Thursday, March 31, 2022

দানব

কিছুক্ষণ আগে বন্ধু আহসান ফোন করল
- দোস্ত, আমাদের পত্রপত্রিকার খবর - রাশিয়া যুদ্ধে এই হারে তো সেই হারে, তুমি কিছু লেখ না।
- আমিও মনে হয় রাশানদের মত হয়ে গেছি, প্যানিক করি না, চুপচাপ সব দেখি। লিখতে দে। ওরা মনে হয় "অসির চেয়ে মসি শক্তিশালী" মন্ত্র জপছে আর দুই হাতে যা মনে আসে তাই লিখছে। তেল গ্যাস বন্ধ হলে যখন বাতি জ্বলবে না, তখন দেখিস কী লেখে, কীভাবে লেখে।
- আমার ধারণা ছিল না যে সারা বিশ্ব রাশিয়ার উপর এতটা নির্ভরশীল।
- শুধু তোর কেন, যারা স্যাঙ্কশন দিয়েছে তাদেরও ধারণা ছিল না। আমেরিকা ইতিমধ্যে সারের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে। জাপান বলেছে রাশান মেটাল না পেলে তাদের সমস্যা হবে। খেলা তো কেবল শুরু। এতদিন জানতাম পুঁজিবাদ শুধু লাভ বোঝে। কথাটা অবশ্য আমেরিকার জন্য সত্য। ইউরোপের কিছু কিছু দেশ বাজার অর্থনীতির বিরুদ্ধে গিয়ে মানবিক হবার চেষ্টা করেছিল, তাতে অর্থনীতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয়। এতে আবারও প্রমাণিত হল পুঁজিবাদ মানবিক হতে পারে না। যা আছে সেটা শুধুই লোক দেখানো। দেশে দেশে অমানবিকতাই পুঁজিবাদের নিজ দেশে মানবিক হবার একমাত্র শর্ত। এটা মানবের নয়, দানবের সমাজতত্ত্ব।

দুবনা, ৩১ মার্চ ২০২২

Wednesday, March 30, 2022

সাম্যবাদ

জার্মানি বলেছে তারা রুবল দিয়ে গ্যাস কিনবে না। জনগণকে ইকোনমি করতে বলছে। কিন্তু এই ইকোনমিক পলিসি যে সে দেশের শিল্পে মানে কল কারখানায় লাল বাতি জ্বালাতে পারে সেটাও কিন্তু কেউ অস্বীকার করছে না। এতে কি কারও কোন ক্ষতি হচ্ছে? সাধারণ মানুষের কথা বাদ দিলে কারও কোনই ক্ষতি হচ্ছে না। বিশেষ করে পরিবেশ বান্ধব দলগুলোর জন্য। শিল্প যত কম প্রকৃতি তত সবুজ। মনে পড়ছে সমাজ বিবর্তনের সেই চিত্রের কথা - আদিম সাম্যবাদ, সামন্ততন্ত্র, পুঁজিবাদ, সমাজতন্ত্র, সাম্যবাদ। এভাবে চললে জার্মানি অদূর ভবিষ্যতেই সাম্যবাদে প্রবেশ করবে - আদিম সাম্যবাদে।

দুবনা, ৩১ মার্চ ২০২২

ডেমো

আমরা যারা সোভিয়েত ইউনিয়নে পড়াশোনা করেছি, সেই দেশের ভালো দিকগুলো নিয়ে বলি তাদের কেউ কেউ কমি বলে গালি দেয় আর নিজেদের ডেমোক্র্যাসির ধারক ও বাহক বলে দাবি করে। আমার মনে হয় এদের আমরা ডেমো বা ডেমো হিউম্যান বলে ডাকতেই পারি।

দুবনা, ৩১ মার্চ ২০২২

রঙ্গ

রাশিয়া রুবলে গ্যাস বিক্রির ঘোষণা দিয়েছে। পশ্চিমা বিশ্ব সেটা হজম করার চেষ্টা করছে যদিও বমি বমি ভাবে গা গুলিয়ে উঠছে। সবাইকে অবাক করে দিয়ে ভ্যাটিকান রুবল কিনেছে। এটা কি রাশান অর্থডক্স চার্চের জন্য পাঠানো প্রেমপত্র নাকি জিওপলিটিক্স। ভবিষ্যত বলবে ভবিষ্যতের কথা।

দুবনা, ৩০ মার্চ ২০২২

Tuesday, March 29, 2022

ত্যানা নেতা

রাজনৈতিক নেতারা আজকাল বেদেনীর মত - হয় মিথ্যা ভয় দেখায় নয়তোবা মিথ্যা আশার বাণী শোনায়। কখনও প্রথমে ভয় দেখিয়ে উপযুক্ত দক্ষিণার বিনিময়ে আশার আলো দেখায় যা পাওয়া যায় আরও বেশি দক্ষিণা দিলে। যদিও কেউ কিছু পায় না, শুধু দলের বা দলকে যারা চাঁদা দেয় সেই সব কোম্পানির কোষাগার ফুলে ফেঁপে হাতি হয়।

দুবনা, ২৯ মার্চ ২০২২

বিবর্তন

মা বলতেন পাগলামি কুকুর থেকে ৫০ হাত, পাগলা ঘোড়া থেকে ১০০ হাত, পাগলা হাতি থেকে ৫০০ হাত আর দুষ্ট লোক থেকে ১০০০ হাত দূরে থাকতে। এখন বেঁচে থাকলে মা নিশ্চয়ই বলতেন জ্ঞানপাপীদের থেকে হাজার মাইল দূরে থাকতে।

দুবনা, ২৯ মার্চ ২০২২

Monday, March 28, 2022

আত্মতুষ্টি

জনমত নিজের পক্ষে এনে কাউকে হিরো বা জিরো করা যায় কিন্তু তাতে সেই লোকের কাজের সুদূরপ্রসারী প্রভাব মুছে ফেলা যায় না। একদিন উত্তরসূরীরা তার কাজের মূল্যায়ন করে তাকে হয় ইতিহাসের আঁস্তাকুড়ে ফেলে দেয় অথবা বীরের মর্যাদায় প্রতিষ্ঠিত করে। মিথ্যা খবর প্রচার করে সাময়িক ভাবে আত্মতৃপ্তি লাভ করা গেলেও পরিণামে দুঃখের সাগরে ডুবতে হয়। ইতিহাস তাই বলে।

দুবনার পথে, ২৮ মার্চ ২০২২

Sunday, March 27, 2022

লোক কথা

আমেরিকার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর অন্যতম প্রধান ইউরেনিয়াম সরবরাহকারী রাশিয়া বিধায় এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি। রুশ নেটে হট জোক
"সরকার সরবরাহ বন্ধ না করলেও পরিবর্তিত পরিস্থিতিতে ইউরেনিয়াম সরবরাহের পদ্ধতি বদলানোর কথা ভেবে দেখতে পারে।"

মস্কো, ২৮ মার্চ ২০২২


উপলব্ধি

মানুষ যত বেশি অনুভূতিপ্রবণ হয় সে তত বেশি বাস্তবতা উপলব্ধি করার ক্ষমতা হারায় 

মস্কো, ২৮ মার্চ ২০২২

অনুভূতি

আমরা প্রায়ই ধর্মীয় অনুভূতিতে আঘাতের কারণে দেশে জনতার ধর্মীয় উন্মাদনা দেখতে পাই, তার সমালোচনা করি। কিন্তু বর্তমানে ইউক্রেনের চলমান যুদ্ধে কার্য কারণ সম্পর্ক সহ সার্বিক পরিস্থিতি বিচার না করে যেভাবে সবাই পক্ষে বিপক্ষে ঘৃণা প্রকাশ করি তাতে মনে হয় আমরা নিজেরাও অনুভূতির সংস্কৃতি থেকে খুব বেশি দূর অবস্থান করি না।

দুবনা, ২৭ মার্চ ২০২২

Saturday, March 26, 2022

মিসিং এলিমেন্ট


ফেসবুকে প্রায়ই দেখি হিটলার পুতিনকে কী যেন বলছে। ভাবি ক্লিনটন, বুশ, ওবামা, বাইডেন কোথায়? বুঝি এরা সবাই হিটলারেরও বাপ। ওদের ছবি আরও উপরে - হিটলারের পেছনে, তাই ফ্রেমের বাইরে চলে গেছে।

দুবনা, ২৬ মার্চ ২০২২

Friday, March 25, 2022

ঘৃণা কি ভালোবাসার অন্য পিঠ?

আমরা ওদের অর্থনীতিকে ভেঙ্গেচুরে ধুলিস্যাত করে দেব। তাতে আমাদের একটু কষ্ট হবে বইকি, তবে গণতন্ত্রের জন্য এটুকু তো ইউরোপ আমেরিকার মানুষকে সইতেই হবে।
আমি এখনও পর্যন্ত রাশিয়ার কাউকে বলতে শুনিনি আমরা ইউক্রেনকে ধ্বংস করে ফেলব। এই যে জিনিসপত্রের দাম বাড়ছে তারপরেও কাউকে ইউক্রেনীয়দের গালিগালাজ করতে দেখিনি যেটা আমাদের সব দেশে প্রায়ই দেখি - নিজেদের সমস্যার জন্য অন্য দেশের মানুষদের দোষারোপ করতে। এমনকি ইউক্রেন আক্রমণের অনেক আগে থেকেই শুনেছি বিভিন্ন স্যাঙ্কশনের কথা (আমার প্রায়ই মনে হয়েছে ব্রহ্মাস্ত্রের কথা) এবং সেখানে যত প্রতিহিংসা, যত বিষোদগার করা হয়েছে তখন মনে হয়েছে এত হিংসুক, এত প্রতিশোধ পরায়ণ যারা তারা কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, কীভাবে মানবিক সমাজ প্রতিষ্ঠা করবে।
ঘৃণা দিয়ে শুধু ধ্বংসই করা যায়, সৃষ্টি নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠা করা আর অস্ত্র বিক্রির জন্য উপযোগী পরিবেশ তৈরি করা - এ দুটো কাজ একেবারেই ভিন্ন ধর্মী। বুদ্ধিজীবীরা অবশ্য তাদের বুদ্ধি দিয়ে সেটা অন্যভাবে বুঝবেন এতে কি সন্দেহ আছে? 
 
দুবনা, ২৫ মার্চ ২০২২
 

 

মাসি পিসি

গতকাল অফিস থেকে বেরুনোর পরে আর ফেসবুকে ঢুকতে পারনিনি। হ্যাং হয়ে যায়। আজ তো বলেই বসল লগিন, পাসওয়ার্ডে সমস্যা আর এর পরে নেট কানেকশন চেক কর। ভারি ঝামেলা তো। এরপর ভিপিএন দিয়ে ঢোকার চেষ্টা করলাম, বলল কোড পাঠিয়েছি, কিন্তু কোথায় সেটা আর খুঁজে পাওয়া গেল না। সমস্যা হল, বুঝতে পারছিলাম না এটা সবার জন্য নাকি আমাকে কোন কারণে অচ্ছুৎ করা হয়েছে। সেটা ওরা করতেই পারে। এজন্যে অবশ্য প্ল্যান বি হিসেবে টেলিগ্রামে একটা চ্যানেল ওপেন করেছি। যাহোক, একেবারে আশা ছেড়ে দিয়ে অফিসে ঢুকে দেখি ফেসবুক এখনও জীবিত। দুই সপ্তাহ আগেও তাই হয়েছিল মস্কোয়। বাসায় আর মোবাইলে লাইন পাচ্ছিলাম না, কিন্তু ইউনিভার্সিটিতে ঢুকতেই পেয়ে গেলাম। কি ব্যাপার - ফেসবুক কি শুধু ছাত্র আর শিক্ষকদের মাঝে কাজ করে নাকি। আমি বলব না যে ফেসবুকের সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় আমার দম নিতে কষ্ট হচ্ছিল, চোখ ফেটে জল বেরুচ্ছিল বা অন্য কিছু। তবে আবার এখানে সবাইকে দেখে ভালই লাগছে। যদি এখানে অনুমতি না পাই, আমার গুগল ব্লগে আর টেলিগ্রামে বিরক্ত করব। যারা বিরক্ত হতে চান, ওখানে পাবেন। পৃথিবীই যেখানে বদলে যাচ্ছে, সেখানে ফেসবুকের থাকা না থাকা খুব বড় কোন ব্যাপার না।
ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম মেসেঞ্জারে। অফিসে মোবাইল ফেসবুক ওপেন না হলেও মেসেঞ্জার কাজ করছে। আমি মোবাইল আর পিসিতে সমস্ত ইনকামিং মেসেজ পাছে, তবে পিসি থেকে লেখা উত্তর মোবাইলে দেখছি না, আর মোবাইল থেকে লেখা পিসিতে।
ইনস্টাগ্রাম অফিসের পিসি থেকে কাজ করছে, তবে মোবাইল ভার্সন আগের মতই জীবন্মৃত।
কত রঙ্গ দেখি দুনিয়ায়!

দুবনা, ২৫ মার্চ ২০২২



Thursday, March 24, 2022

ভাবনা

যে আগুন সব পোড়ায় সে আগুনে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় তারা যারা প্রাসাদে বাস করে। কারণ যারা কুঁড়েঘরে থাকে তারা সব হারালেও তাদের ক্ষতি প্রাসাদের মানুষের ক্ষতির তুলনায় নগণ্য, যদিও সেটা আর্থিক মাপকাঠিতে, মানবিক মাপকাঠিতে নয়। তাই প্রাসাদে থাকা মানুষের আগুন লাগানোর আগে ভাবা উচিৎ তারা এতটা ক্ষতি স্বীকার করতে রাজী কিনা। কারণ আগুনের কাছে ধনী দরিদ্র সবাই সমান হলেও আগুনের প্রতি, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ধনী আর দরিদ্রের একই রকম নয়। ফাঁসি কাষ্ঠে জল্লাদ ঝুলালেও ক্ষুদিরামের ফাঁসির জন্য ব্রিটিশরাজকেই দায়ী করা হয়। তাই যদি কেউ ভাবেন অন্যদের হাত দিয়ে খুন করালে আপনাদের ভদ্রলোকের হাতে রক্ত লাগবে না সেটা আপনাদের ভুল ধারণা।

দুবনা, ২৪ মার্চ ২০২২

বিশ্বভ্রম

রুশরা বলে সুখ ছিল না, দুঃখ সাহায্য করল সুখী হতে। পশ্চিমা বিশ্বে দুঃখ ছিল না, সুখের ভূত তাদের কিলিয়ে দুঃখের সাগরে ভাসাতে চাইছে বলে মনে হচ্ছে।

দুবনা, ২৪ মার্চ ২০২২

Wednesday, March 23, 2022

জ্ঞান

 জ্ঞান মানুষকে শুধু আলোকিতই করে না অপব্যবহারে সে মানুষকে অন্ধও করে।

দুবনা, ২৩ মার্চ ২০২২ 

Tuesday, March 22, 2022

প্রশ্ন

বাংলাদেশের বাতাস নাকি বিশ্ব চ্যাম্পিয়ন, মানে বিশ্বে সবচেয়ে দূষিত। কেন যেন সাথে সাথেই মনে প্রশ্ন জাগল - "কেন, বাংলাদেশে বাতাসও কি ঘুষ খায় নাকি?" তবে এটা ঠিক বাতাস নিজে ঘুষ না খেলেও যাদের বাতাস দূষণ মুক্ত রাখার কথা তারা নিশ্চয়ই ঘুষের কল্কিতে দু এক টান দেয়। আর এভাবেই বাতাসের মস্তিষ্কেও করাপশনের চিন্তাটা ঢুকে পড়ে।

দুবনা, ২৩ মার্চ ২০২২

যুক্তি

যারা ঘুষ দেয় তাদের নাকি জায়গা হবে জাহান্নামে। নেতার এই কথাটা ফেলে দেবার মত নয়। কারণ দেয়া নেয়ার এই প্রক্রিয়ায় দেয়াটা আগে আর নেয়াটা পরে। তাই কার্য কারণ সম্পর্কে দেয়াটাকে কারণ হিসেবে দেখাই যায়। যাই বলেন দেশে এখনও যুক্তিবাদী নেতা আছেন দেখে ভালো লাগছে। 

দুবনা, ২২ মার্চ ২০২২

সংজ্ঞা

শুনেছি আমেরিকায় নাকি একটা প্রবাদ আছে, তুমি যদি দুই ডলার চুরি করে, তাহলে তুমি চোর আর যদি মিলিয়ন ডলার চুরি কর তাহলে মিলিয়নিয়ার। একই সূত্রে যদি তুমি একজন লোক হত্যা করা তাহলে তুমি খুনি, কিন্তু লাখ লাখ মানুষ হত্যা করলে তুমি জাতীয় বীর। উদাহরণ - বিভিন্ন মার্কিন প্রেসিডেন্ট।

দুবনা, ২২ মার্চ ২০২২

Monday, March 21, 2022

কুলাঙ্গার

একজন লোক যখন শারীরিক ভাবে অন্ধ হয় বর্তমান চিকিৎসা তাকে পৃথিবীর আলো দেখাতে পারে কিন্তু সে যখন মিথ্যার মোটা কালো কাপড় দিয়ে নিজের চোখ বেঁধে রাখে তাকে সত্যের আলো দেখাবে এমন ডাক্তার আজও পৃথিবীতে জন্মায় নি বিশেষ করে লোকটি যখন বিশাল বিশাল ডিগ্রীর মালিক আর অগাধ জ্ঞানের অধিকারী হয়। যদি আক্রমণ করার জন্য একদল লোক আপনাকে ঘিরে রাখে তাতে সমস্যা নেই, সমস্যার শুরু যখন আপনি সেই চক্র ভেঙ্গে বেরিয়ে আসতে চান। এটা অনেকটা আক্রমণ বা ধর্ষণের জন্য মেয়েদের দোষ দেবার মত। এই যুক্তিতে যারা চলে তারা আসলে সভ্যতার কুলাঙ্গার।

দুবনা, ২২ মার্চ ২০২২

Sunday, March 20, 2022

শান্তি

রুশ প্রবাদ বলে "শান্তি চাও? যুদ্ধের জন্য প্রস্তুত হও।" শান্তি খুবই দামি জিনিস। এটা ভিক্ষা করে পাওয়া যায় না, অনেক কষ্ট করে, অনেক খড়কুটো পুড়িয়ে শান্তি পেতে হয়। যদি শান্তির জন্য যুদ্ধ করতে প্রস্তুত না হন তাহলে দাসত্ব মিলবে, শান্তি নয়।

দুবনা, ২০ মার্চ ২০২২

Saturday, March 19, 2022

পরিবর্তন

এক সময় কেউ শান্তির প্রেসক্রিপশন চাইলে বলতাম -
শান্তি চান? তাহলে মরে যান।
আজকাল মরার পরেও কিছু কিছু মানুষ এত অশান্তির মধ্যে দিন কাটায় যে মনে হচ্ছে প্রেসক্রিপশনটা এবার না বলদিয়ে আর পারা যাচ্ছে না।

দুবনা, ১৯ জানুয়ারি ২০২২

Friday, March 18, 2022

অমানুষ

যে গণতন্ত্র মুনাফার জন্য অবলীলায় হাজার হাজার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় মানুষের সেই গণতন্ত্রে কোনই প্রয়োজন নেই। যারা সেই গণতন্ত্রের জন্যে মুখে ফেনা তুলে আমি তাদের মানুষ বলেই মনে করি না।

দুবনা, ১৮ মার্চ ২০২২

Thursday, March 17, 2022

আইন

ব্রিটিশরা ভারতীয়দের মাত্রই ঘৃণার চোখে দেখত। তারপরেও ডিভাইড অ্যান্ড রুল থিওরি অনুযায়ী তারা বিশেষ করে হিন্দু ও মুসলমানদের আলাদা চোখে দেখার ভান করত। পাকিস্তানও একই ভাবে সব বাঙালিকেই আতরাদ মনে করত, যদিও বাঙালি হিন্দুকে বেশি ঘৃণা করত, যদিও একাত্তরে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে হত্যা করেছে। আমেরিকা বা অ্যাংলো-স্যাক্সনরাও স্লাভিকদের বিশেষ করে রুশ, বেলারুশ ও ইউক্রেনদের একই রকম নীচু জাত বলে মনে করে। তবে এই মুহূর্তে ইউক্রেনদের উপরে তুলে এই তিন জাতির মধ্যে বিভেদ ঘটাতে চায়। লক্ষ্য সবাইকে আত্মঘাতী যুদ্ধে লিপ্ত করে ধ্বংস করা, যাতে পরবর্তীতে এই তিন জাতির অবশিষ্ট অংশ সহজেই নিঃশেষ করা যায়। তা নাহলে যুদ্ধের বর্তমান গতিবিধিতে তারা অস্ত্র সরবরাহ না করে যুদ্ধ বন্ধ করার পদক্ষেপ নিত যাতে মৃতের সংখ্যা কমে। সময় বদলায় কিন্তু ডিভাইড অ্যান্ড রুল ঠিকই বেঁচে থাকে। এখন মিডিয়ার মাধ্যমে এই নীতি সারা বিশ্বে ছড়িয়ে দেয়া হচ্ছে।

দুবনা, ১৭ মার্চ ২০২২

Wednesday, March 16, 2022

শান্তি নিয়ে অশান্তি

দুঃখ লাগছে তাদের জন্য যারা আমির হামজার মৃত্যুর পর rip বলেছিল। তাদের সব দোয়া প্রার্থনা মিথ্যা করে দিয়ে অশান্তির ঝড় তুলল অতি উৎসাহীরা। এজন্যেই আমি কখনও rip লিখি না। যেটা দেবার সামর্থ্য নেই সেটা কামনা করে কষ্ট পাওয়া কেন?

দুবনা, ১৬ মার্চ ২০২২

বুদ্ধিজীবী

একাত্তরে যারাই পাক বাহিনীর সাথে মিলে বাংলাদেশের মুক্তিকামী মানুষকে হত্যা করেছিল তাদের আমরা বলি রাজাকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বান্দেরা তার দলবল নিয়ে এটাই করেছে, মানে হিটলারের সাথে যোগ দিয়ে হাজার হাজার রুশ, পোলিশ, বেলারুশ, ইউক্রেনের মানুষ হত্যা করেছে। সেই রাজাকারদের সমর্থকদের আজ আমরা রাজাকার বলেই জানি। তাহলে বান্দেরার অনুসারীরা কেন আজ মুক্তিসেনা হবে? নাকি আমাদের প্রবাসী প্রগতিশীল বুদ্ধিজীবীরা আর রাজাকার বিরোধী নয়। শত হলেও তাদের প্রভূ যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করেছিল। সময়ের সাথে সব বদলায়, মানুষের আদর্শ, বিবেক এমনকি মানুষ নিজেও।

দুবনা,১৬ মার্চ ২০২২

Tuesday, March 15, 2022

চেহারা চরিত্র

কোন ফাংশনের চরিত্র বুঝতে হলে আমরা তার এক্সট্রিম খুঁজি। যুদ্ধটাও এরকম এক এক্সট্রিম পরিস্থিতি যখন মানুষ চেনা যায়। না, সে ভাল কি মন্দ সে কথা বলছি না, বলছি বিভিন্ন লোক দেখানো কাজের মুখোশের নীচে লুকিয়ে থাকা তার সত্যিকার চেহারার কথা। বিশেষ করে বুদ্ধিজীবীদের প্রকৃত চেহেরার কথা। ডরিয়েন গ্রেতে ভরে গেছে পৃথিবী।

দুবনা, ১৫ মার্চ ২০২২


Monday, March 14, 2022

মুখোশ

আজ ইউক্রেন আর্মির ক্যাসেট বোমায় দানিয়েৎস্ক শহরে ২০ জন নিহত ও ৩৬ জন আহত। এরা সবাই সাধারণ মানুষ। ক্যাসেট বোমা ব্যবহার নিষিদ্ধ তবে গণতন্ত্রের জন্য সভ্য সমাজ এ নিয়ে মাথা ঘামাবে বলে মনে হয় না, বরং পারলে কয়েকটা পাঁঠা বলি দিয়ে গণতন্ত্রের দেবীকে পূজা করবে।

মস্কো, ১৪ মার্চ ২০২২

মজুতদার

যারা এরকম সময়ে খাবার দাবার ঘরে মজুত করে তারা নিশ্চয়ই নরকে যাওয়ার টিকেট বুক করেছে।
কেন? 
তারা স্বর্গের ব্যাপারে নিশ্চিত তারা জানে ওখানে খাবার অভাব নেই, তাই অযথা এখানে কেনাকাটা করছে না। কিন্তু নরকে খাবার নেই। তাই নরক যাত্রীরা এখানেই সারা জীবনের খাবার খেয়ে নিচ্ছে

মস্কো, ১৪ মার্চ ২০২২

Sunday, March 13, 2022

কুযুক্তি

ধর্মনিরপেক্ষতার নামে অনেক তথাকথিত প্রগতিশীল লোকজন মাদ্রাসা শিক্ষা, তিন তালাক বা হিন্দু মেয়েদের পিতৃ সম্পত্তিতে উত্তরাধিকার না থাকা এসব ধর্মীয় রীতি নীতি সমর্থন করে। আমার মনে হয় এসবই গণতন্ত্রের নামে কোন দেশ ধ্বংস করার মতই কুযুক্তি।

মস্কোর পথে, ১৩ মার্চ ২০২২

Saturday, March 12, 2022

বিশেষণ

বাংলা ভাষাকে বাঁচানোর উপায় কী?
সব পদের নাম পরিবর্তন করে বিশেষণ রাখা। কারণ ফেসবুকের জরিপে দেখা গেছে বাঙালি একমাত্র বিশেষণ পদটাই ব্যবহার করতে পছন্দ করে আর চেষ্টা করে কমবেশি সঠিক ভাবে সেটা ব্যবহার করতে যদিও সেখানেও উলু বনে মুক্তো ছড়ানোর প্রবণতা দেখা যায়।

দুবনা, ১২ মার্চ ২০২২

Friday, March 11, 2022

বন্ধুর খোঁজে

কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে তার প্রোফাইলে ঢুকে আগে খোঁজ নিয়ে দেখি। অনেকেই প্রোফাইল লক করে রাখে, তাই সেগুলো এড়িয়ে যাই কারণ জীবন শিখিয়েছে যে জিনিস পত্র ভালো করে দেখে কিনতে হয়, এমনকি বন্ধুত্বও। অনেকেই প্রোফাইল লক না করলেও কোন ইনফর্মেশন সেখানে দেয় না। এটাও কোন উপকারে আসে না লোকটাকে জানতে। আবার কারও কারও প্রোফাইলে তার সাবেক অবস্হার বিশাল ফর্দ, সাবেক এটা, সাবেক সেটা ইত্যাদি। এত সাবেক দেখে স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে লোকটাই সাবেক না তো। বন্ধু পাওয়া সহজ নয়।

দুবনা, ১২ মার্চ ২০২২

বিশ্বাস

একসময় অবাক হয়ে ভাবতাম মানুষ রাম রহিম বা অন্যান্য ধর্মীয় গুরু যাদের বিভিন্ন ভণ্ডামি সাক্ষ্য প্রমাণ সহ হাজির করা হয়েছে, তাদের বিশ্বাস করে কীভাবে। আসলে মানুষ বিশ্বাস করার জন্য অধীর আগ্রহে বসে থাকে। তাদের শুধু একটু ইশারা করলেই হয়, বাকিটা নিজেরাই বানিয়ে নেয়। এই যে মানুষের নিজের পছন্দের গল্পে বিশ্বাস করার প্রবনতা এটাই ফেইক নিউজের জন্ম দেয়, সেসব নিউজকে ডালপালা মেলতে দেয়। এখন অবশ্য সংবাদ মাধ্যমগুলো আগে থেকেই সেই উর্বর ভূমি তৈরি করে নেয় বিভিন্ন গুজব রটানোর মধ্য দিয়ে। মিথ্যা, অলৌকিক কিছু বিশ্বাস করার প্রবনতা থেকেই এসেছে ধর্ম, আসছে রাজনৈতিক পরাবাস্তববাদ।

দুবনা, ১২ মার্চ ২০২২

আস্তিকতা

ছোট কাকা বলতেন বিশ্বাসে মিলায় কেষ্ট তর্কে বহুদূর। কেষ্ট মেলায় কিনা জানি না, তবে বিশ্বাসে কষ্ট যে মেলায় সেটা বলতে পারি। মানুষ এভাবেই এক সময় ঈশ্বরের শক্তিতে বিশ্বাস করেছে, এই একই ভাবে মানুষ এখন বিভিন্ন তন্ত্র, বিভিন্ন বাদে বিশ্বাস করছে। এতে শুধুই হানাহানি বাড়ছে। মানুষ যতই নিজেকে আস্তিক বলে চিৎকার চেঁচামিচি করুক না কেন, দিনের শেষে সে আস্তিকই। আস্তিকতা - এটা কোন কিছুতে অন্ধবিশ্বাসের আরেক নাম।

দুবনা, ১১ মার্চ ২০২২

জীবন

এডিকের সাথে দেখা। হঠাৎ করেই রতনের প্রসঙ্গ তুলল। আত্মীয় স্বজনদের কথা জিজ্ঞেস করল।
যাই বল, মৃতদের কোন সমস্যা নেই, যত সমস্যা জীবিতদের।
সেটা ঠিক। জীবন মানেই তো সমস্যা আর তার সমাধান খুঁজে বের করা। তাই হাজারো সমস্যার পরেও আমি জীবনের পক্ষেই বাজি রাখব।

দুবনা, ১১ মার্চ ২০২২

Thursday, March 10, 2022

তেল

এখন দেশে দেশে নাকি তেলের বড্ড আকাল। অনেক অনেক তেল মেখেও নাকি কোথাও তেল পাওয়া যাচ্ছে না। যাক বাবা এবার যদি বাঙালি তেল মারার বদভ্যাস থেকে মুক্তি লাভ করতে পারে। 

দুবনা, ১০ মার্চ ২০২২

жизнь после наркоза

Хочу есть - слона. Жаренная. Написал домой готовить. Последние три для голодал. Почти как упобас(роджа). Как проснулся ни бога ни демонов - ни рай не ад. Знакомое место, только красивая мед сестра рядом. Если их было 74 наверняка думал это рай. Вот беда, что математику не забыл. А то рай можно было ведать. Да, первый раз в жизни сделали операцию. Рад, что набрал ещё один опыт. Пригодится в жизни. Напишу об этом попозже. Ни думайте молится. Это вам боком выйдет. Просто станьте врагами. 

Дубна, больница, 10 марта 2023

Wednesday, March 9, 2022

দুর্ভাবনা

তেল, গ্যাসসহ অন্যান্য দ্রব্যের মূল্য বৃদ্ধিতে মানুষ ক্ষোভ প্রকাশ করছে। অথচ সবাই কেনাকাটা কমিয়ে পুঁজিবাদের গালে কষে একটা চপেটাঘাত করতে পারত। গাড়ির পরিবর্তে পায়ে হেঁটে, খাবারের পরিমাণ কমিয়ে নিজের শরীরের প্রতি যত্নশীল হতে পারত। তবে আমরা এটা করব না। নিজের ক্ষতি করেই আমরা খুশি। তাই যদি না হত শান্তি চাই, শান্তি চাই শ্লোগান দিয়ে আমরা অস্ত্রের পেছনে পাহাড় পরিমান টাকা খরচ করতাম না।

দুবনা, ১০ মার্চ ২০২২

যুগের হাওয়া

আমেরিকার ইউরোপের গ্যাসের বাজার দখলের এই যুদ্ধকে পুতিন বিরোধী যুদ্ধ হিসেবে প্রচার আসলে জেনারেল পাওয়েলের বরিক পাউডারকে প্রাণঘাতী রাসায়নিক অস্ত্র হিসেবে প্রমাণ করার আধুনিক সংস্করণ।

দুবনা, ১০ মার্চ ২০২২

লুকোচুরি

দাদা, দেখছেন জিনিস পত্রের দাম কি ভাবে উপরে উঠছে?
এতে অবাক হবার কি আছে। ওরা তো বোকা নয় যে মানুষের মত দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে। ওরা বুদ্ধিমান তাই যুদ্ধ ক্ষেত্র থেকে যত দ্রুত সম্ভব পালাচ্ছে।

দুবনা, ০৯ মার্চ ২০২২

সমস্যা

সব সমস্যার মূলে রয়েছে অসাম্য। যখনই কেউ বা কোন দেশ অন্য কাউকে বা কোন দেশকে দাবিয়ে রাখতে চায়, তখন আজ হোক, কাল হোক সে বিদ্রোহ করে। এটা তার অস্তিত্বের লড়াই। এভাবেই ইতিহাস জন্ম দিয়েছে যুদ্ধের, ধ্বংস হয়েছে সাম্রাজ্য। এবারেও তার ব্যতিক্রম ঘটবে না।

দুবনা, ০৯ মার্চ ২০২২

Tuesday, March 8, 2022

জ্ঞান দাস

জ্ঞান মানুষকে শুধু আলোকিতই করে না, অন্ধও করে। যে শিক্ষা মানুষকে প্রশ্ন করতে না শিখিয়ে শুধু অন্ধভাবে তার প্রয়োগ শেখায় সেটা আসলে জ্ঞান নয়, জ্ঞানের মোড়কে মৌলবাদ। দুঃখজনক হলেও সত্য বর্তমানে ভোগবাদি শিক্ষা ব্যবস্থা মানুষকে মূলত অনুগত ভৃত্য হতে শেখায়। 

দুবনা, ০৮ মার্চ ২০২২

Monday, March 7, 2022

ব্যবহারবিধি

মানুষের নির্বুদ্ধিতা তেমন কোন বড় সমস্যা নয়। আসলে সব মানুষই প্রচুর সম্ভাবনা নিয়ে, যথেষ্ট বুদ্ধি নিয়েই জন্মগ্রহণ করে। কিন্তু কিছু কিছু মানুষ জীবন চলার পথে তার ব্যবহারবিধি হারিয়ে ফেলে। আর এ থেকেই জন্ম নেয় একের পর এক সমস্যা।

দুবনা, ০৭ মার্চ ২০২২

Sunday, March 6, 2022

Love for লাভ

খবরে প্রকাশ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলেও বিশেষ করে আমেরিকান অস্ত্র ব্যবসায়ীরা প্রচন্ড ভাবে লাভবান হচ্ছে। শেয়ার মার্কেটে তাদের স্টকের দাম বাড়ছে। যতদিন পর্যন্ত যুদ্ধ লাভজনক ব্যবসা হিসেবে পরিগণিত হবে ততদিন এর অস্তিত্ব বিপন্ন হবার কোন কারণ নেই। যুদ্ধ পুঁজিবাদের আদর্শ ভাই। 

দুবনা, ০৬ মার্চ ২০২২

অধিকার

বাইবেল মতে পৃথিবীতে প্রথম মানবের আবির্ভাব ঘটেছিল বিদ্রোহের ফলে, নিজের অধিকার দাবি করায়, ভিন্ন মত প্রকাশের সাহস দেখানোর জন্য। তখন মানুষ দাঁড়িয়েছিল ঈশ্বরের মুখোমুখি। এরপর থেকে চেইন রিয়াকশনের মত সেটা চলছে তো চলছেই। যখন কেউ নিজেকে সর্বশক্তিমান মনে করে, অন্যের অধিকার দু পায়ে মাড়িয়ে যায় সে তখন নিজেকে আর মানুষ মনে করে না, সে তখন পৃথিবীর ভাগ্য বিধাতা, চাইলেই যেকোন মানুষ বা দেশকে নির্বাসন দিতে পারে। তা সে আসাঞ্জ হোক, ইরান, রাশিয়া যেই হোক। তবে স্বর্গ থেকে নির্বাসিত মানুষ যেমন থেমে থাকেনি, এরাও থাকবে না। কারণ সত্য কারো প্রাইভেট প্রোপার্টি নয়।

দুবনা, ০৬ মার্চ ২০২২

Saturday, March 5, 2022

নাটক না বাস্তবতা

গতকাল থেকে সারা বিশ্বে হৈ চৈ পড়ে গেছে জাপারঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ নিয়ে। এ নিয়ে লিখেছিলাম। এর পর তা নিয়ে কোন রকম সাক্ষ্য প্রমাণের তোয়াক্কা না করে যে ভাবে রাশিয়াকে দোষী সাব্যস্ত করার চেষ্টা চলছে তাতে মনে হয় এটা আসলে পশ্চিমা বিশ্বের অনুমোদনে, এমনকি তাদের নির্দেশনায় হয়েছে। বেচারা কলিন্স। যদি কয়েক বছর অপেক্ষা করতেন তাহলে তাকে আর টেস্ট টিউবে পাউডার নেড়ে ইরাকে রাসায়নিক অস্ত্রের প্রমাণ দেখাতে হত না, কোম্পানি ২১ সেঞ্চুরি ফেইক আরও বেশি নাটকীয় কিছু আবিষ্কার করত তার জন্যে। আজ অধিকাংশ মানুষ বাস করে ভার্চুয়াল রিয়ালিটিতে। এমন কি আমাদের টাকাপয়সা সহায় সম্পদ সবই এক ধরণের ফিকশন।

ফিজিক্সে অনেক দিন ধরে প্যারালেল ওয়ার্ল্ডের ধারণা বেশ জনপ্রিয়। এখন বিভিন্ন ঘটনা নিয়ে রাশিয়া ও পশ্চিমা দৃষ্টিভঙ্গি দেখলে মনে হয় এরা দুই প্যারালেল ওয়ার্ল্ডে বাস করছে।

খেলোয়াড়দের পাশাপাশি বিভিন্ন বিশ্বখ্যাত শিল্পীদের কনসার্ট বাতিল করা হচ্ছে পশ্চিমে। অনেক জায়গায় রুশ লেখকদের বই সরিয়ে ফেলা হয়েছে। শুনলাম পোল্যান্ডে সচতাকোভিচ আর চাইকভস্কির মিউজিক নিষিদ্ধ করা হয়েছে। জনগণকে যদি বশে রাখতে চাও তাকে জ্ঞানের আলো আর সৌন্দর্যের পরশ থেকে দূরে রাখ। হায়রে সভ্য বিশ্ব!

দুবনা, ০৫ মার্চ ২০২২

প্রশ্ন

প্রেসিডেন্ট বাইডেনের কপালে কালো দাগ দেখলাম। তিনি কি ইউক্রেনের জন্য নামাজ পড়তে শুরু করলেন? 

দুবনা, ০৫ মার্চ ২০২২

Thursday, March 3, 2022

লকার

বিগত কয়েকদিন হল ফেসবুক প্রোফাইল লক করার জন্য কানের কাছে ঘ্যানর ঘ্যানর করছে। ওকি অন্যদের হাত থেকে আমাকে বাঁচাতে চাইছে না কি আমার হাত থেকে অন্যদের? শান্তি নেই। কোথাও শান্তি নেই। অবশ্য যুদ্ধের বাজারে শান্তি থাকবে কি করে? এই দুর্দিনে ওকে কিনবেই বা কে? আমারই বা নিজেকে লকারে ওঠাতে হবে কেন?

দুবনা, ০৪ মার্চ ২০২২

তৃতীয় বিশ্বযুদ্ধ

ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যম দেখলে মনে হয় যুদ্ধটা ইউক্রেনের মাঠে নয় এসব প্ল্যাটফর্মেই হচ্ছে আর সারা বিশ্বের আবাল বৃদ্ধা বনিতা সবাই এই যুদ্ধে অংশ নিয়েছে। এটাই আসল বিশ্বযুদ্ধ। এখানে চর্বিওয়ালা মিথ্যার চাপে সত্য প্রায়ই হারিয়ে যাচ্ছে। এবং যারা জেনেশুনে অন্য পক্ষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা প্রচার করছে তাদের কেউ কেউ হয়তো সেই মিথ্যাটা বিশ্বাস করে বসে আছে। কিন্তু প্রোপ্যাগান্ডা অলীক, এর কোন সত্য ভিত্তি নেই। সেটা বিশ্বাস করলে আসল সত্যটা হাত থেকে ফস্কে বেরিয়ে যাবে। দেখবেন তখন যেন পস্তাতে না হয়।

দুবনা, ০৩ মার্চ ২০২২

রিয়ালিটি

মানুষ বদলায় না, বদলায় পরিবেশ আর মানুষ সেই পরিবর্তিত পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেয়। তাই বন্ধুরা বদলে গেছে বলে অভিযোগ করবেন না, ওরা নতুন পরিবেশে মানিয়ে নিচ্ছে মনে করে খুশি হোন। ডারুইন দাদু সেই কবেই বলে গেছেন যে যোগ্যরাই বেঁচে থাকে, আর যোগ্য তারা যারা খাপ খাইয়ে নিতে পারে। যোগ্য বন্ধুদের যোগ্য মর্যাদা দিন।

দুবনা, ০৩ মার্চ ২০২২

Tuesday, March 1, 2022

স্বাধীনতা

স্বাধীনতাও আপেক্ষিক। আলো বাতাসে ভরা বিশাল মাঠের চেয়ে এক বালতি জলে যেমন মাছ নিজেকে অনেক বেশি স্বাধীন মনে করে, মানুষ তেমনি নিজের পরিচিত পরিবেশে নিজেকে স্বাধীন মনে করে। আর এ জন্যে সে লড়াই করতেও পিছপা হয় না। মানুষের স্বাধীনতার অনেক গুলো পূর্ব শর্তের একটা হল মাতৃভাষায় কথা বলার, মাতৃভাষায় শিক্ষা লাভের অধিকার। এই অধিকার যখন খর্ব করা হয় মানুষ তখন রুখে দাঁড়ায় যেমনটা সে করেছিল বাহান্ন সালে।

দুবনা, ০২ মার্চ ২০২২

বড়লোক

খোকা বড় হয়ে তুমি কি হবে?
বড় হয়ে আমি বড়লোক হব। 
সে তো এমনিতেই হবে। সারা জীবন তো আর ছোট থাকা যাবে না।
না, আমি বড়লোক মানে অনেক টাকার মালিক হব। 
ওক্কে। কিন্তু তার জন্য তো কিছু হতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান
বললাম তো বড়লোক হব। বড়লোক হলে ওসব এমনিতেই বনে যাব। 

মনে মনে ভাবলাম ছেলেটা খারাপ বলেনি। পয়সা হলে আজকাল কবি, সাহিত্যিক, শিল্পী, গায়ক, নায়ক, দার্শনিক, মানবপ্রেমী যা খুশি তাই হওয়া যায়। পয়সা যেন আলাদীনের চেরাগ, তা হতে চাইবে তাই বানিয়ে দেবে। আর যদি তুমি ধনী দেশ হও তাহলে তো কথাই নেই - গণতান্ত্রিক, মানবিক, মহান, মহানুভব, দয়ালু, করুণাময় ইত্যাদি বাঘা বাঘা বিশেষণগুলো তোমার গলায় ঝোলার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে।

দুবনা, ০২ মার্চ ২০২২