Thursday, August 14, 2025

সাপসান

আজকের খবরে জানা গেল এফএসবে (রুশ কেজিবি) ও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ আক্রমণে ইউক্রেনের দূরপাল্লার মিসাইল তৈরির কারখানা ধ্বংস হয়েছে। পাভলোগ্রাদে অবস্থিত এই কারখানায় সাপসান নামক এক দূরপাল্লার মিসাইলের সিরিয়াল প্রডাকশন শুরু হবার পথে ছিল। সোভিয়েত নকশায় এই মিসাইল তৈরিতে আর্থিক ও প্রযুক্তিগত সাহায্য করে জার্মানি। ন্যাটোর বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা এর সাথে জড়িত ছিল। ৫০০-৭০০ কিলোমিটার দূরপাল্লার এই মিসাইল মস্কো সহ ইউরোপিয়ান রাশিয়ার এক বিরাট অংশে হামলা করতে সক্ষম। ধারণা করা হয় প্রযুক্তিগত দিকে সাপসান রুশ ইসকান্দারকে ছাড়িয়ে যেত। এই আক্রমণ ছিল গত জুনে ইউক্রেন কর্তৃক রাশিয়ার বিভিন্ন শহরে আক্রমণের প্রতিশোধ স্বরূপ। কন্সট্রাকশন ব্যুরো থেকে শুরু করে কারখানা, গোডাউন, রাসায়নিক ও জ্বালানি তরির কারখানা এসব আক্রমণ করা হয়। জুলাইয়ের শেষ দিক দিকে চালিত এই আক্রমণে বিভিন্ন বাহিনী একযোগে অংশগ্রহণ করে। এই আক্রমণের ফলে ইউক্রেনের রকেট প্রযুক্তি অনেক দিনের জন্য পিছিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের সাথে সামিটের আগ এ ধরণের আঘাত রাশিয়ার জন্য বিরাট জয়। অনেক আগে পুতিন একবার বলেছিলেন - কুকুর ঘেউ ঘেউ করে কিন্তু কাফেলা এগিয়ে যায়। হ্যাঁ, ইউরোপিয়ানরা বিভিন্ন ভাবে এই যুদ্ধ বন্ধে বাধা দেবে কিন্তু রাশিয়া নিঃশব্দে ইউক্রেনকে অস্ত্রমুক্ত ও নাৎসি মুক্ত করবে বলেই মনে হয়।

দুবনা, ১৪ আগস্ট ২০২৫

No comments:

Post a Comment