Tuesday, September 27, 2022

শুকানোর মন্ত্র


অনেককেই দেখি আজকাল স্লীম হতে চায় আর সেজন্যে বিভিন্ন রকমের ডায়েট, ওষুধপত্র এসব ব্যবহার করে। এতে অনেকে সফল, তবে তারচেয়ে বেশি মানুষ ব্যর্থ। অনেকে শুনেছি অসুস্থ পর্যন্ত হয়ে পড়ে। তাই ভাবলাম একটা টিপস দিই।

আসলে আমরা এসব করি যতটা না নিজের জন্য তারচেয়ে বেশি অন্যের জন্য। এই যে না খেয়ে থাকা বা অখাদ্য খাওয়া - নিজের যত কষ্টই হোক এসব আমরা করি যাতে আমাদের দেখে অন্যেরা বলে, বা বেশ তো শুকিয়ে গেছ। এই যে শুকিয়ে গেছ এটাই যে জীবনের সবচেয়ে বড় পাওয়া। ভেবে দেখলাম, কেউ যদি নিজের চেয়ে দু সাইজ বড় জামাকাপড় পরে ঘুরে বেড়ায় তাহলে সবাই দেখে বলবে - দেখ দেখ লোকটি কী রকম শুকিয়ে গেছে। সাপও মরবে লাঠিও বহাল তবিয়তে থাকবে।

দুবনা, ২৭ সেপ্টেম্বর ২০২২ 

No comments:

Post a Comment