বৈদেশিক মুদ্রার অভাবে শ্রীলঙ্কা গভীর সংকটে। অর্থ সাহায্য চেয়েও পাচ্ছে না। অথচ ইউক্রেনকে ঢালাও ভাবে অর্থ সাহায্য দেওয়া হচ্ছে মরার আর মারার জন্য। - এটা এক বন্ধুর কমেন্ট আমার স্ট্যাটাসে।
এটা দেখে আমার মনে পড়ে গেল অনেক আগে শোনা এক গল্প। এক সময় নাকি আমাদের দেশের অনেকেই পুলিশকে টাকা দিত তাদের প্রকাশ্য দিবালোকে মারার জন্য। বেত্রাঘাত ইত্যাদি। আর সেই সব ঘটনার ছবি নিয়ে পাড়ি দিত ইউরোপে সেখানে রাজনৈতিক আশ্রয় পাবার আশায়। আর সেই সব ছবির কল্যাণে পেয়েও যেত।
বন্ধুর কমেন্ট পড়ে মনে হল শ্রীলঙ্কা ভারত বা কোন প্রতিবেশীকে গোপনে অনুরোধ করতে পারে সেদেশ আক্রমণ করতে। তাহলে হয়তো ইউরোপ, আমেরিকা টাকার বস্তা নিয়ে হাজির হবে শ্রীলঙ্কায়, যদিও অস্ত্র কেনার শর্ত সাপেক্ষে। সমস্যার সমাধান না হলেও সাময়িক উপশম তো ঘটবে, হয়তোবা ক্ষমতাসীনদের ব্যাংক ব্যালেন্স আরেকটু বেশি করে ওভার ওয়েট নামক আধুনিক রোগে ভুগবে। প্রসঙ্গত উল্লেখ্য যে বছর দুয়েক আগে পানামা পেপার্সের তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হবার এক বছরের মধ্যে জেনেস্কির স্বাস্থ্য এক বিলিয়ন ডলার মত উন্নত হয়েছিল। যুদ্ধকালীন অর্থ প্রবাহে সেটা আরও বেশি স্ফীত হয়েছে বলেই জনগণ আশা করছে।
দুবনা, ০১ মে ২০২২