Thursday, September 1, 2022

যুদ্ধ ব্যবসা

ইটালির কাগজে প্রকাশ জেলেনস্কি নাকি মাসিক ৫০ হাজার ডলারে এক রুশ ফ্যামিলিকে তার ভিলা ভাড়া দিয়েছে। একদিকে রুশদের ইউরোপিয়ান ভিসা না দেওয়ার আবেদন অন্যদিকে এদের নিজ বাড়ি ভাড়া দেওয়া এটাই কি আজকের ইউক্রেনিয়ান দেশপ্রেম? ইউক্রেনের শরণার্থীরা যখন ইউরোপের বিভিন্ন দেশে গৃহহীণ হচ্ছে তখন এই ভিলা অনেকের জন্য মাথা গোঁজার ঠাঁই হতে পারত। অথবা প্রতিদিন জেলেনস্কি যখন বিভিন্ন দেশের কাছে হাত পাতছে তখন এই ৫০ হাজার ডলার যুদ্ধের ফান্ডে জমা পড়তে পারত। আমার বিশ্বাস বর্তমান ইউক্রেন নেতৃত্বের এক বিরাট অংশের এধরণের আয় আছে। কিন্তু এটা তারা দেশের জন্য ব্যয় করতে রাজি নয়। তাই এই যুদ্ধ কতটা দেশপ্রেম আর কতটা ব্যবসা সেটাই প্রশ্ন।

দুবনা, ০১ সেপ্টেম্বর ২০২২

No comments:

Post a Comment