Saturday, September 10, 2022

সমস্যা

সাধারণত গুলিয়া আমার রান্নার প্রশংসা করে না। রান্নায় নাকি তেল বেশি দিই আর পুড়িয়ে ফেলি। তেলের ব্যপারটা অবশ্য জাতিগত আর পুড়ানো এটা পূর্বজন্মের কর্মফল (আগে লিখেছিলাম)। তাছাড়া ও মুরগী তেমন পছন্দ করে না। ছোটবেলায় ওর নাকি পোষা মুরগী ছিল যা নাকি ওর সাথে সাথে ঘুরত। জানি না সে জন্যে কি না। তবে আজ মুরগীর খুব প্রশংসা করল, শুধু তাই নয় পুরোটাই খেয়ে ফেলল। ভালো লেগেছে শুনে ভালো লাগল, তবে আমার ভাগের মুরগী খেয়ে ফেলায় খুশি হব কিনা বুঝে উঠতে পারছি না। এমন নয় যে তাতে আমার খুব ক্ষতি হয়ে গেছে, তবে যখন রান্না ভালো হয় তখন সেটা চাখতে না পারলে মনটা কেমন যেন করে। তবে মুনের রেসিপিতে আজ রসুনের আচার করেছি, সেটা দিয়ে আলু সেদ্ধ করে দিব্যি কাজ চালান যাবে।


দুবনা, ১০ সেপ্টেম্বর ২০২২



অনেক দিন পরে গতকাল বাসায় কিছু স্টিল লাইফ তোলার চেষ্টা করলাম।




No comments:

Post a Comment