একটা অপ্রমাণিত ও সন্দেহজনক ধারণাকে অনেক অনেক অযৌক্তিক গুণাবলী দিয়ে ভূষিত করে তাকে পরম সত্য বলে মেনে নিয়ে যার যাত্রা শুরু সেই যখন সদা সত্য কথা বলার জন্য অন্যদের আহ্বান জানায় তাকে সন্দেহ ও প্রশ্ন না করে নিঃশর্ত ভাবে যারা মেনে নেয় প্রতিটি বিবেকবান মানুষের উচিত তাদের সম্পর্কে সাবধান হওয়া।
দুবনা, ০৬ সেপ্টেম্বর ২০২২
No comments:
Post a Comment