Monday, September 5, 2022

ধাঁধা

আমি একটা ব্যাপার কিছুতেই বুঝে উঠতে পারি না - কেন তৌহিদী জনতা মূর্তি ভাঙ্গে। মূর্তি তো প্রতীক মাত্র, নিষ্প্রাণ। তাহলে এত ভয় কিসের? আমার ধারণা যারা প্রতিমা ভাঙ্গে তারা যদিও যারা মূর্তি পূজা করে তাদের উপর এক হাত নিতে চায় আসলে তারা ভয় পায় পাছে তাদের বিশ্বাস এই মূর্তির কাছে হার মানে। নিজের বিশ্বাসে অটল থাকলে কেউ অন্যের বিশ্বাসে এভাবে আঘাত হানে না, যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে। মূর্তি ভাঙ্গা আসলে নিজেদের দুর্বলতা প্রকাশ করার নামান্তর। অবশ্য এটাও হতে পারে যে এসব মূর্তি অধিকাংশ ক্ষেত্রেই সহি পোষাক পরে না বিধায় অনেকের শারীরিক ও মানসিক পবিত্রতা রক্ষায় ব্যাঘাত ঘটায়। সেক্ষেত্রে অবশ্য বোরকা পরিহিত দেব দেবীর কথা সৃজনশীল মানুষ ভেবে দেখতেই পারে। 

মস্কো, ০৫ সেপ্টেম্বর ২০২২

No comments:

Post a Comment