ফেসবুকে বেহেশতের চাবি নামে এক কার্টুনের আবির্ভাব হয়েছে। ধর্ম ব্যবসায়ী মানুষে টানা গাড়িতে বসে বড়শির মাথায় বেহেশতের চাবি ঝুলিয়ে রেখেছে আর তার মুরিদ গাড়ি টানছে চাবি পাবার আশায়। এটা গাধার সামনে মূলা ঝুলিয়ে মানুষের নিজের গন্তব্যে পৌঁছানোর চেষ্টার অতি পরিচিত ছবি। কার্টুন দেখে মনে প্রশ্ন জাগছে আধুনিক যুগে মূলা চাবি হয়েছে নাকি বেহেশতের লোভ দেখিয়ে মানুষকে গাধা বানিয়ে কাজ হাসিল করা হয়েছে।
দুবনা, ২৪ সেপ্টেম্বর ২০২২
No comments:
Post a Comment