সাধু সন্ন্যাসীরা সব সময় নিজেদের উপর স্যাঙ্কশন আরোপ করে। বুঝতে পারলেন না? ওরা সব এমন ভাবে করে যাতে বাইরের প্রলোভন ওদের শারীরিক কষ্ট লাঘব না করে। লোভনীয় খাবার, দামী পোশাক, সুন্দরী নারী - কিছুই যেন ওদের ঈশ্বরের উপাসনা থেকে পথভ্রষ্ট করতে না পারে। সব কিছু কৃচ্ছতার জন্য, সব কিছু আত্মার শান্তির জন্য। ইউরোপের রুশ বিরোধী স্যাঙ্কশন দেখে মনে হয় পশ্চিমা বিশ্ব সন্ন্যাসী হবে বলে পণ করেছে। বিড়াল সন্ন্যাসী।
দুবনা, ২২ সেপ্টেম্বর ২০২২
No comments:
Post a Comment