Thursday, September 1, 2022

প্রশ্ন

মাঝেমধ্যে বিভিন্ন সময়ের রায়টের উপর লেখা দেখি - এ মারা গেল, ও মারা গেল। এখনও সাম্প্রদায়িক দাঙ্গায় বা জাতিগত দাঙ্গায় অনেক মানুষ মারা যায়। এরা সবাই নিজের নিজের মত করে সমাজে প্রতিষ্ঠিত, কোন না কোন ভাবে সমাজের জন্য কিছু না কিছু করে। এরা যখন রায়টে মারা যায় আশেপাশের কিছু লোক হয়তো লাভবান হয় কিন্তু সমাজ? সমাজ তার একজন সদস্য হারায়, এক জোড়া কাজের হাত হারায়। দিনের শেষে মানব সমাজই ক্ষতির মাশুল দেয় তা সে সামাজিক, নৈতিক, মানবিক যাই হোক। কিন্তু সমাজ বা দেশ কি সেটা বোঝে?

মস্কো, ০২ সেপ্টেম্বর ২০২২

No comments:

Post a Comment