Sunday, August 24, 2025

জীবন মরণের সীমানায়

পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে যদি জীবনের সাথে শান্তিপূর্ণভাবে সংসার করা নাই যায় তবে তার সাথে বিবাহ বিচ্ছেদ করে মরণের সাথে সংসার করা শ্রেয় নয় কি? তবে জীবন মানেই অনেক অজানা তাই তার সমাধান খুবই জটিল, বিশেষ করে জীবনের পাট চুকিয়ে দিয়ে। কারণ এতে মরে বেঁচে গেলেও যারা বেঁচে থাকে তাদের বারবার মরতে হয়।

দুবনা, ২৪ আগস্ট ২০২৫

No comments:

Post a Comment