বলতে পারব না তবে একটা প্রশ্ন মাথায় ঘুরতে শুরু করল। কেউ কল্পনা করতে পারেন যে বঙ্গবন্ধু, তাজ উদ্দিন আহমেদ বা অন্য কোন নেতা একাত্তরে ভারতের নাগরিকত্ব নিয়েছেন? একেই কি বলে দেশপ্রেম?

মস্কো, ০৪ জুন ২০২২

Friday, June 3, 2022

মৌলবাদী

যারা নিজেদের বাদটাকে প্রতিষ্ঠিত করার জন্য যেকোন উপায়েই হোক না কেন অন্যদের সমস্ত বাদ বাদ দিতে বিন্দুমাত্র দ্বিধা করে না তারাই হল মৌলবাদী।

মস্কো, ০৩ জুন ২০২২

Thursday, June 2, 2022

ঘোলা জল

আজ জনি ডেপকে নিয়ে অনেকেই লিখছে। না, আমি তার ফ্যান নই, তবুও দুটো কথা লেখার লোভ সামলাতে পারলাম না। জিয়াউল হক যে উদ্দেশ্যেই ব্লাসফেমি ল তৈরি করুক না কেন সেটা যে অনেকেই ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছে, করছে তাতে কোন সন্দেহ নেই। একই ঘটনা ঘটে প্রতিটি ক্ষেত্রেই, তা সে বিপ্লব হোক, স্বাধীনতা সংগ্রাম হোক, মীটু আন্দোলন হোক আর যাই হোক। পারমাণবিক শক্তি বিদ্যুৎ হয়ে সৃষ্টি করবে নাকি বোমা হয়ে ধ্বংস করবে সেটা নির্ভর করে ব্যবহারকারীদের উপর। এই রায় প্রমাণ করে যে সবাই ঘোলা জলে মাছ ধরতে চাইলেও সবসময় সেটা পারে না।

মস্কো, ০২ জুন ২০২২

Wednesday, June 1, 2022

শব্দ বিভ্রাট

ভিপুস্কনিক - যে তেষ্টা পেয়েছে তাতে এখন একশ গ্রাম না খেলেই নয়।
জনৈক পথচারী - কয় কি? একশ গ্রাম খাইয়া ফেলবো। এত মানুষ জন, এত গরুছাগল, এত গাছপালা, এত বাড়িঘর সব সহ। মাথা খারাপ নাকি লোকটার? 

মস্কো, ০২ জুন ২০২২

বিচারক

ছাত্র জীবনে কোন বিতর্কিত বিষয় নিয়ে কথা বলার এক পর্যায়ে কেউ বলে উঠতো 
প্রথমত বিচারক সর্বদা সঠিক
দ্বিতীয়ত যদি বিশ্বাস না হয় উপরের পঙক্তি দেখ।

বর্তমান অবস্থা দেখে মনে হয় অনেকের কাছেই আমেরিকা এখন বিচারকের আসনে বসে আছে

মস্কো, ০২ জুন ২০২২

স্বপ্ন

আজকাল এমন সব স্বপ্ন দেখছি যা কোনদিন কল্পনাও করতে পারিনি। পরে ভেবে দেখলাম এটাই ভালো। যা কল্পনা করতে পারি সেটা স্বপ্নে দেখে লাভ কী? এখন অন্ততঃ কল্পনার সাথে স্বপ্ন যোগে জীবন একটু হলেও সমৃদ্ধ হবে।

মস্কো, ০১ জুন ২০২২