Monday, September 19, 2022

পৃথিবী

খেলোয়াড় মাঠ মাতায়, মানুষ হাততালি দেয় কিন্তু মাঠ সবার অগোচরেই থেকে রায়। থেকে যায় যুগ যুগ ধরে এমনকি খেলোয়াড়রা বিস্মৃতির অতলে তলিয়ে যাবার শত শত বছর পরেও যদিও আজকের খেলোয়াড় নিজেকেই অমর মনে করে। রাজনীতির ভাঁড়েরাও তেমনিভাবে নিজেদের পৃথিবীর হর্তাকর্তা বলে ভাবে শুধু অচিরেই হারিয়ে যাবে বলে। পৃথিবী ঠিক আগের মতই ঘুরে আর ওদের কান্ড কারখানা থেকে শিশুর মত হাসে।

মস্কো, ১৯ সেপ্টেম্বর ২০২২

No comments:

Post a Comment