Friday, August 29, 2025

মূল্যায়ন

রাজা মহান, শুধু উজির নাজির আর চাটুকারদের দেয়াল অতিক্রম করে প্রজাদের আহাজারি রাজার কানে পৌঁছে না। তাই ন্যায় পরায়ণ ও সততার প্রতিভূ রাজা সাধারণ মানুষের জন্য কিছু করতে পারেন না। এই ধারণা আমাদের দেশের জনগণের একটি অংশের মধ্যে বদ্ধমূল। বিগত সরকারের আমলে এমনটা বলতে শুনেছি অনেককেই। এখনও ব্যতিক্রম নয়। বরং বিদেশি পুরস্কার, ডিগ্রি ইত্যাদির ফলে জনমনে বর্তমান শাসকরা এক বিশেষ অবস্থান দখল করে আছে। যতদিন শাসকদের মূল্যায়ন হবে তাদের ধর্মীয় আইডেনটিটি, ডিগ্রি, আরব বা পশ্চিমা বিশ্বের নেতাদের কাছে গ্রহণযোগ্যতা দিয়ে, দেশ শাসনে তাদের যোগ্যতা ও দক্ষতা যতদিন না মূল্যায়নের প্রধান মাপকাঠি হবে ততদিন পর্যন্ত হায়েনার হাত থেকে লাল সবুজ পতাকা উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ।

দুবনা, ২৯ আগস্ট ২০২৫

No comments:

Post a Comment