মস্কো যাব বলে বাসা থেকে বেরিয়ে হাঁটছিলাম বাসের উদ্দেশ্যে। সামনে তাকিয়ে দেখি বেশ খানিকটা বিজন পথ। স্বভাবসুলভ ভঙ্গিতে চোখ বন্ধ করে হাঁটতে শুরু করলাম। তখন আমার হিসেবী মন বেঁকে বসল। দিনে পাঁচ ছয় ঘন্টা ঘুমাই, যখন কোন কিছু নিয়ে ভাবি সেটাও করি চোখ বন্ধ করে, এমনকি হাঁটি প্রায়ই চোখ বন্ধ করে, সুযোগ পেলে চোখ বন্ধ করেই সাইকেল চালাই। এতদিন সমস্যা হয়নি। তবে আজ মন বলল তুমি যদি প্রায় সবই চোখ বন্ধ করেই কর তাহলে এতগুলো পয়সা খরচ করে চোখ বদলানোর কী দরকার ছিল? শান্তি নেই।
মস্কোর পথে, ০৪ সেপ্টেম্বর ২০২২
No comments:
Post a Comment