Monday, September 19, 2022

সাবাস

এ জয় শুধু মেয়েদের ফুটবল দলের নয়, এ জয় প্রগতির, এ জয় অনিবার্য ভবিষ্যতের, এ জয় ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বাংলাদেশীর, এ জয় একাত্তরে স্বপ্নে দেখা বাংলাদেশের। এই দুরন্ত মেয়েরা যে বিজয় মশাল তুলে দিল জাতির হাতে জাতি, দেশ, সমাজ পারবে কি সেই মশালের অনির্বাণ শিখা প্রজন্মের পর প্রজন্মের হাতে তুলে দিতে? সাবাস মেয়েরা! 

দুবনার পথে, ১৯ সেপ্টেম্বর ২০২২


No comments:

Post a Comment