সাধারণ মানুষ খুব বেশি কিছু চায় না। তারা চায় মাথা গোঁজার ঠাঁই, সন্তানদের শিক্ষা চিকিৎসা চাকরি এসব। চায় নির্ঝঞ্জাট ভবিষ্যত। আর অধিকাংশ সোভিয়েত মানুষের সেটা ছিল। আরও ছিল ডেফিসিট বা অপ্রতুলতা। পণ্যের। এখন পণ্য অঢেল, ডেফিসিট অর্থের - টাকার যেমন, জীবনের অর্থেরও তেমন। আর যারা প্যাসনারী বা অতিশয় সক্রিয় তারা সব সময়ই অতৃপ্ত থাকবে আর তৃপ্তির খোঁজে সবকিছু ভেঙে সামনে এগিয়ে যাবে। আর মুক্তি, মুক্তচিন্তা - এসবই তো ছেলে ভুলানো কথাবার্তা। এখন ইউরোপ আমেরিকা নিজেই লোহার দেয়াল তৈরি করছে, অপ্রিয় কথার উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। আসলে দুর্বলের সাথে শান্তি চুক্তি হয় না, যেটা হয় তাকে বলে আত্মসমর্পণ। আত্মমর্যাদা সম্পন্ন মানুষ বা জাতি দীর্ঘ সময়ের জন্য এই অবস্থা মেনে নিতে পারে না।
দুবনা, ০৪ সেপ্টেম্বর ২০২২
No comments:
Post a Comment