Tuesday, September 6, 2022

নাম বিভ্রাট

ফেসবুকে আনোয়ারা আলপনা (নাকি আল্পনা নাকি অল্পনা - ল্যাটিন বাংলার এই এক বিড়ম্বনা) মশিউল আলমের সাদ্দামদের নিয়ে লিখেছেন। মশিউল আলম মানে আমার ববি। আলম দেখেই ববি উধাও। হিরো আলম সামনে চলে এল। সব (প্রায়) শিশুদের সাদ্দাম হবার মত সব আলম কি হিরো হয়ে গেল?

দুবনা, ০৭ সেপ্টেম্বর ২০২৩

No comments:

Post a Comment