Friday, August 22, 2025

একজন বিভুরঞ্জন সরকার

সকাল থেকেই বিভুরঞ্জন সরকারের নিখোঁজ হওয়া নিয়ে একের পর এক খবর পড়ছিলাম। পরে ওনার খোলা চিঠি যাকে তিনি শেষ লেখা বলে উল্লেখ করেছেন পড়ে একজন সৎ মানুষের জন্য বাংলাদেশ নামক ভূখণ্ড যে কী বিশাল পরীক্ষা সেটা জানলাম। তখনও আশা ছিল হয়তো তিনি ফিরে আসবেন। তবে কিছুক্ষণ আগে জানা গেল তার মৃতদেহ উদ্ধারের কথা। সত্যিই অবাক করা এক সমাজ আমাদের। তিনি ছাত্র ইউনিয়নের সাথে জড়িত ছিলেন, একতায় লিখেছেন, যদি ভুল না করি সিপিবির সাথেও জড়িত ছিলেন। বিভিন্ন সময় দেশের রাজনীতির উপর তার বস্তুনিষ্ঠ লেখা পড়তাম। দেশে যখন সব ক্ষেত্রেই মেধার খরা তখন তার এভাবে চলে যাওয়া এক অপুরনীয় ক্ষতি। তার এভাবে চলে যাওয়া আমাদের বুদ্ধির দীনতা শুধু নয় সার্বিক দীনতার পারিচায়ক। একজন প্রথম সারির সাংবাদিক, অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের পক্ষের অকুতভয় একজন সক্রিয় সাংবাদিক জীবনের কাছে পরাজিত হয়ে আত্মহত্যা (?) করবেন - সেটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তো বটেই, গোটা বুদ্ধিজীবে সমাজ তথা দেশের জন্য লজ্জাকর। আমরা কবে মাথা উঁচু করে কথা বলে এমন লোকদের সম্মান দিতে শিখব! কবে আমরা ধর্ম, বর্ণ, দলের ঊর্ধ্বে উঠে বাঙালি ও মানুষ হব! আপনাকে মনে থাকবে!

দুবনা, ২২ আগস্ট ২০২৫

No comments:

Post a Comment