Saturday, July 30, 2022

মেঘ

আজকাল মেঘগুলো দেখছি মহা ফাঁকিবাজ। সকাল সকাল সবাই জড়ো হয়। দুপুর পর্যন্ত সানবাথ করে শরীরের রঙ একটু কালো হলেই সবাই মিলে সূর্যকে দেয় ঢেকে। কিন্তু একটু টয়লেট বাথরুম করে বাগানে যে একটু জল ঢালবে সেটি না যদিও গর্জন করে সবাইকে ভয় পাইয়ে দিতে ওস্তাদ।

দুবনা, ৩০ জুলাই ২০২২

হারিয়ে যাওয়া


ইউরি আজ খোঁচা খোঁচা দাড়ি দেখে জিজ্ঞেস করল
- কী ব্যাপার, তুমি না দাড়ি কেটে ফেললে, আবার এগুলো কেন?
- আর বল না। ভোলগায় সাঁতার কাটতে গিয়ে শুধু জলেই নয় রোদেও স্নান করছি। ফলে কালোর ঘনত্ব বেশ বেড়ে গেছে। এত কালো যে রাতের আঁধারে প্রায়ই নিজেকে খুঁজে পাই না। তাই দাড়ি রাখা যাতে পাকা দাড়ি দেখে অন্ধকারে নিজেকে খুঁজে বের করতে পারি। মানুষ যেমন কল দিয়ে হারানো টেলিফন খুঁজে আমিও তেমনি দাড়ি দিয়ে নিজেকে খুঁজি।

দুবনা, ৩০ জুলাই ২০২২ 

Friday, July 29, 2022

যুদ্ধ

ইউক্রেন আজ আমেরিকান অস্ত্র দিয়ে একটা জেলের উপর আঘাত হানলো যেখানে ছিল যুদ্ধ-বন্দী আজভ আর ইউক্রেনের সৈন্যরা। তৎক্ষণাৎ নিহত ৪০। যুদ্ধে যখন নেমেছে মৃত্যুর হাত থেকে আর মুক্তি নেই। হয় সম্মুখ সমরে মরবে অথবা নিজেদের সহযোদ্ধাদের হাতে। ইউক্রেনের সেনারা না সাধারণ নাগরিক না শত্রু সেনা কারো ক্ষেত্রেই যুদ্ধের নিয়ম মানেনি, হত্যা করেছে যুদ্ধ-বন্দীদের, সাধারণ মানুষ ও তাদের বাড়িঘর ব্যবহার করেছে ঢাল হিসেবে, তাই তারা যে আত্মসমর্পণকারী নিজের সৈন্যদের হত্যা করবে এতে অবাক হবার কি আছে? 

দুবনা, ২৯ জুলাই ২০২২

Thursday, July 28, 2022

সংখ্যা

কারো কারো অভিযোগ সরকার নাকি ইচ্ছে করে জনসংখ্যা কম দেখাচ্ছে। তাদের প্রশ্ন এতে সরকারের লাভ কী? যদি ঘটনা সত্য হয় তবে এর মূল খুঁজতে হবে দুর্নীতিতে। সরকার কে? আমলা, প্রশাসক, মন্ত্রী, এমপি এরাই তো? এদের অধিকাংশ অভ্যস্ত কর ফাঁকি দিতে মানে আয় কম দেখাতে। জনসংখ্যা কম দেখানো হলে সেটি এই অভ্যাস বশত তারা করেছে। অন্যকোন লাভ লোকসানের হিসেব থেকে নয়। অন্তত আমার তাই মনে হয়।

দুবনা, ২৯ জুলাই ২০২২

ও আমার আঁধার ভালো

ইউরোপের বিভিন্ন দেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়া হচ্ছে। বিদ্যুৎকে বলা হয় আলো। পশ্চিমা বিশ্বে বিভিন্ন প্রশ্নে অনেক দিন থেকেই আলোর অভাব। বর্তমান ব্যবস্থা সেই অবস্থার ক্রমবিকাশ।

দুবনা, ২৮ জুলাই ২০২২


Tuesday, July 26, 2022

লাভে ক্ষতি

আমেরিকার ফাইন্যান্স মিনিস্টার বলেছেন সে দেশের বর্তমান অর্থনৈতিক মন্দা আসলে মন্দা নয়, দীর্ঘদিন যাবৎ ক্রমাগত বৃদ্ধির পরে অবশ্যম্ভাবী মন্দণ মানে বৃদ্ধির গতি হ্রাস। মস্কোর বাংলাদেশীদের এক সময় প্রিয় বাক্য ছিল লাভে ক্ষতি। আমেরিকায় কি লাভে ক্ষতির অর্থনীতি শুরু হল?

দুবনা, ২৭ জুলাই ২০২২


যৌবন লাভের ঔষধ

কিছু শিক্ষক নাকি ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছেন। তাদের এ অনৈতিক কাজের নিন্দা করলেও নিজেদের বয়স প্রায় অর্ধেকে নামিয়ে আনার কৌশলের প্রশংসা করতেই হয়। আশা করি শাস্তি ভোগ করে বেরিয়ে আসার পর তারা যৌবন লাভের এই অভিনব পদ্ধতি প্যাটেন্ট করবেন। 

দুবনা, ২৬ জুলাই ২০২২

ভাব নিয়ে ভাবনা

কোন কিছু করার চেয়ে করার ভাব দেখানো অনেক সহজ। জীবন নায়কের চেয়ে নাটকের নায়ক অনেক বেশি হাততালি পায়। আমরা যেহেতু হাততালি পাওয়ার জন্য, অন্যদের বাহবা পাওয়ার জন্যই প্রায় সবকিছু করি তাই বিপ্লবের ক্ষেত্রেও গরম গরম বিপ্লবী বুলিটাই বেশি আওড়াই। 

মস্কো, ২৬ জুলাই ২০২২

Monday, July 25, 2022

প্রশ্ন

ইউরোপ আমেরিকায় এখন অনেক ক্ষেত্রে মানুষের যোগ্যতার মাপকাঠি হয় তার বর্ণ, সেক্সুয়াল অরিয়েন্টেশন ইত্যাদি। অনেকেই এ নিয়ে উচ্ছ্বসিত। আমি ভাবি যদি আমাদের দেশে দাড়ি, গোঁফ, পৈতা, টুপি ইত্যাদি দেখে যোগ্যতা বিচার করা হত তাহলে আমি কি সেটাকে এতটাই সহজ ভাবে মেনে নিতে পারতাম? আমার বিশ্বাস জাতি, ধর্ম, রাজনৈতিক আদর্শ এসব থেকে কর্মক্ষেত্র মুক্ত রাখা যে কোন সামাজিক ও সরকারি প্রতিষ্ঠানের সাফল্যের জন্য জরুরি। সব পদে সবাই যদি তার পেশাগত দক্ষতার ভিত্তিতে নিয়োগ পেত তাহলে আমার বিশ্বাস এই প্রশ্ন আমার মনে কখনোই উঁকি দিত না।

মস্কোর পথে, ২৬ জুলাই ২০২২

চরিত্র

ইউক্রেন ও পশ্চিমা গোয়েন্দা সংস্থা এক রুশ পাইলটকে কেনার চেষ্টা করে ধরা পড়েছে। এক মিলিয়ন ডলার প্লাস যেকোন পশ্চিমা দেশের পাসপোর্ট পরিবারের সবার জন্য। একটা সামরিক বিমান ছিনতাই করে পালিয়ে ন্যাটোর কোন দেশে নামালেই স্বর্গ প্রাপ্তি। সত্যিই তাই। এরপর হয়তো ক্রিপালের মত অদৃশ্য হয়ে যেত খবরের পাতা থেকে। হুম, লর্ড ক্লাইভের প্রেতাত্মা আজও মীর জাফরদের খুঁজে বেড়ায়। সময় বদলায়। বদলায় না শুধু ইংরেজ চরিত্র। 

দুবনা, ২৫ জুলাই ২০২২

বিশেষত্ব

সবাই একসময় সাধারণ থাকে। তারপর কিছু লোকজন অসাধারণ হয়ে যায়। তখন তারা ঘুষ খায়, দুর্নীতি করে, জনগণের পায়ের নীচের মাটি খুঁড়ে ব্যক্তিগত পাহাড় গড়ে তুলে - টাকার পাহাড়। তারপর একদিন তাদের সবকিছু স্পেশাল - শিক্ষা, চিকিৎসা, শাস্তি বা শাস্তিহীনতা।

দুবনা,২৫ জুলাই ২০২২

Sunday, July 24, 2022

আজ্ঞা

একটু খেয়াল করলেই দেখবেন পালের গোদা আমেরিকা একদিকে যেমন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করছে আবার নিজেদের স্বার্থে তেমনি হয় কোন কোন নিষেধাজ্ঞা শিথিল করছে অথবা বিভিন্ন উপায়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনছে তৃতীয় কোন দেশের মাধ্যমে। এক্ষেত্রে ছোট ছোট দেশগুলো পড়েছে বিপাকে। তাদের একদল ইচ্ছে, প্রয়োজন ও রাজনৈতিক বোধ থাকা সত্ত্বেও কিনতে পারছে না সর্দারের রোষানলে পড়ার ভয়ে, আরেক দল বাঁশের চেয়ে কঞ্চি শক্ত এই তত্ত্ব মাথায় রেখে নিজের দেশের মানুষের উপর চাপিয়ে দিচ্ছে একটার পর একটা ট্রায়াল।

দুবনা, ২৪ জুলাই ২০২২

Saturday, July 23, 2022

রিয়ালাইজেশন

১৯৯১ সাল থেকে এতদিন পর্যন্ত ইউক্রেন শাসন করছে মূলত পশ্চিম পন্থীরা। তাদের মূল ঘাঁটি ছিল উত্তর পশ্চিম ইউক্রেন। যদিও কৃষি ও শিল্প মূলতঃ ছিল দক্ষিণ পূর্ব ইউক্রেনে তারপরেও এই এলাকার সাধারণ মানুষের ভাষা, সংস্কৃতি, রীতিনীতি উপেক্ষা করা হয়েছে। আজ পাকিস্তানের অনেকেই বাংলাদেশের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে। একদিন দক্ষিণ পূর্ব ইউক্রেনের উন্নয়ন দেখে উত্তর পশ্চিম ইউক্রেনের মানুষ এভাবেই দীর্ঘ শ্বাস ফেলবে বলে মনে হয়।

দুবনা, ২৩ জুলাই ২০২২

Friday, July 22, 2022

সমস্যা

আমাদের সবচেয়ে বড় সমস্যা হল সাময়িক লাভে বিভোর হয়ে সমাধানের ভেতরে যে সুদূর প্রসারী সমস্যা লুকিয়ে আছে সেটা বুঝতে না পারা। এটা হয় রাজনৈতিক অদূরদর্শিতা থেকে। ভোগের রাজ্যে আমরা সব কিছু দ্রুত পেতে চাই, তাই ভবিষ্যতের কথা না ভেবে আজকে কী পেলাম আর কী পেলাম না সেটা নিয়েই মেতে থাকি। এর ফলে সমাজ ও দেশকে কঠিন ও সুদূরপ্রসারী সমস্যায় ফেলি। এটা তখন ঘটে রাজনৈতিক ক্ষেত্রে তখন তার মাশুল দিতে হয় লাখ লাখ মানুষকে যুগ যুগ ধরে। এটা আমাদের উপমহাদেশে অবিরাম ঘটে যাচ্ছে। 

দুবনা, ২২ জুলাই ২০২২

Thursday, July 21, 2022

বন্ধুত্ব বনাম আনুগত্য

সিপিবি, ন্যাপ এরা প্রতিদ্বন্দ্বী হলেও আওয়ামী লীগের বন্ধু ছিল, সহযাত্রী ছিল। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির অবনতির কারণে এসব দলের প্রভাব কমেছে। এর ফলে আওয়ামী লীগ নিজেকেই একা করে ফেলেছে। অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী হলেও ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার বন্ধু ছিল। ইউক্রেনে যুদ্ধ লাগিয়ে ইউরোপকে দুর্বল করে আমেরিকা নিজের ক্ষতি করছে নিজেকে একা করে। রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে শক্তিশালী ইউরোপ আমেরিকাকে বিশ্ব রাজনীতিতে যতটা সাহায্য করতে পারে দুর্বল ইউরোপ তা পারবে না। শক্তিশালী ও স্পষ্টবাদী বন্ধু দুর্বল ও মেরুদন্ড বিহীন অনুগত ছোট ভাইয়ের চেয়ে অনেক উপকারী। সেটা মনে হয় দুই আ এর কেউ বোঝে না।

দুবনা, ২১ জুলাই ২০২২

Wednesday, July 20, 2022

কোকিল

বেশ কয়েকদিন খুব গরম ছিল। তাপমাত্রা ২৭-২৮ ডিগ্রী সে:। বেশ কঠিন অবস্থা। এমনকি বৃষ্টি পর্যন্ত ভয়ে পালিয়ে গেছিল। গত পরশু থেকে তাপমাত্রা সহনীয় ১৮-১৯। ভোলগায় সাঁতার কেটে ওঠার পর এমনকি ঠাণ্ডা পর্যন্ত লাগে। আর যেই তাপমাত্রা কমেছে সাথে সাথেই বলা নেই কওয়া নেই বৃষ্টি ব্যাটা হুড়মুড় করে ফিরে এসেছে। একেই বলে বসন্তের কোকিল।

দুবনা, ২০ জুলাই ২০২২

Tuesday, July 19, 2022

পশ্চিমা গণতন্ত্র

এক সময় মনে হত ইউরোপ আর আমেরিকার সরকার সত্যিকার অর্থেই জনগণের সরকার, জনগণের জন্য আর জনগণ দ্বারা নির্বাচিত। এখন মনে হয় এসব সরকার আর জনগণের সেবার জন্য নয়, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা হয় নিজের স্বার্থ উদ্ধার করে অথবা আমেরিকার স্বার্থে কাজ করে। তাই বলা চলে 
ইউরোপিয়ান গণতন্ত্র এটা জনগণ দ্বারা নির্বাচিত আমেরিকার জন্য আমলাদের সরকার - Government of bureaucrats for America by the European people.

দুবনা, ২০ জুলাই ২০২২


প্রশ্ন

ছাত্র জীবনে সোভিয়েত বন্ধুদের আড্ডায় একটা আনেকডোট আমরা প্রায়ই বলতাম।

এক মিলিশিয়া (এক্ষেত্রে ট্রাফিক পুলিশ) এক গাড়ি থামিয়েছে।
ড্রাইভার জানালা খুলতেই মিলিশিয়া তাকে স্যালুট দিয়ে জিজ্ঞেস করল
- কমরেড, কী ব্যাপার? দু' জনে এক সাথে গাড়ি চাল্লাচ্ছ কেন?
- কিন্তু তাই বলে কি আমার গাড়িটাই ঘিরে ধরতে হবে? - প্রশ্ন করল ড্রাইভার।

[এখানে আসলে কে কতটুকু মাতাল ছিল সেটার বর্ণনা দেওয়া হয়েছে। ]

আজকাল আমি একটু দূরে কাউকে আসতে দেখলে তার চারটে চোখ, দুটো নাক, দুটো মুখ ইত্যাদি দেখি। যেহেতু চা ছাড়া আর কিছুই খাই না আজকাল তাই বুঝি না বর্তমান যুগে চা কি মাদকতা সম্পন্ন নাকি এটা আমার চোখের সমস্যা?

দুবনা, ১৯ জুলাই ২০২২ 




দৃষ্টিভঙ্গি

ধ্বংসের মন্ত্র বুকে ধারণ করে সৃষ্টি করা যায় না। মাঝেমধ্যে ইউরোপ আর আমেরিকার নেতাদের বিভিন্ন বক্তব্য শুনি। সেখানে এক বিশাল অংশ জুড়ে তারা রাশিয়া ও পুতিনের শ্রাদ্ধ করেন, কীভাবে এদের ক্যান্সেল করবে তার বিশাল ফর্দ পেশ করেন। পুতিন যখন বক্তব্য রাখেন তার সিংহভাগ জুড়ে থাকে দেশের চলমান সমস্যা ও তা থেকে কীভাবে বেরুনো যায় সেই কথা। থাকে রাস্তাঘাট আর কলকারখানা নির্মানের কথা, থাকে সমাজের নিডি মানুষদের সাহায্য করার কথা, থাকে সৃষ্টির কথা। যদি পশ্চিমা বিশ্ব তাদের সমস্যার সমাধান দেখে পুতিন ও রাশিয়ার ধ্বংসের মধ্যে তবে রাশিয়া তার সমস্যার সমাধান দেখে সব ক্ষেত্রে স্বাবলম্বী হওয়ার মধ্যে। বর্তমান পশ্চিমা বিশ্ব আর রাশিয়ার মধ্যে এখানেই সবচেয়ে বড় পার্থক্য।

দুবনা, ১৯ জুলাই ২০২২

Monday, July 18, 2022

নাম সংকীর্ত্তন

বিগত বছরগুলোতে পশ্চিমা নেতৃবৃন্দ যতবার রাশিয়া আর পুতিনের নাম উচ্চারণ করেছেন তার অর্ধেক বারও যদি তারা ঈশ্বরের নাম নিতেন তাতে যীশু নিজেই তৃতীয়বারের মত পৃথিবীতে আবির্ভূত হতেন আর পিতার ইচ্ছায় ইউরোপের অনেক নদী দিয়ে তেল আর গ্যাসের বন্যা বইয়ে দিতেন। 

দুবনা, ১৮ জুলাই ২০২২

Saturday, July 16, 2022

অসাম্য

যে দেশে শুধু জীবিতরাই নয় মৃতরাও সমান নয় সে দেশে ন্যায় বিচারের আশা করা যায় না। যে দেশে তারিখ ঠিক করে আক্রমণের গুরুত্ব অথবা গুরুত্বহীনতা সে দেশে অন্যায়ের প্রতিকার চাওয়া বাঘের দুধ চাওয়ার মতই।

দুবনা, ১৬ জুলাই ২০২২

আগুন

নড়াইলে অগ্নিকাণ্ড। আগুনও আজকাল স্রোতের অনুকূলে চলার গুরুত্ব বোঝে আর তাই বেছে বেছে সংখ্যালঘুদের বাড়িঘর ধ্বংস করে। মনে হতে পারে এটা সাম্প্রদায়িক ইস্যু। এর পেছনে অনেকেই অর্থনৈতিক হিসাব নিকাশ দেখবে। আমার মনে হয় এসব ঘটনা অনেক আগেই অর্থনীতি, সম্প্রদায় আর সমাজের গন্ডী ছাড়িয়ে রাজনৈতিক রূপ ধারণ করেছে। এর সমাধান তাই রাজনৈতিক উপায়েই হতে পারে। বর্তমান রাজনৈতিক অবকাঠামোর মধ্যে থেকে এটা সম্ভব নয়।

দুবনা, ১৬ জুলাই ২০২২

Friday, July 15, 2022

অভাব

 গত পরশু আমার সত্তর বছর বয়সী এক ফটোগ্রাফার বন্ধু ঠাট্টা করে জানতে চাইল

বিজন তোমার কি পুরো একটা প্যান্ট কেনার টাকা ছিল না?
প্যান্টটা পুরো ছিল। টাকার অভাবে অর্ধেকটা বিক্রি করে দিলাম। যুদ্ধ বলে কথা।
অপ্রত্যাশিত উত্তর। সাবাস। মস্কো, ১৪ জুলাই ২০২২

পরিচয়

দুই আমেরিকান ভদ্রলোক পার্কে বসে আছেন। একজন এগিয়ে এসে হাত বাড়িয়ে দিলেন পরিচিত হবার জন্য
- বাইডেন!
- বাই দেন!
বলে অন্য ভদ্রলোক হ্যান্ডশেক না করেই চলে গেলেন পার্কের অন্য প্রান্তে। 

দুবনা, ১৫ জুলাই ২০২২

Thursday, July 14, 2022

ফাউ

সেলের সময় প্রায়ই দেখি, দু'টো কিনলে তৃতীয়টা ফাউ মানে বিনে পয়সায়। আমেরিকা আর ইউরোপ অনেক খড়কুটো পুড়িয়ে রাশিয়াকে যুদ্ধে নামিয়েছে। ডিসআর্ম আর ডিন্যাসিফিকেশন এই দু'টো পণ্য কিনেছে রাশিয়া। বেশ উচ্চ মূল্যে। তবে বোনাস এসেছে যা অপ্রত্যাশিত ভাবে - নিজের ও বিভিন্ন দেশের অর্থনীতির ডিডলারাইজেশন আর ডিইউরোফিকেশন। মানুষ শুনেছি অনেক সময় বোনাসের লোভে কেনাকাটা করে। রাশিয়া কি ভেবে এই বানিজ্যে নেমেছিল সেটা জানি না, তবে বোনাসটা পেয়েছে বেশ।

মস্কো, ১৪ জুলাই ২০২২


Tuesday, July 12, 2022

রাজাকার

 

খবরে প্রকাশ জেলেনস্কির আদেশে আমেরিকার Himers ব্যবহার করে ইউক্রেন সেনারা ইউক্রেনের ৭ জন সাধারণ মানুষকে মেরে ফেলেছে আর আহত করেছে ৮০ জনেরও বেশি লোককে। এসব ঘটেছে হেরসন প্রদেশে। হেরসন দনবাসে অংশ নয়। কথা ছিল ইউক্রেন এই অঞ্চল রক্ষা করবে। অথচ কি ঘটলো? তাদের হাতেই তাদের লোকেরা মারা গেল ঠিক যেমনটা হানাদার পাকিস্তানি বাহিনী লাখ লাখ (পূর্ব) পাকিস্তানীদের মেরেছিল। কই, এখন তো কেউ টু শব্দ করছে না শান্তিপ্রিয় মানুষ মারা গেছে বলে? এই অস্ত্রের আঘাতে সার নষ্ট হল, অথচ কেউ তো বলছে না খাদ্যাভাবের কথা? বলবে না। কারণ এসব হয়েছে গণতন্ত্রের নামে। ঈশ্বরের নামে পশু বলি যেমন পশুহত্যা নয়, গণতন্ত্রের রক্ষা ও বিকাশে মানুষ খুনও তেমনি নরহত্যা নয়। সব রাজাকারের দল!

দুবনা, ১২ জুলাই ২০২২ 

Saturday, July 9, 2022

ত্যাগ

সেদিন এক বন্ধুর সাথে কথা হচ্ছিল। অনেক দিন পরে দেখা। খোশ মেজাজ ছিল দুজনেরই। 
কিরে দোস্ত, কী খবর তোর? 
ভালো আছিরে, দাঝে ওচিন খারাশো।
সে তো দেখেই বুঝতে পারছি। ঘটনাটা কী? 
না তেমন কিছু না। - ওর চোখেমুখে চোরা হাসি।
মানে? নাকি ঈদ সামনে বলে এত আনন্দ। 
বলতে পারিস। জানিস তো এবার কোরবানির ঈদ। 
জানি। এই ঈদের সবচেয়ে প্রিয় জনকে ঈশ্বরের নামে উৎসর্গ করতে হয়। 
বা, তুই দেখছি সেটাও জানিস?
জানব না মানে। ছোটবেলায় বন্ধুদের মুখে এসব গল্প কত শুনেছি। যদিও দিনের শেষে দেখা গেছে ওদের সবচেয়ে প্রিয়জন হল পালের গরু। তা তুই কি উৎসর্গ করছিস? 
জানিসই তো আমি বউকে কি রকম ভালবাসতাম। 
তোদের তো সেই স্কুল জীবন থেকে প্রেম। 
হ্যাঁ! এবার ঈদে তাই বউয়ের সাথে বিবাহবিচ্ছেদ করে ফেললাম। বলতে পারিস সবচেয়ে প্রিয় মানুষকে উৎসর্গ করলাম। 
শুভ বিবাহবিচ্ছেদ। শুভ ঈদ। 
স্পাসিবা দোস্ত।

দুবনা, ০৯ জুলাই ২০২২


Thursday, July 7, 2022

কান কথা

আমাদের যেহেতু দুটো কান আর একটা মুখ, অনেক দার্শনিকের ধারণা আমরা যত বলব তার চেয়ে দ্বিগুণ বেশি শোনা উচিৎ। তবে সাধারণ মানুষ মনে করে কান যেহেতু দুটো আর মুখ একটা তাই বেশি বেশি বলা দরকার যাতে কথা দিয়ে দু' কান ভরে দেওয়া যায়।

দুবনা, ০৮ জুলাই ২০২২

Wednesday, July 6, 2022

সক্রেটিস

গতকাল এক বন্ধু লিখলেন অনেক আগে সক্রেটিস নামে একজন শিক্ষক আমাদের পূর্বপুরুষ ছিলেন আর তাঁর দেশের সরকার তাঁকে বিষ পান করিয়ে হত্যা করেছিল। এ স্ট্যাটাসের সূত্র ধরেই বলা যায় যে যে যুক্তিতে সক্রেটিস আমাদের পূর্বপুরুষ সেই একই যুক্তিতে এথেন্সের সেই সরকারও আমাদের সরকারের পূর্বপুরুষ। আগে সরকার নিজে মারত এখন সরকার অন্যদের দিয়ে মারায়, ঠিক যেমন আগে ইউরোপ আমেরিকা নিজেরা দেশে দেশে যুদ্ধ করত এখন অন্যদের দিয়ে করায়। এতে লক্ষ্য অর্জিত হয় আবার নিজেদের মানবিক পোশাক পরিচ্ছদ পাপমুক্ত থাকে। এটা হল পলিটকারেক্টনেস। 

দুবনা, ০৭ জুলাই ২০২২

দনবাসের শিশু

 

দানিয়েৎস্কে একটা মেয়ে মারা গেছে
কতই বা বয়স? মাত্র দশ।
কী দোষ করেছিল ও?
তেমন কিছু না।
শুধু মাতৃভাষায় কথা বলতে চেয়েছিল,
হাসতে চেয়েছিল, বাঁচতে চেয়েছিল,
পড়াশুনা করতে চেয়েছিল,
স্বপ্ন দেখতে চেয়েছিল।
হ্যাঁ, ওর একটাই দোষ ও রুশ ভাষায় এসব করতে চেয়েছিল।
বিশ্ব যখন রুশ ভাষা, সাহিত্য, সংস্কৃতি সব কিছু বাতিল করেছে
তখন এ ধরণের চাওয়া অন্যায়, মহা অন্যায়।
মনে নেই বাহান্নর কথা?
বাংলাদেশের শিশুরাও তখন ঠিক এটাই চেয়েছিল।
মাতৃভাষায় কথা বলতে, বড় হতে, স্বপ্ন দেখতে।
তারপর সালাম, বরকত এরপরে আরও তিরিশ লক্ষ তাজা প্রাণ।
ভাষা খুব গোলমেলে ব্যাপার। সে মানুষকে প্রশ্ন করতে শেখায়।
ভাষা মানুষকে হিস্যা চাইতে শেখায়।
ভাষা মানুষকে স্বাধীন হতে শেখায়, শেখায় মাথা নত না করতে।
আর যারাই স্বাধীন ভাবে চিন্তা করতে চায় তারাই সাম্রাজ্যবাদী শক্তির শত্রু।
মেয়েটার অবশ্য ভাগ্য ভালই বলা যায়।
মরে তো সবাই। কিন্তু ক' জন পারে গণতন্ত্রের জন্য প্রাণ দিতে?
হ্যাঁ, পশ্চিমা বিশ্বের মানবতা আর গণতন্ত্রের জন্য ইউরোপ আর
আমেরিকার পাঠানো মানবিক অস্ত্রেই ও প্রাণ দিয়েছে।
শাস্ত্রে লেখা আছে যদি কেউ নারায়ণী অস্ত্র বা ব্রহ্মাস্ত্রের আঘাতে প্রাণ দেয়
তার নাকি স্বর্গ লাভ কেউ ঠেকাতে পারে না।
ধন্য আমেরিকা, ধন্য ইউরোপ!
এমনকি তোমরা দশ বছরের একটা মেয়ের কথাও ভুলে যাও নি।
তোমাদের অপার কৃপায় সে আজ স্বর্গবাসী।
মরতে তো সবাইকেই হবে।
ক' জন আর এভাবে তোমাদের মানবতার বলি হতে পারে?
দানিয়েৎস্কে দশ বছরের এক মেয়ে মারা গেছে।
তার দেহকে ঘিরে এখন তার মা আর আত্মীয় স্বজনের কান্না।
একটু কাঁদুক। কাঁদার জন্যই তো ওদের জন্ম।
ওদের শরীরে তো আর ইউরোপ আমেরিকার রক্ত নেই।
আমেরিকাবাসী তোমরা আনন্দ কর। ইউরোপ তুমি আনন্দ কর।
দানিয়েৎস্কে এক শিশু মারা গেছে।
তোমাদের মানবতার জন্যে যুদ্ধে আরও একটা জঞ্জাল দূর হয়েছে।
আমেরিকা তুমি হাস। ইউরোপ তুমি হাস।
আর নতুন নতুন অস্ত্র পাঠাতে ভুলো না।
দনবাসে এখনও অনেক শিশু।
তারা নিজেদের খুশি মত বাঁচার স্বপ্ন দেখছে।
ওদের না মারলে তোমরা মানুষ হবে কি করে?
দানিয়েৎস্কে অনেক, অনেক শিশু মারা গেছে।
দনবাসে এখনও অনেক অনেক শিশু বাঁচার স্বপ্ন নিয়ে মৃত্যুর অপেক্ষায়
বেসমেন্টে অপেক্ষা করছে।
আমেরিকাবাসী ওঠ, ইউরোপবাসী ওঠ
আরও আরও অস্ত্র পাঠিয়ে এসব শিশুদের অপেক্ষার অবসান ঘটাও।
দুবনা, ০৬ জুলাই ২০২২



Tuesday, July 5, 2022

বৃষ্টি

আজ বৃষ্টি এলো ইষ্টি হয়ে। বজ্রপাতের সম্ভাবনা আছে বলে ঘোষণা দিয়েছে। বাসা থেকে বেরুলাম ভোলগার উদ্দেশ্যে হাল্কা বৃষ্টির ফাঁকে ফাঁকে রাস্তা করে। পথে সহ সাঁতারুর সাথে দেখা। 
এখন ঝড় বৃষ্টি শুরু হবে। সবাই চলে গেছে। তুমি বরং পরে যাও।
আমি ঝড়ের কাছে হার মেনে বাসায় ফিরলাম। ভেবেছিলাম ছোটবেলার মত বৃষ্টির সময় নদীতে সাঁতার কাটব। হল না। ছোটবেলারা ফিরে আসে না।

দুবনা, ০৫ জুলাই ২০২২

Sunday, July 3, 2022

আলো

স্বাধীনতা আজ স্বাদহীন। দেশ স্বাধীন, তবে দিন দিন মানুষ হেরে যাচ্ছে, হেরে যাচ্ছে মানবিকতা, হেরে যাচ্ছে মুক্তচিন্তা, হেরে যাচ্ছে যুক্তি। বিবেক, বুদ্ধি, সদিচ্ছা সব পরাজিত হচ্ছে অর্থ আর ক্ষমতার লোভের কাছে। অন্ধ বিশ্বাস নিভিয়ে দিচ্ছে শেষ আলোর রেশ। 

দুবনা, ০৪ জুলাই ২০২২

সারণী

মেন্ডেলিফের সারণীতে He নামে এক ইলিমন্ট আছে কিন্তু She নামে কেউ নেই। এই ডিসক্রিমিনেশন কি সবার চোখ এড়িয়ে যাবে?

দুবনা, ০৩ জুলাই ২০২২

শিক্ষা

মানুষ কি চায়? ভালো থাকতে। আর সে জন্যে বেশি বেশি উপার্জন করতে। আগে ভালো উপার্জন করার জন্য ভালো ভাবে লেখাপড়া করতে হত। তাই তো তখন বলা হত - "লেখাপড়া করে যে গাড়িঘোড়া চড়ে সে"। পড়াশোনা করলে শুধু স্বচ্ছলতাই আসত না, সম্মান পাওয়া যেত। আজ যদি সমাজের দিকে তাকান দেখবেন শিক্ষিত মানুষকে পথে ঘাঁটে অপমান করা হচ্ছে, আর্থিক ভাবে স্বচ্ছল আজ শিক্ষিত মানুষ নয়, এমনকি তাদের কথাও কেউ শোনে না। ক্ষমতা, অর্থ, সম্মান সব আজ রাজনীতিবিদদের জবর দখলে। আর যেহেতু আজ রাজনীতিবিদ হতে কোন রকম শিক্ষার দরকার নেই তাই শিক্ষার আর সেই কদর নাই। অশিক্ষিত মানুষ প্রশ্ন করে না তাই তাদের যা খুশি, যেভাবে খুশি বোঝানো যায়। ক্ষমতাই যখন একমাত্র লক্ষ্য তখন শিক্ষা, শিক্ষক এসব বিষয়ে গুরুত্ব না দেয়াই যেকোন বুদ্ধিমান সরকারের কাজ। 

দুবনা, ০৩ জুলাই ২০২২

Saturday, July 2, 2022

মশা

মশারাও দিন দিন মানুষ হয়ে যাচ্ছে। বিকেলে ছবি তুলতে গেলেই ওরা দল বেঁধে আসে ট্যাক্সের জন্য। যতক্ষণ না রক্ত দিয়ে ঋণ শোধ করছ ততক্ষণ কোন ছবি নেই। তার উপর আজ চুতরাপাতা হাঁটুতে এমন কষে এক চুমু দিল যে এখনও জায়গাটা জ্বলছে। 

দুবনা, ০২ জুলাই ২০২২

Friday, July 1, 2022

বিভাজনে ঐক্য

মানুষে মানুষে বিভাজন সেই ডিএনএ আরএনএ পর্যায়ে। প্রতিটি মানুষই অন্যের চেয়ে আলাদা, তাই চাইলে সবাই সবার বিরুদ্ধে সংঘাতের অজুহাত খুঁজে পাবে। যুক্তিবাদী মানুষ এই বৈপরীত্যের মধ্যে বৈচিত্র্য খুঁজে জীবনকে সমৃদ্ধ করতে চায় আর অন্ধ বিশ্বাসী মানুষ সেটা খুঁজে অশান্তি তৈরির জন্য। আর তাই যদি না হত এত মারামারি হানাহানি হত না ধর্ম আর মানবতার নামে। আজকাল বড় বড় যুদ্ধগুলো মানবতা আর মানবাধিকারের নামেই হচ্ছে।


দুবনা, ০১ জুলাই ২০২২ 

অনুভূতি

 

শিক্ষকের গলায় জুতার মালা
কোন অনুভূতি নেই
শিক্ষক খুন হয়ে গেল
অনুভূতি নিথর
নিরাপত্তার অভাবে মানুষ দেশ ছাড়ছে
অনুভূতি ভয়ে দরজায় খিল দিয়ে বসে আছে
দ্রব্য মূল্য বৃদ্ধিতে মানুষের পেটে ভাত নেই
অনুভূতি ক্ষুধার্ত অসহায়
রাজনীতি প্রহসনে পরিণত হয়েছে
অনুভূতি বন্দী
নারী ইভ টিজিং-এর শিকার, ধর্ষিতা
অনুভূতি বোবা
শিশু নির্যাতিত হচ্ছে
অনুভূতি অন্ধ
অনুভূতি যেন কোমায় থাকা রোগী
শুধু ধর্মের নামে প্রাণ ফিরে পায়
আজ সব অনুভূতি শুধু ধর্মকে কেন্দ্র করে
তাহলে কী হবে এই দেশের
যেখানে সরকার, প্রশাসন সব ব্যাপারেই নির্লিপ্ত অনুভুতিহীন?

দুবনা, ০১ জুলাই ২০২২