Wednesday, September 14, 2022

ধৈর্য্য

ভাগ্যিস নেপোলিয়নের সময় ফেসবুক ছিল না। তাহলে কুতুজভের আর মস্কো ছাড়াও হত না, ফলে শেষমেশ নেপোলিয়নের বিরুদ্ধে জয়ী হওয়াও হত না। যুদ্ধ শুধু সামনে এগুনো নয় প্রয়োজনে পিছু হঠাও। যুদ্ধ শত শত ছোট ছোট সংঘাতের যোগফল। যুদ্ধও একটা শিল্প। ইতিহাস তাদেরকেই মনে রাখে যারা সব যোগ বিয়োগের পরে বিজয়ী হয়ে বেরিয়ে আসে‌। ধৈর্য্য সাফল্যের চাবিকাঠি। আসুন ধৈর্য ধরে অপেক্ষা করি।

দুবনা, ১৪ সেপ্টেম্বর ২০২২

No comments:

Post a Comment