হঠাৎ করেই পায়ের শরীর খারাপ, গোঁ ধরেছে হাঁটবে না। মামাবাড়ির আবদার আর কি। আজকাল এই পা, এই হাত, এই মাথা - সবাই যেভাবে বিদ্রোহ করতে শুরু করেছে তাতে শেষ পর্যন্ত মনে হয় রাশিয়ার পথেই হাঁটতে হবে মানে রাশিয়া যেমন ইউরোপে তেল গ্যাস সাপ্লাই বন্ধ করেছে আমাকে তেমনি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে খাদ্য পানীয় সরবরাহ বন্ধ করতে হবে। দেখুক একবার কত ধানে কত চাল।
দুবনার পথে, ০৫ সেপ্টেম্বর ২০২৩
No comments:
Post a Comment