আসলে আমরা এসব করি যতটা না নিজের জন্য তারচেয়ে বেশি অন্যের জন্য। এই যে না খেয়ে থাকা বা অখাদ্য খাওয়া - নিজের যত কষ্টই হোক এসব আমরা করি যাতে আমাদের দেখে অন্যেরা বলে, বা বেশ তো শুকিয়ে গেছ। এই যে শুকিয়ে গেছ এটাই যে জীবনের সবচেয়ে বড় পাওয়া। ভেবে দেখলাম, কেউ যদি নিজের চেয়ে দু সাইজ বড় জামাকাপড় পরে ঘুরে বেড়ায় তাহলে সবাই দেখে বলবে - দেখ দেখ লোকটি কী রকম শুকিয়ে গেছে। সাপও মরবে লাঠিও বহাল তবিয়তে থাকবে।
দুবনা, ২৭ সেপ্টেম্বর ২০২২
No comments:
Post a Comment