Wednesday, September 28, 2022

বদলী

দেশে শুনলাম আমলাদের অপরাধের শাস্তি হিসেবে অন্য কোথাও বদলী করা হয়। এটা প্রথমত মানবিক। দ্বিতীয়ত এ দেশের ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। ভুলে গেলে চলবে না যে আমাদের পূর্বপুরুষরা এ ধরণের অপরাধের শাস্তি হিসেবে আমলাদের আজীবনের জন্য নরকে বদলী করে পাঠাতেন। যদি সরকার দয়া বশত এদের নরকের বদলে স্বর্গে বদলী করার সিদ্ধান্ত নেয় দেশের মানুষ তাতে মনক্ষুণ্ণ হবে না বলেই মনে হয়।

দুবনা, ২৮ সেপ্টেম্বর ২০২২

No comments:

Post a Comment