Saturday, April 30, 2022

সুখ ছিল না

বৈদেশিক মুদ্রার অভাবে শ্রীলঙ্কা গভীর সংকটে। অর্থ সাহায্য চেয়েও পাচ্ছে না। অথচ ইউক্রেনকে ঢালাও ভাবে অর্থ সাহায্য দেওয়া হচ্ছে মরার আর মারার জন্য। - এটা এক বন্ধুর কমেন্ট আমার স্ট্যাটাসে। 

এটা দেখে আমার মনে পড়ে গেল অনেক আগে শোনা এক গল্প। এক সময় নাকি আমাদের দেশের অনেকেই পুলিশকে টাকা দিত তাদের প্রকাশ্য দিবালোকে মারার জন্য। বেত্রাঘাত ইত্যাদি। আর সেই সব ঘটনার ছবি নিয়ে পাড়ি দিত ইউরোপে সেখানে রাজনৈতিক আশ্রয় পাবার আশায়। আর সেই সব ছবির কল্যাণে পেয়েও যেত। 

বন্ধুর কমেন্ট পড়ে মনে হল শ্রীলঙ্কা ভারত বা কোন প্রতিবেশীকে গোপনে অনুরোধ করতে পারে সেদেশ আক্রমণ করতে। তাহলে হয়তো ইউরোপ, আমেরিকা টাকার বস্তা নিয়ে হাজির হবে শ্রীলঙ্কায়, যদিও অস্ত্র কেনার শর্ত সাপেক্ষে। সমস্যার সমাধান না হলেও সাময়িক উপশম তো ঘটবে, হয়তোবা ক্ষমতাসীনদের ব্যাংক ব্যালেন্স আরেকটু বেশি করে ওভার ওয়েট নামক আধুনিক রোগে ভুগবে। প্রসঙ্গত উল্লেখ্য যে বছর দুয়েক আগে পানামা পেপার্সের তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হবার এক বছরের মধ্যে জেনেস্কির স্বাস্থ্য এক বিলিয়ন ডলার মত উন্নত হয়েছিল। যুদ্ধকালীন অর্থ প্রবাহে সেটা আরও বেশি স্ফীত হয়েছে বলেই জনগণ আশা করছে। 

দুবনা, ০১ মে ২০২২

লাশ

বেশ কয়েক বছর আগের কথা। এক বাঙালি ছেলে মারা গেছে অসুস্থ হয়ে। টাকা ওঠানো হচ্ছে তার লাশ দেশে পাঠানোর জন্য। সব মিলিয়ে লাখ খানেক। তখন একজন আমাকে বললেন মাত্র দশ পনেরো হাজার টাকা যদি আমরা আগে উঠিয়ে ওর চিকিৎসার জন্য দিতাম তাহলে আজ হয়তো লাখ টাকা উঠিয়ে ওর লাশ পাঠাতে হত না। 

এর আগে ইউক্রেন তার অর্থনীতি চাঙ্গা করার জন্য কয়েক বিলিয়ন ডলার ধার চেয়ে পায়নি, আজ শুধু আমেরিকা ল্যান্ড লিজের মাধ্যমে তাকে ৩৩ বিলিয়ন ডলার ধার দেবে তার মধ্যে ২০ বিলিয়ন অস্ত্র কেনার জন্য, ১০ বিলিয়ন অর্থনৈতিক খাতে আর তিন বিলিয়ন মানবিক খাতে। জানিনা কেন যেন এটা শুনে আমার লাশের কথা মনে পড়ে গেল।

দুবনা, ৩০ এপ্রিল ২০২২

Friday, April 29, 2022

মূল্যের বোধ

মূল্যবোধের সাথে সাথে মূল্যও আজ বাতাসের মত হালকা হয়ে যাচ্ছে আর তাইতো সে ঊর্ধ্ব গতিতে উপরে উঠছে তো উঠছেই। দ্রব্যমূল্যের দিকে তাকালেই এই উক্তির সত্যতা টের পাওয়া যায়।

দুবনা, ৩০ এপ্রিল ২০২২

ভ্রম

কিছু কিছু রিপোর্ট দেখে প্রথম আলোকে আমার প্রথম আলী বলে মনে হয়। 

দুবনা, ২৯ এপ্রিল ২০২২

ক্রেডিট

টাকা পয়সার মত সময়ও ব্যাংক থেকে ক্রেডিটে দেবার ব্যবস্থা করা যায় কিনা সব ধরণের ব্যবসায়ী ও ব্যাংকারদের সেটা গুরুত্ব সহকারে ভেবে দেখা দরকার। এটা মানব জাতির জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসতে পারত। 

দুবনা, ২৯ এপ্রিল ২০২২

Wednesday, April 27, 2022

ধর্ম

দাদা আপনি কি ধর্ম টর্ম একেবারেই মানেন না?
মানি না মানে? দেখ না প্রতিদিন কত লোকের শ্রাদ্ধ করে বেড়াই।

দুবনা, ২৮ এপ্রিল ২০২২

প্রশ্ন

অনেক দিন গ্রেটা টুনবার্গের কোন এক্টিভিটি দেখছি না। ইউরোপে কয়লার ব্যবহার বাড়ছে, ইউক্রেনে যুদ্ধ চলছে। এসব কি পরিবেশ দূষিত করে না?

দুবনা, ২৭ এপ্রিল ২০২২

Tuesday, April 26, 2022

দুর্ভাবনা

অনেকেই প্রশ্ন করছে রমজান কিভাবে রামাদান হয়ে গেল। সঠিক উত্তর মনে হয় আরবি উচ্চারণ। কিন্তু এই শব্দ যখন বাংলায় গৃহীত হবে তখন কি তার সন্ধি বিচ্ছেদ হবে রামাদান = রাম + আদান? ব্যাপারটা কিন্তু ভেবে দেখা উচিৎ। 

দুবনা, ২৬ এপ্রিল ২০২২

Monday, April 25, 2022

দূরদর্শিতা

আমরা বহু দূরদর্শী আর এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। 
সেটা আবার কি কথা?
দেখুন না আমরা শুধু পরকালের কথা ভাবি তাও আবার মৃত্যুর পরের কোন কোর্ট মার্শাল নয়, কিয়ামতের দিন পর্যন্ত বিচারের অপেক্ষা করে। হয়তো এ কারণেই আমাদের দেশে ন্যায় বিচার পেতে যুগ যুগ ধরে অপেক্ষা করতে হয়। তাই তো আমাদের জীবনে দূরদর্শিতার সুযোগ নেই, আছে শুধু নগদ লাভের তাড়া। ঘুষ হোক, দুর্নীতি হোক, যেনতেন প্রকারে নগদ টাকার পাহাড় গড়ে তোলার স্বপ্ন।

দুবনা, ২৬ এপ্রিল ২০২২

Sunday, April 24, 2022

প্রশ্ন

যে দেশ বা জাতি দেশের সমস্ত নাগরিকের জন্য সুবিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় তারা কি মৃত্যুর পর ঈশ্বরের আদালতে সুবিচার আশা করতে পারে?

মস্কো, ২৫ এপ্রিল ২০২২

প্রশ্ন

কোথায় যেন পড়েছিলাম যে খাবারের ঘ্রান নিলে মানে গন্ধ শুঁকলে অর্ধেক খাওয়া হয়। আচ্ছা, কেউ কি বলতে পারেন খাবারের ছবি দেখলে কতটুকু খাওয়া হয়? আসলে ফেসবুকে এত্ত এত্ত খাবারের ছবি দেখি আর এসব দেখে এত বেশি লালা গিলি যে মনে হয় এতেই পেট ভরে যাওয়া উচিৎ। 

মস্কো, ২৪ এপ্রিল ২০২২

Saturday, April 23, 2022

নির্ভেজাল ভেজাল

যে সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঘুষ দুর্নীতি, যে সমাজে মানুষ শুধু মিথ্যা কথা বলেই না, মিথ্যা চুপ করেও থাকে, যে সমাজে এমনকি ভেজালের মধ্যেও ভেজাল সেখানে উপাসনা কীভাবে নির্ভেজাল হবে সেটাই আমি বুঝে উঠতে পারি না। একি গোবরে পদ্মফুল নাকি মনের ভুল? 

দুবনা, ২৪ এপ্রিল ২০২২

কারণ

 

আপেক্ষিকতার বিশেষ সূত্রে আনকনসাসনেস বা অজ্ঞানতা বলে একটা কথা আছে যা বলে আমরা যে ঘড়ি বা স্কেল দিয়ে সময় বা দৈর্ঘ্য মাপি তা যেন আগের কোন তথ্য না বহন করে মানে সেটা যেন পূর্বধারণা বা বলা যায় কুসংস্কার মুক্ত হয়। তবে সমাজের ক্ষেত্রে সেটা বলা ঠিক হবে না। কেন না আমরা যদি কারণ খুঁজতে পেছনে যেতে না চাই তাহলে প্রায়ই ভুল সিদ্ধান্তে আসতে পারি। মানুষ সাধারণত নিজেদের স্বার্থে ঠিক সেখান থেকেই তদন্ত শুরু করতে চায় যেখান থেকে করলে সে নিজেকে সঠিক প্রমাণ করতে পারে। এটা আর যাই হোক অবজেক্টিভ পিকচার দেয় না, ফলে সমাধান হয় লোকাল, গ্লোবাল সমস্যা থেকেই যায়। আর সমস্যা থেকে যাওয়া মানে পুঁজির আরও আরও লাভ করার সম্ভাবনা।

দুবনা, ২৩ এপ্রিল ২০২২ 
 

 

Friday, April 22, 2022

সময়

 

একেই বলে কলিকাল। মানুষ তো মানবতা অনেক অগেই হারিয়েছে এখন জ্বীনেরাও সেই পথেই হাঁটছে। শুনলাম বোতলের জ্বীন নাকি এখন জিন হয়ে গেছে।

দুবনা, ২২ এপ্রিল ২০২২



Thursday, April 21, 2022

স্বার্থ


মারিওপোলে আজোভ স্টিল প্ল্যান্টে আটকে পড়া ইউক্রেন বাহিনীর প্রধান বলেছে সেখানে প্রায় এক হাজার সিভিলিয়ান আছে যাদের বেশির ভাগ নারী ও শিশু। রাশিয়া অনেক দিন থেকেই বলছে ইউক্রেন সেনারা, বিশেষ করে উগ্র জাতীয়তাবাদী শক্তি সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করে যুদ্ধ করছে। অনেকেই সেটা বিশ্বাস করতে চায়নি। কিন্তু এখন ওরা নিজেরাই সেটা বলছে। এখানে শুধু ইউক্রেন নয়, আছে প্রচুর বিদেশী ভারাটিয়া সেনা, আছে বেশ কিছু উচ্চপদস্থ ন্যাটোর সামরিক কর্মকর্তা। আর এরা কিন্তু ২৪ ফেব্রুয়ারির আগে থেকেই এই অঞ্চলে ঘাঁটি গেড়ে বসে আছে। তারপরেও আমরা বলব না যে এটা আসলে ইউক্রেনের হাত দিয়ে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর যুদ্ধ। এই যে এত কিছুর পরেও শান্তির কথা না বলে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ - সেটা ইউক্রেনকে রক্ষা করার জন্য, নাকি তাকে ধ্বংস করার জন্য। আগুনে তেল ঢেলে কেউ আগুন নেভায় না, আগুন যদি নেভাতে চায় তাহলে জল ঢালে। অন্যের রক্তে স্নান করে স্বাধীনতা ও গণতন্ত্রের বুলি আওড়ানো সহজ, তবে তা পাওয়া কঠিন। স্বার্থান্বেষী জাতি কখনও মানবিক হলতে পারে না, তারা শুধু মানবতার ট্যাবলেট বিক্রি করতে পারে বোকাদের কাছে। প্রসঙ্গত বলা দরকার - আমেরিকা ও ব্রিটেন সব সময়ই বলে তাদের কোন বন্ধু নেই, আছে জাতীয় স্বার্থ।

দুবনা, ২১ এপ্রিল ২০২২ 
 
 

 

আসন

 

ছোটবেলায় আসন বলতে বুঝতাম মায়ের সেলাইয়ের কাজ করা চটের টুকরো যেখানে বসে বাবা আহ্নিক করতেন। খাবারের জন্য পিড়ি পেতে দিলে সেটাও আসন হয়ে যেত। ছিল ঠাকুরের আসন। তাতে অবশ্য ঝামেলা ছিল না, ছিল না মারামারি। যেদিন থেকে আসনের সাথে সংসদ নামক শব্দটির গাঁটছড়া বাঁধা হয়েছে তখন থেকেই মনে হয় আসন হয়েছে প্রায় যুদ্ধ ক্ষেত্র।

দুবনা, ২১ এপ্রিল ২০২২

মার্কেট

যেখানেই মার্কেট সেখানেই মার্কেট দখলের চেষ্টা, তা নিয়ে হানাহানি। নিউ মার্কেটের নামেই মনে হয় সমস্যার বীজ নিহিত। 

দুবনা, ২১ এপ্রিল ২০২২

Wednesday, April 20, 2022

ভবিষ্যৎ

 

আবার এক হিন্দু শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আসলে আমরা কার্যত জিয়াউল হকের ব্লাসফেমি রুল কায়েম করতে যাচ্ছি দেশে। এখন ব্যবহৃত হচ্ছে হিন্দুদের বিরুদ্ধে এরপর শুরু হবে যেকোনো প্রতিপক্ষের বিরুদ্ধে। বেচারা ৩০ লাখ শহীদ!

দুবনা, ২০ এপ্রিল ২০২২

Tuesday, April 19, 2022

প্রশ্ন

মৃত ব্যক্তির স্বর্গের ভিসার জন্য অনেককেই সুপারিশ করতে দেখি। এই সুপারিশকারীদের এক বিরাট অংশ মিথ্যেবাদী। কেমন করে বোঝা যাবে এসব লোক সত্যি সত্যি স্বর্গের জন্য সুপারিশ করছে নাকি মনে মনে উল্টোটাই চাইছে? ঈশ্বরও কি এদের সুপারিশে বিভ্রান্ত হবেন না?

দুবনা, ১৯ এপ্রিল ২০২২

Monday, April 18, 2022

অপেক্ষা

অপেক্ষাটা যাতে উপেক্ষায় পর্যবসিত না হয় সেজন্যে অপেক্ষাকে সক্রিয় ও আনন্দময় করে তুলুন। তাতে সময়টাই শুধু ভালো কাটবে না, অপেক্ষাকালও ছোট হবে আর সবচেয়ে বড় কথা না আপনার সময়, না আপনি নিজে - কেউই উপেক্ষিত হবেন না। 

দুবনা, ১৯ এপ্রিল ২০২২

Sunday, April 17, 2022

অটোক্র্যাসি

গণতন্ত্র বা ডেমোক্র্যাসি সংখ্যাগরিষ্ঠের শাসন, তবে সেটা অবশ্যই সংখ্যালঘুর স্বার্থ বিবেচনায় রেখে। যখনই সংখ্যাগুরু সংখ্যালঘুর স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয় তখনই ডেমোক্র্যাসি অটোক্র্যাসিতে পর্যবসিত হয়। এই সংখ্যাগুরু বা সংখ্যালঘু শুধু যে ধর্মীয় হতে হবে তার কোন কারণ নেই। এমনকি দেশের সব মানুষ একই ধর্মের অনুসারী হলেও এটা ঘটতে পারে। তবে যখন সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ মানুষের উপর নিজেদের খেয়ালখুশি চাপিয়ে দেয় তখন অটোক্র্যাসি চরম আকার ধারণ করে।

মস্কো, ১৮ এপ্রিল ২০২২

নিয়ন্ত্রণ

সরকার যখন দ্রব্যমূল্য, দুর্নীতি এসব নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় সে তখন গণতন্ত্র নিয়ন্ত্রণ করে। সরকারের কাজ নিয়ন্ত্রণ করা। কী এবং কীভাবে নিয়ন্ত্রণ করছে তার উপর নির্ভর করে সরকারের চরিত্রবান নাকি চরিত্রহীন।

মস্কো, ১৭ এপ্রিল ২০২২

রাজনীতি

আন্তর্জাতিক অঙ্গনে অনেক সাফল্য থাকলেও আভ্যন্তরীণ ক্ষেত্রে পুতিনকে সফল বলা যাবে না বিশেষ করে যদি কর্ম সংস্থান, শ্রমের উপযুক্ত পারিশ্রমিক নিশ্চিত করা এসবের প্রশ্ন আসে। তাই পশ্চিমা বিশ্বের নেতারা যখন তাদের আভ্যন্তরীণ রাজনীতির ব্যর্থতার পুতিনের ঘাড়ে চাপায় তখন বুঝি পশ্চিমা বিশ্বের পুতিনিকরণ সফলই শুধু হয়নি, অনেক ক্ষেত্রেই তাঁকে ছাড়িয়ে গেছে।

দুবনা, ১৭ এপ্রিল ২০২২

Saturday, April 16, 2022

সমস্যা

সমস্যা সমস্যায় নয়, সমস্যা সমাধানে। গুনগত পরিবর্তন যখন অপরিহার্য, পরিমাণগত পরিবর্তন তখন মরণ যন্ত্রনাকেই শুধু দীর্ঘায়িত করতে পারে। আর এই যন্ত্রনা গ্রাস করতে পারে দেশের পর দেশ, জাতির পর জাতিকে। বিশ্ব এখন এই মরণ যন্ত্রনার মধ্য দিয়ে যাচ্ছে।

দুবনা, ১৬ এপ্রিল ২০২২

Friday, April 15, 2022

ব্যবসা

ধর্ম ব্যবসায়ীরা যেমন ঈশ্বরের মাহাত্ম্য বিক্রি করে নিজেদের ইহজাগতিক জীবনে স্বর্গীয় সুখ পেতে চায় ন্যাটো ও তার দোসররা তেমনি গণতন্ত্র, মানবতা, বাক স্বাধীনতা এসবের মাহাত্ম্য বিক্রি করে সারা বিশ্বের উপর নিজেদের খবরদারি বজায় রাখতে চায়। দু' পক্ষই শুধু স্বপ্ন বিক্রি করে আর ক্রেতারা পায় দুঃস্বপ্ন।

দুবনা, ১৬ এপ্রিল ২০২২

হতাশা

ইউক্রেনের বিভিন্ন ব্যবসা ও পশ্চিমা বিশ্ব থেকে পাওয়া সাহায্যের টাকা উল্টা আমেরিকায় পাচার করার সাথে বাইডেন, পেলোসি, কেরি সহ বিভিন্ন মার্কিন রাজনৈতিক রথী মহারথীদের সন্তানরা (নিজের ও পালিত) যে ভাবে জড়িত তাতে আমি হতাশ। ভেবেছিলাম করাপশনের ক্ষেত্রে বাংলাদেশ অন্তত আমেরিকাকে হার মানাবে। সে গুড়ে বালি।

দুবনা, ১৫ এপ্রিল ২০২২

Thursday, April 14, 2022

শুভ নববর্ষ

সূর্য পূর্ব দিকে ওঠে তার প্রমাণ কি?

নববর্ষ। একারণেই বাংলাদেশে ১৪ এপ্রিল নববর্ষ আসে। বাঙালির আদর আপ্যায়ন মঙ্গল শোভাযাত্রা ইত্যাদির কারণে ক্লান্ত হয়ে সে যখন পশ্চিম বাংলায় পৌঁছে ক্যালেন্ডারে তখন একটি পাতা ইতিমধ্যেই ঝরে পড়ে ১৫ এপ্রিল হয়ে যায়। ভাগ্যিস নববর্ষ জৈষ্ঠ্য মাসে না, তাহলে জামাই আদর পেয়ে সে যে কবে পশ্চিম বাংলায় যেতে পারত বা পারত কিনা সেটা কেউই বলতে পারবে না।

দুবনা, ১৫ এপ্রিল ২০২২

সন্দেহ

শশাঙ্ক না আকবর - বাংলা বর্ষপঞ্জির এই বিতর্ক আমার মুজিব না জিয়া - এই বিতর্কের কথা মনে করিয়ে দিচ্ছে। প্রবর্তন যে করুক বাংলা পঞ্জিকা আমাদের শরীরের কোষে কোষে, বাঙালির রক্ত কনায়। এখনও এখানে কাল বোশেখির ঝড় আসে, আম পাকে জ্যৈষ্ঠ মাসে, শ্রাবনের বর্ষণ, ভাদ্রের ভরানদী, পৌষের পিঠা আর মাঘের শীত - এরা এই বাংলা পঞ্জিকার দিন তারিখ ধরেই আসে। যা এ জাতির সত্তায় ঢুকে গেছে সেটার আনুষ্ঠানিক রূপ যেই দিক, তা যে হাজার হাজার বছর ধরে এ অঞ্চলে বিরাজমান তাতে কি কোন সন্দেহ আছে?

দুবনা, ১৪ এপ্রিল ২০২২ 
 
 

 

সমাধান

জার্মানি তার নাগরিকদের বলছে মাংস কম খেতে, বিশেষ করে শুয়োরের মাংস। এক্ষেত্রে সফলতা লাভ করার জন্য তারা দু'টো কাজ করতে পারে
১) পাকিস্তান ও বাংলাদেশ থেকে ধর্ম প্রচারকদের আমন্ত্রণ জানাতে পারে। ইসলামের প্রসারে শুয়োর খাওয়া কমবে।
২) উত্তর ভারত থেকে হিন্দু গুরুদের আমন্ত্রণ জানাতে পারে। তাতে মাংস নিয়ে জার্মান সরকারের আর মাথা ঘামাতে হবে না।

এর ফলে জার্মানির এই নব্য হিন্দু মুসলমান নিজেদের মধ্যে মারামারিতে এতটাই ব্যস্ত থাকবে যে এটা তখন জার্মান সরকারের সমস্যা থাকবে না, হবে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের সমস্যা।

বি: দ্র: ইউরোপ, আমেরিকার সব দেশই এই প্রেস্ক্রিপশন অনুসরণ করতে পারে।

দুবনা, ১৪ এপ্রিল ২০২২

Tuesday, April 12, 2022

এলার্জি

শুনলাম জার্মানি নাকি এনার্জি কোম্পানি জাতীয়করণের কথা ভাবছে। কেন? আমার ধারণা রাশিয়ার সাথে এক নৌকায় থাকবে না বলে। এটা শুধু জার্মানি নয় আমেরিকা, ইউরোপ সবাই এখন সবকিছুতে মনোপলি আরোপ করে কেমন যেন সোভিয়েত ইউনিয়ন হয়ে যাচ্ছে। যতদিন সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়া সমাজতান্ত্রিক ছিল, ওরা গণতন্ত্রের পাঞ্জাবী পরে ঘুরে বেড়াত। এখন রাশিয়া পুঁজিবাদী হচ্ছে, ওরাও জার্সি চেঞ্জ করে সমাজতান্ত্রিক হবার চেষ্টা করছে। একেই বলে এলার্জি।

দুবনা, ১৩ এপ্রিল ২০২২

পনির

রাশিয়ায় পুতিনের পেনশন বৃদ্ধি বলে একটা ধারণা বহুদিন থেকেই চালু আছে। এর অর্থ হল পুতিনের বিশেষ নির্দেশে মাঝেমধ্যে মানুষের পেনশন বাড়ানো হয়। এখন ইউরোপ আমেরিকায় নতুন একটা ধারণা যোগ হয়েছে, পুতিনের মূল্য বৃদ্ধি। পুতিনের বিরুদ্ধে স্যাঙ্কশন জারি করে ওখানে সাধারণ মানুষের জীবন যাত্রার খরচ বাড়ানো হচ্ছে। পুতিন মনে হয় ডাবল স্যান্ডুইচের দুই টুকরা রুটির ভেতরে এক টুকরো পনির।

দুবনা, ১২ এপ্রিল ২০২২

জামিন

দুর্নীতিবাজ, নষ্ট রাজনীতিবিদ, ধর্ম ব্যবসায়ী এরা জামিন পাওয়া তো দূরের কথা হাজতেই যায় না, অনেক খড়কুটো পুড়ানোর পরে ব্লগার, শিক্ষক - এরাও জামিন পান, জামিন পায় না শুধু বাংলাদেশ।

দুবনা, ১২ এপ্রিল ২০২২

Monday, April 11, 2022

টালমাটাল

অনেক সময় মাতালকে টাল বলা হয়ে থাকে। মানে যে মাতাল সেই টাল অথবা যে টাল সেই মাতাল। অনেকেই আবার জাতে মাতাল তালে ঠিক। এই টাল আর মাতালের সাথে তাল দিতে গিয়ে আমার এদিকে টালমাটাল অবস্থা। 

দুবনা, ১২ এপ্রিল ২০২২

তেল মাহাত্ম্য

অনেকেই বলছে রাশিয়া কেন ইউরোপে গ্যাস সাপ্লাই বন্ধ করে না। আমি মনে করি সাপ্লাই বন্ধ না করার সিদ্ধান্ত ঠিক। প্রথমত ইনকাম। আর যতক্ষণ সাপ্লাই থাকবে ততক্ষণ এটা নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন ও ন্যাটোর বিভিন্ন দেশের মধ্যে ঠেলা ধাক্কা থাকবে। এই বাজারে তার দাম কম নয়। যদি রাশিয়া সাপ্লাই বন্ধ করে তবে পোল্যান্ড ও বাল্টিকের দেশগুলোর কাছে জার্মানি, ইতালি, ফ্রান্সের মত অপেক্ষাকৃত বন্ধুসুলভ দেশগুলোর পরাজয়ে অবদান রাখবে।

দুবনা, ১১ এপ্রিল ২০২২

জুজু


দেশে প্রায়ই একটা কথা শুনি, যতই খারাপ হোক আওয়ামী লীগ মন্দের ভাল। আওয়ামী লীগ হারলে মৌলবাদীরা ক্ষমতায় আসবে। ফ্রান্সও দেখি বাংলাদেশ হয়ে গেছে। এখন মারিয়া লিপেন কে ঠেকাতে সবাই সেই মন্ত্রই ব্যবহার করছে। রাজনীতির এই নেগেটিভ আটিচুড পজিটিভ ফল বয়ে আনবে বলে মনে হয় না।

দুবনা, ১১ এপ্রিল ২০২২

 

Sunday, April 10, 2022

মৃত্যু

দুই ছেলে তর্ক করছে কোন গাড়ির নীচে পড়ে মারা যাওয়া বেশি প্রেস্টিজের। একজন বলছে রোলস রয়েসের, অন্য জন ফিয়াটের। পাশ দিয়ে যাবার সময় আমি বললাম সবচেয়ে ভালো ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া। ওরা অবাক হয়ে তাকিয়ে রইল। বললাম, দেখ মরার পরেও তো গর্ব করার মত কিছু থাকা দরকার অতীত নিয়ে। মরার অতীত কী? জীবন। তখন বলতে পারবে যে তোমার প্রাণ ভোমরা এত বেশি শক্ত ছিল যে তাকে মারতে আস্ত একটা ট্রেন ভাড়া করতে হয়েছিল।

দুবনা, ১০ এপ্রিল ২০২২

মুক্তি

হৃদয় মন্ডলের জামিন হয়েছে। সুখবর। কিন্তু একই সাথে জামিনে মুক্তি পেয়েছে বিজ্ঞান। তাকে আর স্কুলের বেঞ্চে বসতে হবে না। ধর্মের সাথে অযথা বিতর্কে জড়িয়ে পড়তে হবে না। বিজ্ঞান শিক্ষকরা মুক্ত। স্কুলে বিজ্ঞান পড়ানোর দায় থেকে মুক্ত।

দুবনা, ১০ এপ্রিল ২০২২

Saturday, April 9, 2022

ব্যথা

জীবনের সাথে মৃত্যুর পার্থক্য কী?
মৃত্যুর পর শান্তিতে ঘুমানো যায় আর বেঁচে থাকলে শান্তিতে ঘুমানো অনেকটা অমাবস্যার চাঁদের মত। বিশেষ করে যদি পিঠের ব্যথা বা মাথার ব্যথা আপনার নিত্য সঙ্গী হয়। 

দুবনা, ০৯ এপ্রিল ২০২২

Friday, April 8, 2022

প্রশ্ন

বেশ কিছু পোস্টে দেখলাম কপালের টিপকে তারা পতিতার প্রতীক হিসেবে দেখানোর চেষ্টা করছে। কথায় আছে এক দেশের গালি অন্য দেশের বুলি। তাই আরব বিশ্বে যে চিহৃ পতিতা বোঝায় বাংলাদেশ বা ভারত উপমহাদেশ বা বিশ্বের অন্যত্র সেটা যে তাই বোঝাবে এমন কোন কথা নেই। আরেকটা প্রশ্ন, এর পরেও যারা টিপকে পতিতার প্রতীক বলে মনে করে তারা নিজেদের কার বংশধর ভাবে, কারণ এদের পূর্বসূরীদের প্রায় সবাই কোন না কোন সময়ে টিপ পরত। 

দুবনা, ০৮ এপ্রিল ২০২২

প্যারাডক্স

নেটে প্যারাডক্স নামে কি একটা জিনিস ঘুরে বেড়াচ্ছে, সে ব্যাপারে কিছু জানেন? 
নেটের প্যারাডক্স সম্পর্কে কিছুই বলতে পারব না, তবে আমার প্যারাডক্সটা নির্ঘাত জানি।
সেটা আবার কি? 
এই যে হাজারটা অসুখ বছরের পর বছর ধরে বেআইনি ভাবে আমার শরীর দখল করে আছে, আমাকে নিরন্তর ভালোবেসেই যাচ্ছে তারপরেও আমি এক বিন্দুও অসুখী নই এটাই আমার জীবনে সবচেয়ে বড় প্যারাডক্স।

দুবনা, ০৮ এপ্রিল ২০২২

Thursday, April 7, 2022

পরিস্কার

আপনি এই সামান্য ব্যাপারটা বুঝতে পারছেন না? এটা তো জলের মত পরিস্কার।
কিন্তু সমস্যা তো ওখানেই। ঐ জলে।
মানে?
আপনার ঐ জলটা যার পর নাই ঘোলা।

দুবনা, ০৭ এপ্রিল ২০২২


Wednesday, April 6, 2022

অন্ধকার ভবিষ্যৎ

 


যখন বিপদের সময় কেউ পাশে দাঁড়াবে এই আশা না থাকে তখন অতি ক্ষুদ্র বিপদও বিশাল হয়ে দেখা দিতে পারে। বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ অতীতে হৃদয় মন্ডলদের পাশে দাঁড়িয়েছে। এই আশা, এই বিশ্বাসটুকু ছিল বলেই তারা ভবিষ্যতের স্বপ্ন দেখেছে। সরকারি আওয়ামী লীগ আর ওদের পাশে দাঁড়ায় না, কেউই দাঁড়ায় না। তাই হৃদয় মন্ডলদের ভবিষ্যত আজ অন্ধকার জেলের ভেতর আটকে থাকে।

দুবনা, ০৬ এপ্রিল ২০২২

Tuesday, April 5, 2022

টিপ বনাম আত্মহত্যা

ফেসবুকে অন্তু রায়ের মৃত্যু নিয়ে লেখা দেখলাম। আক্ষেপ কেন টিপ নিয়ে কথা বলা হচ্ছে, এসব নিয়ে নয়। হ্যাঁ, টিপ কান্ডের প্রতিবাদে অনেকেই টিপ পরার অধিকার টিকিয়ে রাখতে টিপ পরে ছবি দিচ্ছেন। কিন্তু একই ভাবে আমরা তো আর আত্মহত্যা করে ছবি দিতে পারব না। এর আগেও দু ভাই আত্মহত্যা করেছে দেখলাম। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন - নারী ছিল প্রতিবাদী, আর এই পুরুষেরা প্রতিবাদ না করে নিজেদের জীবন নাশ করার পথ বেঁছে নিয়েছে। তাই মনে হয় টিপ নিয়ে প্রতিবাদকে মোটেই ছোট করে দেখার সুযোগ নেই, এটা আমাদের সংস্কৃতির সাথে জড়িত। আর যাতে মেধাবী ছাত্রদের টাকার অভাবে আত্মহত্যা করতে না হয় সেটার জন্যও কথা বলতে হবে। আমার কখনই মনে হয়নি আমাদের সরকার দেশের মানুষকে সম্পদ মনে করে, মানুষ তার কাছে আপদ - বিশেষ করে শিক্ষিত মানুষ। কম পড়াশুনা জানা মানুষ বিদেশে কাজ করে রেমিট্যান্স পাঠায় অথবা পোশাক তৈরি করে বা খাদ্য উৎপাদন করে। শিক্ষিত মানুষ হয় বিদেশে চলে যায় অথবা প্রশ্ন করে। এই রাজনৈতিক সংস্কৃতি না বদলিয়ে এসব সমস্যার সমাধান হবে বলে মনে হয় না।

দুবনা, ০৫ এপ্রিল ২০২২

কুযুক্তি

পুলিশের ছবিতে ফ্রন্ট ভিউ থেকে দেখা যাচ্ছে পেছনে কেউ বসা (পুলিশের ভাষায় তার গর্ভবতী স্ত্রী), সাইড ভিউ বলছে ব্যাগ। এ দুয়ের মধ্যে কি আদৌ সংযোগ আছে? এক সময় দেশে গর্ভবতী গাইকে পয়মন্ত মনে করা হত। কারণ সে সংসারের প্রাচুর্য আনত। আজকাল অনেকেই হয়তো এরকম ব্যাগে করে ঘুষের টাকা বয়ে বেড়ায়। সেদিক থেকে ভাবলে ব্যাগও পয়মন্ত। কিন্তু বর্তমানে বেগম পাড়ার বদৌলতে আমলা পুলিশের বউরাও কম পয়মন্ত নয়। তার মানে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় প্রতীকী অর্থে ব্যাগকে গর্ভবতী বৌ ঐ কনস্টেবল বলতেই পারে। পুলিশ তো লজিকের বাইরে নয়।

দুবনা, ০৫ এপ্রিল ২০২২

Monday, April 4, 2022

কারণ দর্শাও

 


যে দেশে কোট টাই একজন মানুষ ভদ্রলোক কিনা সেটা নির্ণয় করে, যে দেশে সার্টিফিকেট শিক্ষিতের পরিচয় সে দেশে কেন হিজাব টুপি দাড়ি মুসলমানের কোয়ালিটির মাপকাঠি হতে পারবে না।

দুবনা, ০৫ এপ্রিল ২০২২

ভোটনীতি

রাজনৈতিক দলগুলো যখন রাজনীতি বাদ দিয়ে ভোটনীতি শুরু করে দেশ ও জাতি তখন তাদের রাজনৈতিক চরিত্র ও রাজনৈতিক স্বাধীনতা হারাতে বাধ্য। 

দুবনা, ০৫ এপ্রিল ২০২২

যুগ বদল

বাংলায প্রবাদ বলে ইচ্ছে থাকলে উপায় হয়। রুশে অনুরূপ একটা প্রবাদ আছে - ইচ্ছে থাকলে অজুহাত বের হবে। 

যখন কারো একমাত্র উদ্দেশ্য হয় কাউকে হ্যারাস করা, শাস্তি দেয়া, সে তখন অপরাধের অভিযোগের সত্য মিথ্যা যাচাই করে না, উল্টো ছলে বলে কৌশলে অভিযোগের পেছনে জনমত গড়ে তোলে। এটা আমাদের দেশে কাউকে ধর্ম অবমাননার অভিযোগ এনে জনতাকে উস্কে দিয়ে তান্ডব চালানোর মত। রাশিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে শাস্তি দিতে পশ্চিমা বিশ্ব মনে হয় মধ্য যুগে ফিরে যাচ্ছে। ইনকুইজেশন শুরু হতে আর বেশি দেরি নেই।

দুবনার পথে, ০৪ এপ্রিল ২০২২

Sunday, April 3, 2022

সার্থকতা

অক্সিজেনের জন্য আমরা প্রায় ৮০% ভিন্ন উপাদান পূর্ণ বাতাস গ্রহণ করি নিঃশ্বাসের সাথে। যে খাবার খাই তাতে প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় জিনিসের পরিমাণ অনেক বেশি। যা দেখি, যা শুনি, যা পড়ি তার বেশির ভাগই আনুসাঙ্গিক। আসলে এসব আনুসাঙ্গিক জিনিসগুলোই জীবনকে অর্থপূর্ণ করে তোলে হাজারো জিনিস থেকে সঠিক জিনিস খুঁজে বের করতে শিখিয়ে। হাজারো রাস্তা থেকে সঠিক রাস্তা খুঁজে বের করার মধ্যেই জীবনের সার্থকতা। তবে সার্থকতা একেক জনের কাছে একেক রকম। কারো কাছে এটা পরিবেশ ও প্রকৃতির সাথে নিজের কর্ম ও ভাবনার আধ্যাত্মিক মিলন, কারো কাছে সমাজের চোখে নিজের অবস্থান।

মস্কো, ০৪ এপ্রিল ২০২২

অবাক কান্ড

ইয়োসিফ ব্রদস্কি এক জায়গায় লিখেছিলেন 
শুনেছ, শহরে নাজিরা দুজন ইহুদিকে মেরে ফেলেছে? 
তাই। অবশ্য এতে নতুনত্ব কিছু নেই। 
আরও দুজন সাইকেল চালককেও মেরেছে ওরা। 
বল কি? সাইকেল চালকরা আবার কি দোষ করল? 

এত দিন ইউরোপ আমেরিকা বলে এসেছে রাশিয়ার বিরুদ্ধে এই স্যাঙ্কশন দেবে, সেই স্যাঙ্কশন দেবে। শুধু বলছেই না, দিয়েছেও। কিন্তু রাশিয়া যেই উল্টা ব্যবস্থা নিতে যাচ্ছে তখনই ওরা বলতে চাইছে 

আমরা তোমার বিরুদ্ধে স্যাঙ্কশন দেব এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু তোমরা আমাদের বিরুদ্ধে স্যাঙ্কশন দেবে কেন। আমরা কী দোষ করেছি?

মস্কো, ০৪ এপ্রিল ২০২২

অপেক্ষা

অনেক দিন আগে ফেসবুকে এক ছবি মসজিদের দেখেছিলাম যাতে লেখা ছিল "অমুসলিমদের প্রবেশ নিষেধ।" আশায় আছি এরকম এক ছবি দেখার যেখানে লেখা থাকবে "ঘুষখোর, দুর্নীতিবাজ ও অমানবিক মানুষদের প্রবেশ নিষেধ।"

মস্কো, ০৩ এপ্রিল ২০২২

চেতনা তুমি চেত না

চেতনার পাঞ্জাবি গায়ে চড়ালেই বা চেতনার শাড়ি দিয়ে নিজেকে মুড়িয়ে রাখলেই যে সরকার চেতনাহীন হবে না তার কোন মানে নেই। যতক্ষণ পর্যন্ত না নিরপেক্ষ ভাবে আইনের প্রয়োগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত টিপ বলি আর টপ বলি - সব বিষয়েই একদল লোক বিশেষ বিশেষ ক্ষেত্রে সুড়সুড়ি অনুভব করবে। 

চেতা - রাগ করা

মস্কোর পথে, ০৩ এপ্রিল ২০২২

অভিমানী

পশ্চিমা স্যাঙ্কশনের মত শীতও আজকাল কিস্তিতে কিস্তিতে আসছে। এমন অভিমানী শীত নিয়ে বড়ই অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে বাসন্তী দেবী। দরজায় দাঁড়িয়ে আছে তো আছেই। ঢুকবে কি ঢুকবে না সেটাই বুঝে উঠতে পারছে না।

দুবনা, ০৩ এপ্রিল ২০২২

Saturday, April 2, 2022

সেবা

আমার ছোটবেলায় দেশে হিজাব, বোরকা এসবের তেমন হিড়িক ছিল না। অপরিচিত লোকের সামনে ঘোমটা দিয়েই সবাই পর্দা করত। সে সময় এলাকার অনেকেই নিয়মিত নামাজ পড়ত কিন্তু কপালে কালো দাগ তেমন একটা চোখে পড়ত না। সময়ের সাথে অনেক কিছুই বদলে গেছে। মানুষের মধ্যে ধর্ম পালনের হিড়িক পড়েছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে দুর্নীতি। বাড়ছে অসহিষ্ণুতা। জানিনা ধর্মের সাথে দুর্নীতির কোন সম্পর্ক আছে কি না। এখন বিভিন্ন দেশে ফ্যাশান হাউজগুলো হিজাব তৈরি করে। আচ্ছা ডাক্তার বা অন্য কেউ কি কপালে কালো দাগ তৈরির কোন সেবা দানের কথা ভেবে দেখেছে? নাথিং পার্সোনাল জাস্ট বিজনেস।

দুবনা, ০২ এপ্রিল ২০২২

Friday, April 1, 2022

সিম্বল

রাশিয়া ইউক্রেন আক্রমণে Z সিম্বল ব্যবহার করছে। কেন? জানিনা। আমার মনে হয়েছে শেষ যুদ্ধ বলে। বিভিন্ন দেশে এ কারণে Z অক্ষর বেআইনি ঘোষণা করা হয়েছে। ইউক্রেনে Z ও V বাতিল ঘোষণা করা হয়েছে। 
রুশদের এখন উচিত Y ও U সিম্বল ব্যবহার করা।

দুবনা, ০২ এপ্রিল ২০২২

লুজার

আপনি রেগুলার বিভিন্ন বিষয়ে লেখেন কিন্তু প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, তাদের সন্তানদের নিয়ে লেখেন না। এটা কি কোন ট্যাবু?
না। আসলে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি এসব বিষয়ে ওরা এখনও জো বাইডেন বা হান্টার বাইডেনের ধারে কাছেও যেতে পারেনি। আমি তো লুজারদের নিয়ে লিখি না। যেদিন ওদের ওভারটেক করবে সেদিন লিখব।

দুবনা, ০২ এপ্রিল ২০২২

চা


সন্ধ্যায় গেলাম এক এক্সিবিশনে। ভেবেছিলাম ফটো, দেখি অয়াটার কালারের ছবি। খুব ভাল লাগল। পরিচিত লোকজন দিয়ে ভরা। স্লোভাকিয়ার বন্ধু, আমাদের ডেপুটি ডিরেক্টর ইয়ান এসে বলল
শ্যাম্পেন ঢালবো?
আগে ছবি দেখি, পরে দেখা যাবে।
ও নাছোড়বান্দা।
আর কি আছে?
চা।
তাহলে চা ঢাল।
ও যখন ছোট স্তপকায় চা ঢালল বুঝলাম কিছু একটা রহস্য আছে।
এটা তো কনিয়াক মনে হয়।
না, এটা তাত্রার চা। ৫২%
মানে ভোদকা, কনিয়াক বা হুইস্কির চেয়েও সরেস, তবে প্রচণ্ড টেস্টি। গল্প করতে করতে চার পেগ হয়ে গেল।
এখন বুঝছি এপ্রিল ফুলে ভালোই বোকা সাজলাম। এসিডিটি ভালোই জমেছে।

দুবনা, ০১ এপ্রিল ২০২২

প্রবাদ

স্কুলে যখন পড়ি আমাদের ওখানে ইউনিয়ন পরিষদের নির্বাচন হল। এক প্রার্থীর প্রতীক গরুর গাড়ি, অন্য জনের লাঙ্গল। লাঙ্গল মার্কার প্রার্থী মানুষের সুবিধার্থে গরুর গাড়িতে করে ভোটারদের নিয়ে এলেন ভোট কেন্দ্রে। মানুষও মনের সুখে গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে বাড়ি ফিরল।
অনেক দিন ধরেই আমেরিকা ইউক্রেনে স্ট্রিঙ্গার সাপ্লাই করে আসছে রুশ বিমান ধ্বংস করতে। তবে আজোভ আর ইউক্রেন সৈন্য বাহিনী এসব অস্ত্র শস্ত্র ফেলে প্রাণ নিয়ে পালাচ্ছে প্রায়ই। অস্ত্র চলে যাচ্ছে দনবাসের মিলিশিয়াদের হাতে। গতকাল মারিওপল থেকে দুই হেলিকপ্টারে করে পালানোর সময় আজোভের ৩২ জন (দু জন ধরা পড়েছে, ওদের কথায় প্রতিটি হেলিকপ্টারে ১৭ জন করে ছিল) মারা গেছে। আর সেটা ঘটেছে স্ট্রিঙ্গারের আঘাতে।
পণ্ডিত স্যার বলতেন -
তোমার শিলা, তোমার নোড়া, তোমারই ভাঙ্গি দাঁতের গোঁড়া।
প্রবাদ মাঝে মাঝে সত্য হয়।

দুবনা, ০১ এপ্রিল ২০২২  

সারথী

এবার মনে হয় পুতিন ফেঁসে গেলেন?
কেন?
পশ্চিমা বিশ্বের নেতারা দিন রাত যতবার পুতিনের নাম জপ করছেন তাতে ঈশ্বর নিজের অস্তিত্ব নিয়ে টেনশনে আছেন। এবার মনে হয় তিনি নিজেই ন্যাটোর কোয়ালিশনে যোগ দেবেন। তবে তাতে ছোট্ট একটা সমস্যা আছে।
কী সমস্যা?
বাইডেনের রথ নেই। ঈশ্বর সারথী হবেন কার? অবশ্য মোদীকে রাজী করাতে পারলে পশ্চিম এ যাত্রায় উদ্ধার পেলে পেতেও পারে। 

দুবনা, ০১ এপ্রিল ২০২২