আশির দশকে পেরেস্ত্রোইকা আর গ্লাসনস্তের মত আজকাল পশ্চিমা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শব্দ হচ্ছে বাতিলীকরণ। যা কিছু রুশ তাই বাতিল কর যদিও বাস্তবে তারা সেটা করে না। রুশ শিল্প, রুশ সাহিত্য, সংস্কৃতি, রুশ ট্যুরিস্ট এসব বাতিল করলেও রুশ কলকারখানা, বিদ্যুৎকেন্দ্র এসব কেউ বাতিল করে না। অবস্থা এমন দাঁড়িয়েছে যে সব ক্ষেত্রে রাশিয়াকে ক্যান্সেল করতে গিয়ে পশ্চিমা বিশ্ব আসলে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার এসব কিছুই ক্যান্সেল করছে। এক সময় এ সবই ছিল পশ্চিমা বিশ্বের, তার শিক্ষা, সংস্কৃতি, তার সভ্যতার হলমার্ক। আরব বিশ্ব, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এসব আমাদের পশ্চিমে অবস্থান করেও পশ্চিমা বিশ্ব হয়নি। এসব হলমার্ক হারিয়ে ইউরোপ, আমেরিকা আদৌ পশ্চিমা থাকবে তো?
দুবনার পথে, ০২ সেপ্টেম্বর ২০২২
No comments:
Post a Comment