Friday, September 30, 2022

রাজাকারের মুখ

দানিয়েৎস্ক, লুগানস্ক, হেরসন আর জাপারোঝিয়া অফিসিয়ালি রাশিয়ার অংশ হল। এরপর সেখানকার মানুষদের সাক্ষাৎকার দেখালো টিভিতে, দেখালো তাদের আনন্দ উল্লাস। আমার মনে পড়ল একাত্তরের ১৬ ডিসেম্বরের কথা। আমরাও ছোট বড় সবাই উল্লাসে ফেটে পড়েছিলাম। কল্পনা করছি সেই সমস্ত পরিচিত মানুষের চুপসে যাওয়া মুখ যারা এই সাধারণ সত্যটা মেনে নিতে পারছে না। একাত্তরের রাজাকারদের মুখ ঠিক এমনটাই দেখাচ্ছিল সেদিন।

দুবনা, ৩০ সেপ্টেম্বর ২০২২

No comments:

Post a Comment