Sunday, September 11, 2022

ফ্রিজ

লিজ ট্রাস এনার্জি বিল ফ্রিজ করার কথা বলেছেন। তবে অর্থনীতি বলে এজন্যে কিং তৃতীয় চার্লসের পোর্ট্রেটে দেশ ছেয়ে ফেলতে হতে পারে। টাকা ছাপানো মানে ইনফ্ল্যাশনকে আমন্ত্রণ জানানো। ফলে নতুন করে মূল্য বৃদ্ধি। জনগণের ডিলেমা - খাদ্য না উত্তাপ। ভরপেট খেয়ে ঠান্ডা ঘরে শীতল মৃত্যুর অপেক্ষা করা নাকি উত্তপ্ত ঘরে অনাহারে ক্ষুধার্ত মৃত্যুর অপেক্ষায় বসে থাকা। তাই দেখার বিষয় কী ফ্রিজ হয় - দ্রব্যমূল্য না মানুষ? লিজ ট্রাস কথা রাখবেন।

দুবনা, ১১ সেপ্টেম্বর ২০২২

No comments:

Post a Comment