Sunday, September 25, 2022

কথা

এক বন্ধু ফোন করল
কি করিস?
গল্প করছি।
তাই! কার সাথে?
আমার সাথে। 

অনেকক্ষণ কোন দিক থেকেই কোন কথা নেই। নিশ্চুপ। বন্ধু হয়তো আমাদের গল্প শোনার জন্য কান পেতে ছিল। অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে শেষে বলল

ঠিক আছে তোরা গল্প কর। আমি পরে ফোন করব।

সমস্যা হল খুব কম মানুষই বাইরে থেকে নিজেকে দেখতে পারে আর জীবন চলার পথে নিজেই নিজের সাথী হতে পারে। 

মস্কো, ২৬ সেপ্টেম্বর ২০২২

No comments:

Post a Comment