Thursday, August 28, 2025

রাঁধুনি

রুশরা বলে যদি তুমি রান্না করতে না পার তবে রান্নায় খুব করে লবন দিয়ে দাও। তাহলে রাঁধতে পার না বলে কেউ তোমার দুর্নাম করবে না, বলবে লবণটা ঠিক হলে খাবারটা বেশ সুস্বাদুই হত। আমাদের শান্তিপ্রিয় উপদেষ্টা মনে হয় ভালো ভাবেই জানেন দেশ চালানো তার পক্ষে সম্ভব নয়। কিন্তু সেটার দায় কেন তিনি নেবেন? তাই মব দিয়ে সবাইকে ঠ্যাঙান। লোকজন মবের দোষ দেয় কিন্তু দেশ চালাতে উপদেষ্টার ব্যর্থতার কথা ভুলেও মুখে আনে না। বর্গী বা মগদের দোষ দিলেও কেউ যেমন এদের রাজাদের কথা ঘুণাক্ষরেও বলে না, তেমনি একদিন এই সময়টা ইতিহাসে মবের মুল্লুক বলেই পরিচিতি পাবে, কেউ ঘুণাক্ষরেও শান্তির মুদি দোকানের মালিকের নাম বলবে না।

দুবনা, ২৮ আগস্ট ২০২৫

No comments:

Post a Comment