Monday, September 12, 2022

নক্ষত্রের পতন

সাজেদা চৌধুরী মারা গেলেন। সত্যি বলতে কি উনি মারা না গেলে জানাই হত না যে উনি এখনও বেঁচে ছিলেন। অথচ কত বড় মাপের একজন মানুষ, একজন নেত্রী। দেশে থাকতে যে দু একজন নারী রাজনীতিবিদের নাম সবার আগে চলে আসত তাঁরা হলেন সাজেদা চৌধুরী ও মতিয়া চৌধুরী। অথচ এদের নাম এখন আর শোনাই যায় না। কেন? আমি দেশের বাইরে তাই? নাকি সূর্যের আলোয় নক্ষত্ররা ঢাকা পড়ে গেছিলেন। অথবা রাজনীতিহীনতা তা কি-না অপরাজনীতির আরেক নাম সেটাই তাঁদের আড়াল করে রেখেছে। যদি তাই হয় সেই দায়িত্ব তাঁদেরও। 

আপনাকে দেশ মনে রাখবে।

মস্কো, সেপ্টেম্বর ২০২২

 

No comments:

Post a Comment