দুনিয়ার মজদুর এক হইল এবং বিরাট মালিকের আরও বড় সামিয়ানার এক কোণে লাল ঝান্ডা রাখিয়া দ্বিগুণ উদ্যোগে মালিকের পুঁজি শত গুণ বাড়াইতে লাগিল। পুলকিত মালিক শ্রমিকদের জন্য বোনাসের ব্যবস্হা করিলেন। মালিক শ্রমিকদের যৌথ উদ্যোগে পুঁজিবাদের মরা গাঙে বান ডাকিল। সেই গাঙে পূণ্য স্নান করিয়া শোষণ আবার নতুন করিয়া শ্রমিকদের সেবা করিতে লাগিল।
মস্কো, ১৯ সেপ্টেম্বর ২০২২
No comments:
Post a Comment