বেশ কয়েক বছর আগে। লতিফ সিদ্দিকী নিউ ইয়র্কে কিছু সত্য কথা বলে ফেঁসে যান। আওয়ামী লীগ তখন তাঁর পাশে দাঁড়ায়নি। নিয়তির কি নির্মম পরিহাস, এখন তিনি আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছেন। গত বছর জুলাই বিপ্লবের পর থেকে যে মানুষটি একাত্তরের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে প্রকাশ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থান গ্রহণ করেছিলেন - তিনি অ্যাডভোকেট ফজলুর রহমান। নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে ও মেজর জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করা বিএনপি তাঁর পাশে দাঁড়াবে কি নাকি শেখ হাসিনার মতই মৌলবাদী শক্তির কাছে মাথা নত করে নিজেদের দায় সারবে। মানুষ ফজলুর রহমানকে মনে রাখবে।
দুবনা, ২৫ আগস্ট ২০২৫
No comments:
Post a Comment