নতুন করে যুদ্ধ ফুদ্ধ শুরু হওয়ার আগেই নোবেল কমিটির উচিত জরুরী ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে একটি নোবেল পুরস্কার দিয়ে দেয়া। কারণ এ ব্যাপারে দেরী করলে আর সব যুদ্ধ শেষ হয়ে গেলে উনি নতুন করে যুদ্ধ লাগাতে পিছ পা হবেন না সেসব যুদ্ধ থামিয়ে নোবেল পুরস্কারের জন্য নিজের দাবি জোরদার করতে। ভাগ্যিস শেখ হাসিনা ক্ষমতায় নেই। তাহলে প্রতিদ্বন্দ্বিতা বেশ জমত বলে আশা করা যায়।
দুবনা, ০৯ আগস্ট ২০২৫
No comments:
Post a Comment