Monday, August 11, 2025

ফাঁদ?

১৫ আগস্ট ২০২৫ আমেরিকা ও রাশিয়ার প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিন আলাস্কায় সাক্ষাৎ করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই দুই দেশের নেতাদের সাক্ষাৎ বিশ্ব রাজনীতিতে এক যুগান্তকারী ঘটনা। তবে এবারের সামিট বিশ্ব রাজনীতির পাশাপাশি রাশিয়ার আভ্যন্তরীণ রাজনীতির জন্যও খুব গুরুত্বপূর্ণ। কারণ এমন একটা সময়ে যুদ্ধ বিরতির চাপ আসছে যখন এদের যুদ্ধ যন্ত্র প্রচন্ড গতিতে বিজয়ের পথে এগিয়ে চলছে আর জন মনে বিজয়ের মধ্য দিয়ে যুদ্ধ শেষ করার চাহিদা তৈরি হয়েছে ঠিক যেমনটি হয়েছিল নেপোলিয়ন আর হিটলারের বিরুদ্ধে। মনে রাখতে হবে এই যুদ্ধ ইউক্রেনের বিরুদ্ধে হলেও এটা আসলে সম্মিলিত ইউরোপ, আমেরিকা, কানাডা, জাপান, কোরিয়া ও অস্ট্রেলিয়ার সাথে। এই যুদ্ধকে ঘিরেই হয়েছে গণ জাগরণ। জনতা হয়েছে ঐক্যবদ্ধ। সোভিয়েত ইউনিয়নের পতনের পর মনে হয় প্রথম বারের মত। চুক্তির মাধ্যমে যুদ্ধ বিরতি মানেই কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেয়া। একই সাথে সেটা সমাজের পশ্চিমা পন্থী রাজনীতি ও সংস্কৃতির পুনর্বাসনের সুযোগ যেমনটি হয়েছিল বাংলাদেশে রাজাকারদের ক্ষেত্রে। তাই অনেক কিছুই নির্ভর করবে চুক্তি ও তার সঠিক বাস্তবায়নের উপর। স্মরণ করা যেতে পারে যে এর আগেও একাধিকবার চুক্তি হয়েছে ও সেটা ইউক্রেন তথা পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে বারবার লঙ্ঘন করা হয়েছে। তবে আলোচনা হচ্ছে আমেরিকা আর রাশিয়ার মধ্যে আর চুক্তি পালন করতে হবে ইউক্রেন আর অনেকটাই ইউরোপের। ফাঁদটা মনে হয় এখানেই।

দুবনা, ১১ আগস্ট ২০২৫

No comments:

Post a Comment