ইদানিং আবার নতুন করে খাবার পোড়াতে শুরু করলাম। আজ দুপুরে দুবনায়, রাতে মস্কোয়। মনিকা, সেভা আজকাল আমাকে রাঁধতে দিতে চায় না তবে আজ রাজি হল। পোড়া খাবার দেখে ওদের মনোভাব বুঝতে পেরে নিজে থেকেই বললাম, আসলে এটা পূর্বজন্মের কর্মফল। আগের জন্মে নিশ্চয়ই ডোম ছিলাম। এখন তো মরা পাই না তাই মনের সুখে খাবার পুড়াই।
মস্কো, ০৪ সেপ্টেম্বর ২০২২
No comments:
Post a Comment